![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি বাংলাকে.......
অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ উপলক্ষে প্রকাশিত হয়েছে রুমানা রশীদ রুমীর লেখা দ্বিতীয় বই ‘এই শহরের দিদিমনি’। প্রকাশনা প্রতিষ্ঠান ‘চৈতন্য’ প্রকাশ করেছে বইটি। বইমেলার ৬০৪ -৬০৫ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।প্রচ্ছদ করেছেন মুহাইমেন উর রশীদ। বইটি সম্পর্কে রুমী বলেন, এটি আমার লেখা একটি ফিকশন গ্রন্থ ‘এ শহরের দিদিমনি ‘শহরের কোন এক দিদিমনির গল্প
যে মশাল জ্বেলে দিয়ে গেছে আরও কতশত দিদিমনির মনে শুধু এক মা হয়ে ওঠার গল্পে ।প্রেম,ভালোবাসা ,পরকীয়া ,শহুরে জীবনের ব্যস্ততা,অসম প্রতিযোগিতার ভীড়ে জন্মদাত্রী মায়ের আরও এক রুঢ় সত্য থাকে যা তার গর্ভজাত সন্তান । যার কাছে পৃথিবীর কোন কিছুর বিনিময় ম্লান ।
সন্তানকে উপযুক্ত লালন পালনের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব মায়ের থাকে ,দায়িত্ব পালনের সেই আর্টটি শিখিয়েছিল প্রবীন ,বয়সের ভারে ন্যূব্জ অথচ ব্যক্তিত্বে টনটনা নারী জয়িতা । যার চিরবিদায়ের মধ্য দিয়ে তাঁর রেখে যাওয়া শিক্ষার মশাল হাতে সরলা্ হয়ে ওঠে এক পরিপর্ণ মা ।
শহরের রাস্তায় শ্রমজীবি মা,অফিস পাঁড়ায় কর্মজীবি মা,স্কুল-কোচিংয়ের সামনে মায়েরদের গল্পের ভীড়ে কিংবা ভার্চুয়াল জগত হোক, সে ফেসবুক,ভাইবার,হোয়াটস অ্যাপ,ম্যাসেনজার,ইমো কিংবা আরো কত কিছুর পরতে পরতে হাজারো দিদিমনি এক এক জন সরলা আর জয়িতা ।
যাদের গল্প যেন একই সুঁতোয় গাঁথা । লেখিকার প্রথম বই জয়িতা। জয়িতা প্রকাশ পাওয়ার ৩ বছর পর আবার ২০১৮’র বইমেলায় প্রকাশ পেল লেখিকার ফিকশন বিষয়ক বই ‘এই শহরের দিদিমনি’।
সুত্র: প্রথমবার্তা
২| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৬
সনেট কবি বলেছেন: তাঁর জন্য শুভ কামনা।
৩| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৪
বিজন রয় বলেছেন: ??
পোস্ট দিন।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪০
রাজীব নুর বলেছেন: সুন্দর।
সংগ্রহ করবো।