![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন উপাসনার প্রয়োজন নেই। কোন নাম জপের প্রয়োজন নেই। কোন বিশ্বাসের প্রয়োজন নেই। ভাল মানুষ হওয়াটাই মোক্ষ লাভের প্রথম এবং শেষ কথা।
তবে এটাই একমাত্র উপায় নয় বরং এটা অনেক উপায়ের মধ্যে একটা উপায়।
যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং আত্মাই যাঁর লক্ষ্য, তিনিই যোগী। তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্মনির্বাণ লাভ করেন। গীতা ৫.২৪
সংযতচিত্ত, সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্মনির্বাণ লাভ করেন। গীতা ৫.২৫
কাম-ক্রোধশূন্য, সংযতচিত্ত, আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতোভাবে অচিরেই ব্রহ্মনির্বাণ লাভ করেন। গীতা ৫.২৬
-------------------------------------------------------
তার মানে কি ভগবানের প্রতি অবিচল আস্থার কোন দাম ই নেই?? এত নিষ্ঠা, আচার বা নিজেকে সমর্পনের কোন মুল্য নেই? অবশ্যই আছে। কিন্তু আমরা যেমন এটাকেই একমাত্র পথ মনে করি-আদতে সেটা নয়। সত্য বহুমুখী। যে সত্য একমুখী-তা সত্যের নামে ভেজাল।
যাঁর বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তাঁর একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তাঁর সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম-মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন।
গীতা ৫.১৭
©somewhere in net ltd.