![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়তে পড়তে বার বার-ই চোখ জড়িয়ে আসছে ঘুমে। অবুও বই ছেড়ে উঠতে পারছে না শোভন। উঠেও যে খুব কিছু হবে তাও-তো আর না! চাইলেই তো আর বইটা রেখে চেয়ারে হেলান দিয়ে দু-দন্ড ঘুমিয়ে নেয়া যায় না। এ তো আর সরকারী অফিস নয়। সদ্য চাকরী পাওয়া শোভনের আজ তেমন কাজ নেই। “মিলির হাতে স্টেনগান” পড়তে পড়তে শোভনের মধ্যে রাজ্যের মুগ্ধতা কাজ করছে। ইদানীং শোভনেরও খুব লিখতে ইচ্ছে হয়। এমন লেখা যা পৃথিবীজোরা মানুষের মুগ্ধতার পরিধিকে হার মানাবে, অসম্ভব রকম ভাবাবে! এমনকি দিবাস্বপ্নেও সেইসব ইচ্ছেগুলো বাড়াবাড়ি রকমের ডাল-পালা ছড়িয়ে বিভোর করে রাখে শোভনকে। দিবা-স্বপ্নের সাথে মিলে মিশে একাকার হয়ে যায় হঠাৎ তন্দ্রাচ্ছন্ন হয়ে দেখা স্বপ্নগুলো। একটির সাথে আরেকটির যোগ না থাকলেও স্বপ্নগুলোর মধ্যে সম্পর্ক খোঁজার চেষ্টা চলে যখন অচমকা শব্দের ঝাঁকুনীতে শোভনের তন্দ্রার রেশ কাটে। এভাবে বার বার সে “মিলির হাতে স্টেনগান” রেখে কোথায় কোথায় যে হারিয়ে যায়!
বাইরে কনস্ট্রাকশনের কাজ চলছে। সেইসব শব্দের আস্ফালন শোভনের চিন্তায় ছেদ ঘটাতে পারে না। তাকে যেন আরও সুখী করে তোলে। এই শব্দগুলোর জন্য অফিস-সুলভ শব্দগুলো বার বার ঢাকা পড়ে যায় আর বার বার এমনটা ভাবায় যেন সে অফিসে নেই, অন্য আর কোথাও আছে। এই অন্য আর কোথাও যে কোথায় তার সন্ধান শোভন স্বভাবত আর করে না।
বই পড়ার মুগ্ধতা, ঘুমকাতুরে চোখ আর ভালো লিখতে পারার লোভ সবকিছু আবার মিলে মিশে হারিয়ে গিয়ে অবচেতন ঘুমের ছাঁকনিতে ধরা পড়ে শোভনের অচেতন মনের এক গূঢ় শঙ্কা। অথবা প্রত্যাশা। ঘুমকাতুরে চোখের অবচেতন অচ্ছন্নতায় হঠাৎ শোভন স্বপ্ন দেখে তার স্ত্রীর অন্ত:সত্ত্বা হওয়ার রিপোর্টটি ভুল। তার মানে তার স্ত্রী অন্ত:সত্ত্বা নন। সেই স্বপ্নের গঠন-বুনট এতটাই পোক্ত যেন স্বপ্নটা বিশাল হা-ওয়ালা আস্ত এক বাস্তব হয়ে ওঠে, যেন পৃথিবীতে স্বপ্ন বলেই কিছু নেই।
স্বপ্নের বাস্তবতার ভুলে খুশী হওয়ার রেশ চেতন হওয়ার পরও যেন হাসি হয়ে ঠোঁটের কোণে জাপটে থাকে, যতক্ষণ না শোভন বুঝতে পারে যে স্বপ্নটা বাস্তব নয় আর বাস্তবটাও স্বপ্ন নয়। এক মুহূর্তের জন্য হাসিটা চলে গেলেও বুকের ভেতরের ফুরফুরে ভাবটা হারিয়ে যাওয়ার আগেই হাসিটা আবার ফেরত আসে এটা মনে করে যে, শোভন সত্যিই বাবা হতে চলেছে।
২| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৫
ক্রন্দসীর সুর বলেছেন: ব্লগে এটাই আমার প্রথম লেখা, আর প্রথম পাওয়া মন্তব্যও এটাই। এই অনুভূতিটা বেশ আরামদায়ক। আপনাকে বিশেষ ধন্যবাদ।
নিজেকে এবং নিজের কাউকে নিয়ে লেখা একটি সত্য গল্প।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৩
মনিরা সুলতানা বলেছেন: ব্লগে স্বাগতম
লেখা ভাল লেগেছে যদিও বুঝতে পারছি না এটা কি গল্প না নিজেকে বা নিজের কাউকে নিয়ে লেখা ...
শুভ কামনা