![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চে গুয়েভারা (১৯২৮-১৯৬৭) সম্পর্কে ফিদেল ক্যাস্ট্রো একবার মন্তব্য করেছিলেন : ‘চে একজন ওইরকম ব্যক্তি যাকে দর্শনমাত্রই মানুষ পছন্দ করবেÑ তার সহজতা, চারিত্রিক বৈশিষ্ট্য, নিরপেক্ষতা, কমরেডসুলভ গুণাবলী এবং মৌলিকতার জন্য।’ চে গুয়েভারা ছিলেন ফিদেল ক্যাস্ট্রোর দক্ষিণহস্ত। যতদিন জীবিত ছিলেন ততদিন চে ফিদেলের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গেছেন। ফিদেলকে চে বিপ্লবী দলনেতা হিসেবে গণ্য করতেন।
ফিদেলের সঙ্গে চে গুয়েভারার আকস্মিকভাবে পরিচয় হয়। ২৬ জুলাই আন্দোলনকে কেন্দ্র করেই তাদের পরিচয় নিবিড় ও গভীর হয়।
চে ভাষায়, ‘গোয়েতামালার রাউল ক্যাস্ট্রোনামক এক ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হয়।"
পরে জানতে পারি, ওই আন্দোলনের নেতাই তার সহোদর ভাই ফিদেল ক্যাস্ট্রো । এভাবেই চে ফিদেলের সান্নিধ্যে আসার সুযোগ লাভ করেন এবং দুজনের মধ্যে অল্প সময়েই নিবিড় বন্ধুত্ব গড়ে ওঠে।
কিউবাকে স্বৈরাচারী শাসক থেকে মুক্ত করার শপথ নেন উভয়ে। এ উদ্দেশেই ১৯৫৬ খ্রিস্টাব্দে ২৫ নভেম্বর থেকে শুরু করে ২ জানুয়ারি ১৯৫৯ খ্রিস্টাব্দ পর্যন্ত গেরিলা যু্দ্ধের মাধ্যমে কিউবার তৎকালীন স্বৈরাচারী শাসক ফালজেনসিও বাতিস্তাকে হারিয়ে সমাজতন্ত্র কায়েম করেন।
কারণ ১৯৫৬ সালের শুরুতেই ফিদেল কিউবার জনগণের উদ্দেশে এক ভাষণে বলেছিলেন ‘আমরা মুক্ত মানুষে পরিণত হবো, নচেৎ শহীদ হবো’ । এ পটভূমি সামনে রেখেই আরনেস্তো চে গুয়েভারা রচনা করেন ‘ফিদেলের জন্য কবিতা’ শীর্ষক বিখ্যাত কবিতাটি। এর পরতে পরতে কখনো উঁকি দেয় বাস্তবতা, কখনো ভালোবাসার সবুজ স্বপ্নময় দেশের মুক্তি, আবার কখনো কবিতার চিত্রকল্পে, উপমা ও উৎপ্রেক্ষায় স্বদেশের বিচিত্র চিত্র। কবিতাটি ইংরেজি থেকে নিম্নে অনুবাদ করে দেয়া গেল।
ফিদেলের জন্য কবিতা
চলো যাই
অগ্নিময় প্রত্যুষে
বালুকাময় আঁকা বাঁকা নির্জন পথ পেরিয়ে
তোমার ভালোবাসার সবুজ স্বপ্নময়
দেশের মুক্তির জন্য।
চলো যাই
জমাট বাঁধা অন্যায়ের প্রতিশোধ নিতে
আমাদের ললাটে অসংখ্য বিদ্রোহের তারা জ্বলছে
শপথের বহ্নিতে না হয় আমরা মরবো
অথবা জিতবো
যখন প্রথম বুলেটের শব্দে দেশ জেগে ওঠে
কারুময় ঘুম থেকে আচমকা কোন এক বালিকার মতোন
তখনো অবিচলিত থেকো, হে যোদ্ধা
আমরা তোমার পাশেই আছি...
থাকবো।...
