![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দের অর্থের বিবর্তন আমার কাছে সবসময়ই চমকপ্রদ একটি ব্যাপার! সর্বশেষ পোস্টে অনন্যা শব্দের ব্যবচ্ছেদ করতে গিয়ে কম গঞ্জনা শুনতে হয় নি। অধিকাংশ মানুষ ভুলেই যায় বাংলা ভাষার শব্দগুলোকে আরব-পারস্য-সিন্ধু থেকে কত রকম বিবর্তন আর চড়াই উৎরাই পার করতে হয়েছে আর যাত্রাপথে তার শব্দের খোলনলচে গেছে আমূল বদলে।
তার একটি অনন্য উদাহরণ অসুর।
---------------------
অসুর শব্দের অর্থ সাধারণভাবে দৈত্য কিংবা খুব খারাপ মানসিকতার ব্যক্তি। এর কারণ অবশ্য ভারতীয় পুরাণ যেখানে অসুরেরা অত্যাচারের জাজ্বল্যমান নিদর্শন, যাদের হাতে মানুষ, দেবতা সবাই লাঞ্ছিত, নিপীড়িত কিন্তু প্রকৃতপক্ষে অসুর শব্দের অর্থ দয়ালু নেতা, প্রজ্ঞাবান মানুষ।
অসুর সেই সব দুর্লভ বাংলায় প্রচলিত শব্দগুলোর একটি যার আদিতে অর্থ ছিল অত্যন্ত প্রশংসিত অর্থে আর বিবর্তিত হতে হতে পর্যবসিত হয়েছে অত্যন্ত নিন্দিত অর্থে।
--------------------------
বেদের প্রথম ভাগে যেই শব্দ প্রশংসা সূচক ছিল তা কি কারণে পরবর্তী সময়ে নিন্দিত হল সেটা চিন্তার বিষয়। বেদের প্রাচীন অংশে অসুর ও দেবতা সমার্থক শব্দ। সেখানে দৈত্য, দানবও অসুর আবার দেবতা ইন্দ্র, অগ্নি এবং বরুণও অসুর কিন্তু পৌরাণিক যুগে তারা রীতিমতে ভিলেন। আজকের যুগে আমরা সুর অসুর শব্দবন্ধ যখন ব্যবহার করি-তার অন্তর্নিহিত উদ্দেশ্য ভাল খারাপ বুঝানোর চেয়ে মেধা বনাম পেশীশক্তিই বেশি বুঝিয়ে থাকি। দেব ও অসুরের মধ্যকার সৌভ্রাতৃত্বও শত্রুতায় পরিণত হবার পেছনে মূল বিরোধ ছিল মস্তিষ্ক বনাম পেশীশক্তি।
------------------
প্রতিবছর দুর্গাপুজায় দেবি দুর্গাকে যে মহিষাসুর বদ করতে দেখা যায় সেদিক থেকে দৃষ্টি সরিয়ে কিছু ভাল অসুরকেও দেখা দরকার কারন অসুরের পদচারণা কিন্তু বৈদিক সভ্যতা বা সিন্ধুনদ পেরিয়ে মেসোপটেমিয়ার আসেরীয় সভ্যতা পর্যন্ত পাওয়া যায়।
অসুরদের একটি বড় দল ৫০০০ হাজার বছর আগে ব্যাবিলনে অসুর বা আসীরিয় সাম্রাজ্য গড়ে তোলে। পারসিক ধর্ম জরাথুস্ট্রবাদের ধর্মগ্রন্থ আবেস্তাতে পাওয়া অহুর/আহুর শব্দটি অসুর শব্দের অপভ্রংশ। Bible-এর Old Testament-এ আছে অসুর সাম্রাজ্যের ও অসুর নগরের কথা।
--------------------------------------------
আপনার আমার সবার মাঝেই অসুর আছে ৪ প্রকারে। অসুরত্ব ত্যাগেই মনুষ্যত্বে গঙ্গাস্নান।
কাম, ক্রোধ, লোভ, মোহ --এগুলো অসুর রিপু; আরবিতে খাসামা।
অজ্ঞতা, উগ্রতা, ঘৃণা, হত্যা-- এগুলো অসুর রুদ্র; আরবিতে শাদিদ।
উদ্বেগ, অশান্তি, ভুল, কুড়েমি--এগুলো অসুর দশা; আরবিতে মুরাহালা।
অহংকার, হিংসা, মিথ্যা, আমিত্ব--এগুলো অসুর মন্দা; আরবিতে রুকুদ।
©somewhere in net ltd.