![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা যারা প্রতিদিন সকাল বিকাল কর্মক্ষেত্রে বা স্কুল কলেজ করার জন্য বাস যাত্রা করি তারা জানি কি যুদ্ধ আমরা করি প্রতিদিন।
বাস যেখান থেকে ছাড়ে সেখান থেকে সিট নিয়ে আসা যায় কিন্তু ১/২ স্টপেজ পর আর সিট খালি থাকেনা। দাড়িয়ে গাদাগাদি করেও সবাই উঠতে পারেনা।
এই সমস্যা সমাধান করতে বাসের সংখ্যা বৃদ্ধি করলে হীতে বীপরিত হবে, যানজট দ্বিগুন হাবে অতএব ১ঘন্টার রাস্তা প্রায় দ্বিগুন হবে।
সিটি বাসের বা দিকের জোড়া সিটগুলো তুলে ফেলে পর্যাপ্ত পরিমান ধরার হাতল দিয়েদিলে অন্তত ২০/২৫ জন লোক বেশী যাওয়া যাবে। বাস স্টপেজে কাওকে দাড়িয়ে থাকতে হবেনা, আর ডান দিকের সারিতে শুধু মহিলা আর বয়স্করা বসবে।
এই চিন্তাটা কি কেও বি আর টি এ অথবা বাস মলিক সমিতির কারো মাথায় ঢুকিয়ে দেবেন ???
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৯
হেডস্যার বলেছেন:
ভালো চিন্তা।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
দি সুফি বলেছেন: একবার চিন্তা করুন, গরমের দিনে বাসের ভিতরের অবস্থাটা কি হবে!
বিকল্প হিসেবে বাইসাইকেল ব্যাবহার করতে পারেন। সময়ও বাচবে, শরীরও ভালো থাকবে।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৯
মোফিয বলেছেন: আমার কথা হল ওয়ালটন ৮০ সিসি মটর সাইকেল বানাতে পারে না? ৪০হাজার টাকায় একজন চাকুরিজাবির হাতে মটর সাইকেল !! কেমন হয় ?? জ্যাম তো ভর্তা হয়ে যাবে .........
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫০
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: ভাই আমরা আসল কথা হলো কোনো কিছু মেনে চলি না। বাসের ড্রাইভার ঠিকমত সবকিছু মেনে বাস চালায় না। আমরা কেউ ওভারব্রীজ ব্যাবহার করি না। আমরা লাইন ধরে বাসে উঠি না। আমাদের কাছে অনিয়মই নিয়ম হয়ে গেছে আর এইসব অনিয়মের কারনেই আমাদের বিভিন্নভাবে ভোগান্তিতে পড়তে হয় যদিও আপত: দৃষ্টিতে মনে হয় যে ভোগান্তির কারন ভিন্ন কিন্তু আসলে দুনিয়ার সবকিছু একইসূ্ত্রে গাথাঁ। যাই হোক আপনি যে পরামর্শ দিয়েছেন তা আপনার দৃষ্টিতে ভালো কিন্তু কতটা কার্যকর হবে সবার জন্য তা চিন্তা করতে হবে।