যখন তুমি জোর প্রচার করো:
জমি-সংস্কার, ন্যায়, রুটি-রুজি আর
স্বাধীনতার
তখন আমরাও তোমার সঙ্গে একাত্মতা ঘোষণা করি:
আমরাও আছি;
আমাদের মুক্তির লক্ষ্যবানে
যখন বিপক্ষের বন্যপশুরা হতাহত হয়:
তখনো আমরা তোমার সাথে থাকি,
আমাদের হৃদয় গর্বে স্ফীত হয়:
আমরা সেখানে আছি।
বিপক্ষের সজ্জিত সৈন্যের নেকড়ে আক্রমণে
আমাদের প্রস্তাবিত সঙ্কল্পের ভিত কখনো
টলবে না। আমরা চাই:
একটি রাইফেল, কিছু বুলেট
আর
লাঠিসোঁটা।
তবু যদি
বিপক্ষের রাইফেলগুলো ভীষণ গর্জে ওঠে
এবং ইতিহাসের বিক্ষুব্ধ তরঙ্গে যদি
আমরা লীন হয়ে যাই
তখন কেবল আমাদের এইটুকুই চাওয়া:
কিউবার অশ্রু য্যানো
যুদ্ধেমৃত সৈনিকের এক একটি কাফন হয়।
চে গুয়েভারা আর ফিদেল কাস্ট্রো..
দুইজনকে বিপ্লবী লাল সেলাম
০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ২:২৭
নাহোল বলেছেন:
চলো যাই
অগ্নিময় প্রত্যুষে
বালুকাময় আঁকা বাঁকা নির্জন পথ পেরিয়ে
তোমার ভালোবাসার সবুজ স্বপ্নময়
দেশের মুক্তির জন্য।
২| ০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ২:২৯
রবিন-৭৭ বলেছেন: দুইজনকে বিপ্লবী লাল সেলাম
০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ২:৫৩
নাহোল বলেছেন: ধন্যবাদ....
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ২:৩১
কথক পলাশ বলেছেন: আমরা চাই:
একটি রাইফেল, কিছু বুলেট
আর
লাঠিসোঁটা।
সালাম কমরেড।
০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ২:৩৪
নাহোল বলেছেন:
চলো যাই
জমাট বাঁধা অন্যায়ের প্রতিশোধ নিতে
আমাদের ললাটে অসংখ্য বিদ্রোহের তারা জ্বলছে
শপথের বহ্নিতে না হয় আমরা মরবো
অথবা জিতবো
বিপ্লবী লাল সেলাম
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ২:৫৬
হাসান মাহবুব বলেছেন: পেলাচ
০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ২:৫৯
নাহোল বলেছেন: ধইন্যা....
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ৩:১৮
শিমুল আহমেদ বলেছেন: দুইজনকে বিপ্লবী লাল সেলাম।
০৪ ঠা অক্টোবর, ২০১০ দুপুর ২:১৫
নাহোল বলেছেন: সালাম....
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ৩:৪৩
হাম্বা বলেছেন: দুজনকেই ভাল লাগে
০৪ ঠা অক্টোবর, ২০১০ দুপুর ২:২৪
নাহোল বলেছেন: ধন্যবাদ
৭| ০৪ ঠা অক্টোবর, ২০১০ ভোর ৫:০৮
রাজসোহান বলেছেন: লাল সেলাম
০৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:৩৮
নাহোল বলেছেন: । আমরা চাই:
একটি রাইফেল, কিছু বুলেট
আর
লাঠিসোঁটা....
৮| ০৪ ঠা অক্টোবর, ২০১০ ভোর ৬:৩৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ''শিমুল আহমেদ বলেছেন: দুইজনকে বিপ্লবী লাল সেলাম''
ধন্যবাদ শেয়ার করার জন্য
০৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:৪১
নাহোল বলেছেন: থ্যাংকু....
