নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁধ ভাংগার আওয়াজ পাবেন অবশ্যই তবে সেটি আমার।\nআমার উচ্ছ্বাসের বাঁধ ভাঙ্গার আওয়াজ,\nআনন্দানুভুতি আর \nঅবসাদের বাঁধ ভাঙ্গার আওয়াজ।

কৌশিক পুনশিক

কৌশিক পুনশিক › বিস্তারিত পোস্টঃ

স্রষ্টার এসপার ওসপার

১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৪

সর্বশক্তিমানের সাকার বা নিরাকার হওয়া - না হওয়া আমার কাছে সব সময়েই একটা পছন্দের কনসেপ্ট!তার আগে এটাও বলে রাখি এই পোস্ট শুধু তাদের জন্যই যারা লজিক্যালি সবকিছু ভাবতে চান-অন্ধভাবে বা বিশ্বাস এর পারস্পেক্টীভ থেকে না। আর অবশ্যই সর্বশক্তিমান কেউ আছেন- বীজগণিতের এই x আগেই ধরে নিচ্ছি। এতটুক স্বাধীনতা পেতেই পারি।

পদার্থবিদ্যায় শক্তি সবসময়েই অসীম। তাকে না দেখা যায়,না ছোয়া যায়।না ব্রহ্মান্ডের সবশক্তিকে কোন কিছুতে কনভার্ট করা পসিবল।সম্ভব না কারন শক্তি "নিত্যতা সুত্র" নামে একটা অলংঘনীয় আইন মেনে চলে। কিন্তু শক্তির manifestation সম্ভব
এখন কথা হলো শক্তি আসলে কি! আমি এ প্রশ্নের উত্তর দিচ্ছি না। কারন সেটা বলতে গেলে কোয়ান্টাম ফিজিক্সে ঢুকতে হবে জেটা আবার আমি ভালো বুঝি না। বরং উইকিপিডীয়া থেকে বলি শক্তি এমন এক ধরনের প্রোপার্টি জেটা দিয়ে কোন কাজ করতে হলে তাকে বস্তুতে পরিনত হতেই হবে। তবে সেই বস্তুর শক্তি বা কাজ করার ক্ষমতা সেই অপরিমেয় শক্তির স্যমপল মাত্র। হোক সেটা potential, kinetic, thermal, electrical, chemical বা nuclear শক্তি। পুরো শক্তিকে কখনোই কনভার্ট করা যাবে না।

যদিও থিওরিট্যাক্যালি E = mc2 দিয়ে প্রমান করা যায় যে শক্তি এবং ওজন পুরোপুরী কনভার্ট কর পসিবল কিন্তু বাস্তবে আসলে সেটা পসিবল না কারন তার জন্য পটেনশিয়াল আর কাইনেটিক এনার্জির যোগফল হতে হবে শুন্য আর সেটা সম্ভব পরম শুন্য তাপমাত্রায়। এই পরম শুন্য তাপমাত্রা আবার আরেক চিড়ীয়া। এ এমন ই এক তাপমাত্রা --কিচ্ছু নড়ে না। তা সে দুষ্টু ইলেক্ট্রন কিংবা মহান মহীয়সী আলো :O
যাই হোক! তো এতটুক বুঝা গেলো যে পরমশক্তির পুরোপুরি রুপান্তর মোটামুটি জানা অজানা কোন ফিজিক্স দিয়ে পসিবল না। কিন্তু শক্তির ম্যানিফেস্টেসন ত আছেই। আমরা ছোটবেলাতেই বিজ্ঞান বই ইয়ে সেই অধ্যায় পড়ে শেষ করেছি

এবার কোন ধর্মকে মাথায় না রেখে জাস্ট উপরের আলোচনাকে মাথায় রেখে আর পরমসত্বাকে বিজ্ঞানের ছাচে ফেললে আমার কাছে মনে হয় নিরাকার পরমসত্বা যিনিই হোন,তিনি চাইলে তার Manifestation ঘটাতেই পারেন। মানে অসীম শক্তির ছোটখাটো জাগতিক প্রকাশ-নিরাকারের সাকার হওয়া টাইপ ব্যাপার স্যপার না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.