![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইকলোজিতে স্টকহোম সিনড্রোম নামে একটা টার্ম আছে যেখানে কিডন্যাপ বা এবিউজ এর শিকার ব্যক্তি ঐ কিডন্যাপার বা এবিউজ করা ব্যক্তির প্রতি এক ধরনের ট্রাস্ট বা প্রেমানুভূতি বিল্ড আপ করে।
এই সিনড্রোম এর একটা বিখ্যাত মুভি আলিয়া ভাট এর Highway.আর আরেকটা অখ্যাত মুভি 365 Days.
আমার নিজের চেনা অনেককেই দেখেছি যারা এই 365 Days এর মাসিমো ক্যারেক্টারের ফ্যন্টাসিতে ভুগে। মানুষের ইরোটিক চয়েজ থাকে।
না থাকলে পর্ন সাইটে সব থেকে বেশি ভিডিও গ্যাংব্যাং আর সাবমিশন নিয়ে থাকতো না। ছেলেরা কেনো ভুগে তার লজিক আছে।
কারন ছেলেরা ডমিনেট করতে যায়। হাজার বছর সামাজিক বিবর্তন এভাবেই ঘটে এসেছে।
এটা পুরুষের মজ্জাগত।
কিন্তু নারীরাও যখন এই মাসিমো বা কবির সিং ক্যারেক্টারের সাথে নিজের রোমান্টিসিজমের মিল পায়, আমি তাজ্জব হয়ে যাই।
এই স্টকহোম সিন্ড্রোম টা প্রথম নজরে আসে ১৯৭৩ সালে যখন স্টকহোমে La Casa De pepel এর মত ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। আর ডেনভারের গার্ল্ফ্রেনড মনিকার মতই অবস্থা ঘটে ঐ ব্যাংকে আটকে থাকা বন্দীদের সাথে।
অর্থাৎ তারা ইমোশনালি এটাচড হয়ে যাওয়ার কারনে আসামীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানায়।
এশিয়ান কালচারে এই সিনড্রোম টা মেয়েদের মধ্যে রীতিমত এক্সট্রিম।
১০ বা ২০ বছর আগের হিন্দি বা বাংলা মুভিগুলোর দিকে তাকালে একটা কমন প্লট দেখা যায়। নায়ক নায়িকার পিছনে ঘুরে ঘুরে,প্রচ্ছন্ন টিজ করে করে পটিয়ে ফেলছে। আবার ভিলেন নায়িকাকে কিডন্যাপ করে জোর করে বিয়ে বা ফিজিক্যাল রিলেশনে যাওয়ার চেষ্টা করছে।
অর্থাৎ কোনভাবে যদি মেয়েটার সাথে জোর করে মেন্টাল বা ফিজিক্যাল কিছু করে ফেলা যায়, এক্সময় মেয়েটা ধরা দিবেই।
এই টেন্ডেন্সি এশীয় কালচারে বরাবর ই ছিল। শুধু ইন্ডিয়া বা বাংলাদেশ না, চাইনিজ রোমান্স বা কোরিয়ান ড্রামাতেও।কোরিয়ান ড্রামা Secret Garden,fated to love you, jealousy Incarnate এরকম খুজলে ভুরি ভুরি প্রচ্ছন্ন বা প্রকট স্টকহোম সিনড্রোম এর স্যাম্পল খুজে পাওয়া যাবে।
যদিও এগুলোর কোনটাতেই এবিউজ রিলেটেড ইস্যু নেই কিন্তু টেন্ডেন্সির সুতা খুজতে গেলে সব আসলে একি নাটাইতেই বাধা।
----------------------------------------------------------------------
এ ব্যাপারটা এখনো বেশ চোখে পড়ে আর ব্যাপারটাকে পজিটিভলি নেয়াও হয়।
তার একটা কারন সম্ভবত যোগ্য পুরুষ মানেই প্রতিপত্তি আর যোগ্য নারী মানেই রুপলাবন্য(পড়ুন মাংস) মানসিকতা।
©somewhere in net ltd.