৯| ০৪ ঠা অক্টোবর, ২০১০ সকাল ৭:৫১
অক্টোপাস বলেছেন:
জনাব/জনাবা,
লেখাটি আদ্যোপান্ত পাঠ করিলাম। জনস্বার্থে বিষয়টি গুরুত্বসহকারে তুলিয়া ধরিয়া একটি ধন্যবাদযোগ্য কাজ করিয়াছেন। রচনার ছত্রে ছত্রে আপনার মেধা, উন্নত রুচি ও মননশীলতার দ্যুতি বিচ্ছুরিত হইতেছে। কালোত্তীর্ণ রচনা হিসাবে ইহা নিশ্চিতই বিদগ্ধজনের হৃদয়ে স্থায়ী হইবে। সন্দেহ নাই এইরূপ রচনাই হইবে অনাগত প্রজন্মের নিকট সকল অনুপ্রেরণার উৎস।
আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করিতেছি।
০৪ ঠা অক্টোবর, ২০১০ দুপুর ২:১৫
নাহোল বলেছেন: আপনের কি খেয়ে কোন কাজ নাই..একই কমেন্ট সব পোস্টে করেন....
১০| ০৪ ঠা অক্টোবর, ২০১০ দুপুর ১:২৯
শয়তান বলেছেন: খবর কি ?
০৪ ঠা অক্টোবর, ২০১০ দুপুর ২:১৪
নাহোল বলেছেন: এই তোরে ভাই...কাল দেড় মাস পর আসলাম...আজকে সকালেই কোন নোটিস ছাড়াই জেনারেল...কসম কাউকে একটা গালিও দেই নাই...
১১| ০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ৮:৩৪
পাপতাড়ুয়া বলেছেন: চে গুয়েভারা আর ফিদেল কাস্ট্রো..
দুইজনকে বিপ্লবী লাল সেলাম
১০ ই অক্টোবর, ২০১০ রাত ১২:০৭
নাহোল বলেছেন: দুইজনকে বিপ্লবী লাল সেলাম
১২| ০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ৮:৪০
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: দুই বিপ্লবীকে স্যালুট।
০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:০৮
নাহোল বলেছেন: চলো যাই
জমাট বাঁধা অন্যায়ের প্রতিশোধ নিতে
আমাদের ললাটে অসংখ্য বিদ্রোহের তারা জ্বলছে
শপথের বহ্নিতে না হয় আমরা মরবো
অথবা জিতবো
১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ৮:৫৫
মিটুলঅনুসন্ধানি বলেছেন: চে তোমার মৃত্যু আমাকে অপরাধি করে দেয়.....
০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:০৮
নাহোল বলেছেন: চলো যাই
জমাট বাঁধা অন্যায়ের প্রতিশোধ নিতে
আমাদের ললাটে অসংখ্য বিদ্রোহের তারা জ্বলছে
শপথের বহ্নিতে না হয় আমরা মরবো
অথবা জিতবো
১৪| ০৬ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:৪৮
সুবিদ্ বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্য...
০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:০৯
নাহোল বলেছেন: চলো যাই
জমাট বাঁধা অন্যায়ের প্রতিশোধ নিতে
আমাদের ললাটে অসংখ্য বিদ্রোহের তারা জ্বলছে
শপথের বহ্নিতে না হয় আমরা মরবো
অথবা জিতবো
১৫| ০৭ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৫৬
ফাহাদ চৌধুরী বলেছেন:
অসম্ভবের স্বপ্ন দেখা বাস্তববাদী বিপ্লবী 'চে' কে লাল সালাম!!
০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:০৯
নাহোল বলেছেন: চলো যাই
জমাট বাঁধা অন্যায়ের প্রতিশোধ নিতে
আমাদের ললাটে অসংখ্য বিদ্রোহের তারা জ্বলছে
শপথের বহ্নিতে না হয় আমরা মরবো
অথবা জিতবো
১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ২:২৫
বখাটে পুলা বলেছেন: মাইনাচ
০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৩:৪৩
নাহোল বলেছেন: বলোক..
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ২:২৩
মিরাজ is বলেছেন: চলো যাই
জমাট বাঁধা অন্যায়ের প্রতিশোধ নিতে
আমাদের ললাটে অসংখ্য বিদ্রোহের তারা জ্বলছে
শপথের বহ্নিতে না হয় আমরা মরবো
অথবা জিতবো
শ্রদ্ধা দুই মহান নেতার প্রতি............