নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shohag Hossen

Shohag Hossen › বিস্তারিত পোস্টঃ

কম্পিউটার এর খুটিনাটি সমস্যা ও তার সমাধান জেনে নিন ।

১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

কম্পিউটার এর খুটিনাটি সমস্যা ও তার সমাধান
জেনে নিন ।
০১) কম্পিউটার এ পাওয়ার আসছে না প্রথমে
ইলেকট্রিক সংযোগ তারপর পাওয়ার কট এবং
পাওয়ার সাপ্লাই চেক করুন।
০২) কিছুক্ষন চলার পর কম্পিউটার অটোমেটিক
সাটডাউন হচ্ছে?
প্রথমে সেটিংস এ দেখুন সাটডাউন টাইম সিডিউল
করা আছে কিনা, না থাকলে প্রসেসরের কুলিং
পেস্ট আছে কিনা দেখুন শুকিয়ে গেলে নতুন পেস্ট
লাগিয়ে ভাল করে কুলিং ফ্যানটি সংযোজন করেন।
০৩) কম্পিউটার রান হচ্ছে কিন্তু মনিটরে কিছু
আসছেনা ,,,,,
ক.) মাদারবোর্ড সর্ট থাকতে পারে সেক্ষেত্রে
মাদার বোর্ড এর নিচে প্রটেক্ট আছে কিনা। না
থাকলে শক্ত কাগজ দিয়েও প্রটেক্ট দিতে পারেন।
খ.) Memory খারাপ থাকলে ও ডিসপ্লে আসবে
না কিন্তু সে ক্ষেত্রে Bad Memory সিগনাল
পাবেন অবশ্যই।
গ.) স্টাবিলেইজার আউটপুট ভোল্ট ঠিক মত দিচ্ছে
কিনা দেখে নিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.