![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
হে সময়
তুমি বাধাহীন তুমি মুক্ত
তুমি তোমারই মত চলেছ ছুটে
এক পা দু পা করে অনন্তকালের পথে ।
না আছে পিছুটান না আছে মায়া
তুমি স্বাধীন তুমি উন্মুক্ত
তুমি তোমারই মত সব ডাক করে অগ্রাহ্য
চলেছ ছুটে ক্লান্তিহীন, তুমি দুর্নিবার্য ।
তোমার সঙ্গে চলছে ছুড়ে ফেলা আকুতিরাও
কোন সে মহাকালের পথে
সেকি মরীচিকা নাকি আলো
নাকি হৃদয় আলো করে দেওয়া অতীত কল্পনা
বাস্তবে অন্ধকার যার প্রতিচ্ছবি ।
তুমি, কখনো ফিরিয়ে দাও কখনো কেড়ে নাও
কখনো ঢেকে দাও দ্বিধার আড়ালে
ছটফট করে একটু নিঃশ্বাসের চেষ্টায়
আরও জড়িয়ে পড়া আলেয়ার বেড়াজালে ।
তুমি চলে যাও পড়ে থাকে স্মৃতি
তারপরও আশা নিয়ে মনে
কিছু নতুন স্মৃতির প্রত্যাশা ও প্রতীক্ষার প্রহসনে
ছিটকে পড়া খড়কুটোর মত
ঢেউয়ের তালে ভাসতে ভাসতে
বেদনার অশ্রুজলে হাবুডুবু খেয়ে
মরতে মরতে বেচে থাকা ।
বছর শেষ ও শুরুর এই সন্ধিক্ষণে
ফেলে আসা দিনের কত স্মৃতি
কত বিষাদের গান বাজছে মনে ।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
কথার ফুলঝুরি! বলেছেন: সময়কে কেউ আটকে রাখতে পারেনা -- কঠিন সত্য।
@সময় কখনও মধুর কখনও নিষ্ঠুর -- জীবনের মধুর সময়ের স্মৃতিগুলোই নিষ্ঠুর সময়ে বেচে থাকার অবলম্বন।
লেখা ভালো লাগায় অনুপ্রাণিত সম্রাট ভাইয়া।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩
হাবিব বলেছেন:
অসাধারণ কবিতা ফুলঝুরি আপু......
হ্যাপি ২০১৯
৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২
কথার ফুলঝুরি! বলেছেন: প্রশংসা বাণীর জন্য ধন্যবাদ হাবীব ভাইয়া। আপনার ভালোলাগা আমার জন্য অনুপ্রেরণা হয়ে রইলো।
নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: সেই রকম!!!!
৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
কথার ফুলঝুরি! বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্য এর জন্য ধন্যবাদ রাজীব নুর ভাইয়া। লেখা ভালো লাগায় অনুপ্রাণিত।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১
যোখার সারনায়েভ বলেছেন: সুন্দর! নববর্ষের শুভেচ্ছা ।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
কথার ফুলঝুরি! বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া।
শুভকামনা রইলো।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
হাবিব বলেছেন:
নতুন দিনের নতুন আলোয় জীবন ভরে যাক
তোমার ঘরে সারা জীবন সুখের রেশ থাক!
৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
কথার ফুলঝুরি! বলেছেন: চমৎকার দুটি লাইনের শুভকামনার জন্য ধন্যবাদ হাবিব ভাইয়া।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
আরোগ্য বলেছেন: কবিতায় ভালোলাগা। শুভ নিউ ইয়ার।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৪
কথার ফুলঝুরি! বলেছেন: ধন্যবাদ আরোগ্য ভাইয়া। লেখা ভালো লাগায় অনুপ্রাণিত।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
রাকু হাসান বলেছেন:
থামেন নানি ,বিষাদ বাদ দিয়ে গান শুনুন
আমার প্রাণের মানুষ আছে প্রাণে
তাই হেরি তায় সকল খানে॥
আছে সে নয়নতারায় আলোকধারায়, তাই না হারায়--
ওগো তাই দেখি তায় যেথায় সেথায়
তাকাই আমি যে দিক-পানে॥
আমি তার মুখের কথা শুনব ব'লে গেলাম কোথা,
শোনা হল না, হল না--
আজ ফিরে এসে নিজের দেশে এই-যে শুনি
শুনি তাহার বাণী আপন গানে॥
কে তোরা খুঁজিস তারে কাঙাল-বেশে দ্বারে দ্বারে,
দেখা মেলে না মেলে না,--
ও তোরা আয় রে ধেয়ে দেখ্ রে চেয়ে আমার বুকে --
ওরে দেখ্ রে আমার দুই নয়ানে॥
নানার সাথে কথা বলে দিব নে
৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৬
কথার ফুলঝুরি! বলেছেন: বিশ্বাস করেন আর না করেন কাকু' গান শুনিনা' সিনেমাও দেখিনা। তবে এই গানটির জন্য ধন্যবাদ। হুম' আমার প্রানের মানুষ আছে প্রানে।
আমার বিষাদই ভালো' যত বেশী বিষাদ ভর করবে ততই কবিতার স্ৃষ্টি।
নতুন বছরের শুভেচ্ছা রইলো কাকু।
৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০১
নজসু বলেছেন:
০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৪
কথার ফুলঝুরি! বলেছেন: আমার ভাইটিকেও নতুন বছরের শুভেচ্ছা । নিউ ইয়ার হ্যাপি হোক এই কামনা ।
৯| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০২
নীল আকাশ বলেছেন: শুভ নব বর্ষ। নতুন বর্ষ নিয়ে কবিতাটা ভালো হয়েছে.......।
ভালো থাকুন সব সময়।
ধন্যবাদ।
০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
কথার ফুলঝুরি! বলেছেন: @নতুন বর্ষ নিয়ে কবিতাটা ভালো হয়েছে.......।-- লেখা ভালো লাগায় অনুপ্রাণিত ভাইয়া ।
পরিবারের সবাইকে নিয়ে ভাইয়ার নতুন বছর অনেক ভালো কাটুক এই কামনা ।
১০| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২২
ল বলেছেন: শুভ নব বর্ষ-----কবিতাটা এখন পড়লাম ----
তুলনায় হীন ভালোবাসার স্মৃতিচারণ---মদন ভায়া লাকি বয়।
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫২
কথার ফুলঝুরি! বলেছেন: @শুভ নব বর্ষ-----কবিতাটা এখন পড়লাম ------ দেরীতে হলেও আবারও শুভ নববর্ষ ভাইয়া ।
@তুলনায় হীন ভালোবাসার স্মৃতিচারণ---মদন ভায়া লাকি বয়। -- জ্বী ভাইয়া, আলহামদুলিল্লাহ তাকে সবাইই অনেক ভালোবাসেন, তবে কেউ একটু বেশী
১১| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:১২
মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা ফুল
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৪
কথার ফুলঝুরি! বলেছেন: @ভালোলাগা ফুল - ফুল বলে সম্বোধন অনেক বেশীই ভালো লাগলো প্রিয় মনিরা আপু
আপনার ভালোলাগা অনুপ্রেরণা হয়ে রইলো আপু ।
অনেক অনেক ভালোবাসা
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সময়কে কেউ আটকে রাখতে পারে না। সময় কখনও মধুর কখনও খুবই নিষ্ঠুর। কবিতা ভালো লাগল।