নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁধ ভাংগার আওয়াজ পাবেন অবশ্যই তবে সেটি আমার।\nআমার উচ্ছ্বাসের বাঁধ ভাঙ্গার আওয়াজ,\nআনন্দানুভুতি আর \nঅবসাদের বাঁধ ভাঙ্গার আওয়াজ।

কৌশিক পুনশিক

কৌশিক পুনশিক › বিস্তারিত পোস্টঃ

বৈদিক আর্য সভ্যতা বনাম হরপ্পা্, রুশ , আফ্রিকান সভ্যতা এবং ভারত

১৯ শে জুন, ২০২৩ বিকাল ৪:০৯

আর্য আক্রমণ তত্ত্ব সত্য নাকি মিথ্যা সেটা এখন পর্যন্ত অনেকটাই অমীমাংসিত বিষয় কিন্তু এ সম্পর্কে দুটো পপুলার থিওরি বাজারে প্রচলিত।
আর্যরা মূলত ইউরোপীয় ছিল।তারা এখানে আক্রমণ করে আর্য সভ্যতা গড়ে তোলে
আর্যরা মূলত ভারতীয়।তারাই রামায়ণ মহাভারত ঘটিয়েছে ও আর্য ধর্ম ইউরোপে নিয়ে গেছে।
দুটো তত্ত্বই ইতিহাস/নৃতত্ত্বের সাপেক্ষে ভিত্তিহীন।
ভারতীয় আসলে কাদের বুঝায়-সেটা আগে বুঝতে হবে।মূলত ভারত মাইগ্রেটেড জাতি দ্বারা গঠিত।আর এখানে মাইগ্রেশন ঘটেছে ৪ ধাপে।
১ম মাইগ্রেশন ঘটে ৬৫০০০ বছর আগে আফ্রিকা থেকে।যারা উত্তর ও দক্ষিন ভারত দুদিকেই ছিল।
২য় মাইগ্রেশন ঘটে ৯০০০ বছর আগে ইরান থেকে।হরপ্পা সভ্যতা মূলত ইরানিয়ান এবং আফ্রিকান মিক্স। এরপর আমরা সবাই কম বেশি জানি যে কোন এক কারনে হরপ্পা সভ্যতা ধ্বংস হয় কিন্তু তার মানে ঐ সভ্যতার সবাই মারা যায়-তা কিন্তু নয়। কেউ থেকে যায় Indus Valleyতেই।কেউ চলে যায় দক্ষিণে।
৩য় মাইগ্রেশন ঘটে ৪০০০ বছর আগে। এই লোকেরা আসে মূলত রাশিয়া,ইউক্রেন আর কাজাখস্তান থেকে।যাদের আজকের দিনে Aryan বলা হয়। এরা মূলত ইন্দোস ভ্যালেতেই বসতি গড়ে।তাহলে এখানে এবার মিক্স হলো aryan+african+iranian.
৪র্থ মাইগ্রেশনও ৪০০০ বছর আগে ঘটে মায়ানমার থেকে।তবে তারা উড়িশ্যা ও ঝাড়খন্ডে মুন্ডা উপজাতি গোষ্ঠীতেই সীমাবদ্ধ।তাই তারা এই আলোচনার অংশ নয়।।
/
/
এখন তাহলে উত্তর ও দক্ষিনে দুটো জাতির গঠন হলো।
উত্তর দিকের ANI মানুষরা রুশ+ ইরানিয়ান+ আফ্রিকান মিক্স।দক্ষিণের ASI রা Iranian+African মিক্স।
তবে এদের মধ্যেও আবার মিক্স চলছিল গুপ্ত যুগের আগ পর্যন্ত।গুপ্ত যুগে অর্থাৎ ১৯০০ বছর আগে যখন উপনিষদের কারনে বৈদিক ধর্ম জনপ্রিয় হতে থাকে,তখন থেকে কাস্ট ভিত্তিক বিবাহ গুরুত্ব পেতে থাকে। এর পর থেকে নর্থ আর সাউথ পিপল মোটামুটি বৈচিত্র‍্য আর সংস্কৃতিগত দিক থেকে আলাদা হতে শুরু করে।

কিন্তু আধুনিক জেনেটিক এনালাইসিসে যেমন সাউথ মানুষের মধ্যে নর্থ জিন(ANI) আছে।তেমনি নর্থে সাউথ জিন(ASI) আছে।
তবে মোটাদাগে ভারতবাসীর জিনের মধ্যে ৫২% ই Indus Valley(Aryan+African+Iranian)জিন-যেটা মূলত post Indus Valley সভ্যতার সম্মীলন আর উপরের ANI জিন।
ASI জিন বলতে হরপ্পা সভ্যতা ধ্বংসের পর সাউথে যে মিক্স ঘটেছে-সেটা বুঝানো হয়েছে। এছাড়াও ১২% Aryan জিন আর বাকি ৩৬% African জিন।

নতুন এসব তথ্য দাবি করা হয়েছে দুটো রিসার্চ পেপারের উপর ভিত্তি করে যেটা পাব্লিশ করা হয়েছে Harvard,MIT আর ইন্ডিয়ান কিছু গবেষকদের যৌথ প্রচেষ্টায়।
An Ancient Genome from the Indus Valley Civilization -
https://pubmed.ncbi.nlm.nih.gov/31626767/
The Formation of Human Populations in South and Central Asia -
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6822619/

/
পুনশ্চ:
১।আর্য আক্রমণ তত্ত্ব ভুল কারণ আর্যরা এসেছে হরপ্পা সভ্যতা ধ্বংসের পর। হরপ্পা সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা থেকেও প্রাচীন।pre-urban হরপ্পা সভ্যতা প্রায় ৭০০০ বছর পুরোনো।
২।আর্যরা বাইরে থেকেই এসেছে কারন আর্য বলতে শুধু ৩য় মাইগ্রেশনে আসা রুশদের বুঝায়। তবে ঋগবেদ রচনার সাথে তাদের সম্পর্ক আছে নাকি নেই-তার কোন প্রমাণ নেই।
৩।১ম রিসার্চ পেপারে 2500 BC-1900 BC এর Indus Valley তে প্রাপ্ত এক নারী কংকাল নিয়ে বলা হয়েছে যার সাথে Aryan বা Iranian- কোন জিন ই মেলে না।
৪।মনে করা হয় Indus Valley মানুষের সাথে সাউথ Dravidদের সম্পর্ক রয়েছে যার ব্যাখ্যা ২য় ও ৩য় মাইগ্রেশনে দেয়া হয়েছে।তবে এ ব্যাপারে এখনো প্রচুর ধোয়াশা রয়েছে।
৫।২য় পেপার মতে,ভারতের প্রথম আধুনিক মানুষ ইরানিয়ান+(নিয়ান্ডার্থাল বা ডেনিসোভান) মিক্স। নিয়ান্ডার্থালরা দেখতে অনেকটাই বানর টাইপ ছিল।এটা বুঝতে হলে মানুষের বিবর্তনতত্ত্বে যেতে হবে। তবে রামায়ণের হনুমানসদৃশ প্রজাতির সত্যতা খুজতে হলে এই সময়কালের মধ্যেই খুজতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.