![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশিকি-2 এর Tum Hi Ho গানের
ময়মনসিংহের ভাষায় ভার্সন:
♪♪ তোরে ছাড়া অহন আর আমি থাকবার
পারতাম না,
তুই ছাড়া আমার আর কেডা আছে!
তোরে ছাইড়া যদি আমি যাইগা,
তাইলে নিজেরেই আমি ছাইড়া যাইবাম
গা...
হেইডার কারণ অইল তুই, হেইডার
কারণঅইল তুই,
জীবনডা মানেই হইলো তুই....
শান্তিও তুই, দুক্ষও তুই...আমার
পাগ্লামি সব তুইই....
তোর আমার সম্পর্ক এরমই,
তোরে ছাড়া এক সেকেন্ডও থাকবার
পারিনা
তোর লেইগাই প্রত্যেকদিন
বাইচ্চা থাহি
তোরে আমি বেবাগ সময় দিয়া দিছি
এরম কুনুই সময় নাই তোরে ছাড়া
শ্বাস-নিঃশ্বাস নিয়নের সময়ও লই
তোর নামই
হেইডার কারণ অইল তুই, হেইডার
কারণঅইল তুই....
জীবনডা মানেই হইলো তুই....
শান্তিও তুই, দুক্ষও তুই... আমার
পাগ্লামি সব তুইই......♪♪♪..
পোষ্টটি ভাল লাগলে শেয়ার করে আপনার বন্ধুদের ও দেখার সুযোগ করে দিন ।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫২
চাঁন মিঞা সরদার বলেছেন: আমার দেশের বাড়ি বিক্রমপুর। তাই আমিও বিক্রমপুইরা ভাষায় লেখলাম
তোরে ছাড়া অহন আর আমি থাকবার
পারুম না,
তুই ছাড়া আমার আর কেডা আছে!
তোরে ছাইড়া যদি আমি যাইগা,
তাইলে নিজেরেই আমি ছাইড়া যামু গা।
গা...
হেইডার কারণ অইল তুই, হেইডার
কারণঅইল তুই,
জীবনডা মানেই হইলো তুই....
শান্তিও তুই, দুক্ষও তুই...আমার
পাগ্লামি সব তুইই....
তোর আমার সম্পর্ক এমুনি,
তোরে ছাড়া এক সেকেন্ডও থাকবার
পারিনা
তোর লেইগাই প্রত্যেকদিন
বাইচ্চা থাহি
তোরে আমি পুরা সময় দিয়া দিছি
এরম কুনো সময় নাই তোরে ছাড়া
শ্বাস-নিঃশ্বাস নেওনের সময়ও লই
তোর নামই
হেইডার কারণ অইল তুই, হেইডার
কারণঅইল তুই....
জীবনডা মানেই হইলো তুই....
শান্তিও তুই, দুক্ষও তুই... আমার
পাগ্লামি সব তুইই......♪♪♪..
মজাপাইলে প্লাস দিয়েন।