![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখে এসে জমুক শরীরের সবটুকু রক্ত
আমি পূর্ণ চোখে দেখবো অন্ধকার?
দৃষ্টির ভেতর ছুঁড়ে দেবো
পাঁজরে স্থিত সব চিৎকার!
হৈ হৈ করে কি লাভ
সম্পুর্ণ পা রাখিনি মাটিতে
মুঠো খুলিনি একবারও আলোয়
তবু স্বপ্ন, চোখে জমে উঠুক সবটুকু রক্ত
ছুঁড়ে দেবো দৃষ্টির ভিতর আমার, একা
সব নিঃসঙ্গ চিৎকার।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫০
সোমেশ্বর অলি বলেছেন: আপনার সবকটা পোস্টই কবিতার। ভাল...
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:১৪
মাজুল হাসান বলেছেন: নতুন কবিতা প্রসবে এতো দীর্ঘ বিরতী কেনো?
কি অবস্থা? আপনি এখন কোথায়? সিলেটে?
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৪
সেজুল হোসেন বলেছেন: শরীরটা ভাল যাচ্ছে না। মন ও।
আমাকে স্মরণ করছেন জেনে ভাল লাগলো।
হ্যাঁ। সিলেটেই।
বাবুই বেরিয়েছে জেনেছি। সংকলন বেরিয়েছে কি?
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৭
সবুজ আরেফিন বলেছেন: আমরা এইসব ভাবতে পারি আর ভাবতে পারি এইজন্যই তো আমরা মানুষ।