![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারে বা জানাই বলো বেদনা আমার, বুঝিল না কেহ আমারে...
ভিওআইপি কি আসলেই নিষিদ্ধ আমাদের দেশে? বাণিজ্যিক ব্যবহারের জন্য হতে পারে। বছর দুই আগে পত্রিকায় পড়েছিলাম যে, ভিওআইপি আইনসিদ্ধ হতে চলেছে। লাইসেন্সের ব্যবস্থা হচ্ছে। কিন্তু কোন প্রতিষ্ঠান কি এখনও লাইসেন্স গ্রহন করেনি? বৈধ হলে নিশ্চয়ই বিভিন্ন জায়গায় এ নিয়ে এতটা ধড়পাকড় হতো না। বিটিআরসি এব্যাপারে ভাল বলতে পারবে হয়তো...
কিন্তু ব্যক্তিগত পর্যায়ে ভিওআইপি ব্যবহার কি নিষিদ্ধ? মনে হয় না... ইন্টারনেট টেলিফোনি তাহলে কীভাবে হচ্ছে? এমএসএন, মিগ৩৩, ডায়ালপ্যাড, টিপ্যাড ইত্যাদির মাধ্যমে হেডফোন লাগিয়ে যারা ইন্টারনেটে নর্থ আমেরিকা, ইউরোপে কথা বলছেন তারা কি ভিওআইপি ব্যবহার করছেন না? আমার নিজের অভিজ্ঞতা এ ব্যাপারে নেই বললেই চলে।
ব্যবহারকারীদের কাছে জানতে চাই প্রকৃতপক্ষে ভিওআইপি এখন কোন পর্যায়ে আছে আমাদের দেশে। বিটিআরসি বা আইএসপি'র কেউ যদি জবাব দেন তাহলে বেশী খুশী হবো।
২| ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৪৯
ম স রানা বলেছেন: তবে ভিওআইপির ব্যাবহার যে এখনও তার প্রমান আমরা যারা প্রবাসে আছি তারা দিতে পারি।কারন দেশে আমরা এখনও কার্ড দিয়ে ফোন করি।দেশে যদি এটা বন্ধ হতো তাহলে তো কলিং কার্ড দিয়ে ফোন করা সম্ভব হতনা।
৩| ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:০২
কেএসআমীন বলেছেন: মোবাইল ফোন ওয়ালারা এখনও করে যাচ্ছে। আমি জানতে চাচ্ছি ব্যক্তিগত পর্যায়ে নিষিদ্ধ না বৈধ। এ ব্যাপারটি খোলাসা করা উচিত কর্তৃপক্ষের...
৪| ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:০৭
আন্ধার রাত বলেছেন: কেউ দেখে ফেললে অবৈধ, না দেখলে বৈধ।
এটা আমার ধারনার কথা বললাম
আসল কাহিনী একটুও জানিনা। (কান্না)
৫| ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৬
কেএসআমীন বলেছেন: আমারও কান্না পাচ্ছে.... হু.. . হু. হুত..
এখনও কেউ জানালো না...
৬| ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৫
মদন বলেছেন: বানিজ্যিকভাবে এখনও নিষিদ্ধ। যদিও অনেকেই এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
৭| ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:০৫
কেএসআমীন বলেছেন: মদন ভাই। সেটা ঠিক আছে। কিন্তু জানতে চাই ব্যক্তিগত ভাবে সিদ্ধ কিনা... থ্যাংকু।
৮| ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:১০
মদন বলেছেন: নাহ
কোনো সমস্যা নেই। নিদ্বিধায় ব্যবহার করুন। আমি কমবেশি প্রতিদিন ইয়াহু মেসেঞ্জারে ভয়েস চ্যাট করি জাপানে আমার ভাই এর সাথে।
৯| ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:১৪
কেএসআমীন বলেছেন: ঠিক আছে, অনেকেই ব্যবহার করছে। কিন্তু জানতে চাচ্ছি আইনগত ভাবে এটা সিদ্ধ কিনা। আমার ধারনা এটা কেউই বলতে পারবেনা না। এমনকি এ বিষয়ের ওয়াচডগ বিটিআরসি-ও।
১০| ২৩ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:০৯
অনুনাদ বলেছেন: VOIP এখন ও চালু। কিন্তু আগের চাইতে অনেক কম। Teleon Skype Gateway ব্যবহার করে আপনি ঘর এ বশে একা একা VOIP চালু করে ফেলতে পারেন। বিস্তারিত দেখতে পারেন http://www.teleon.net/product1.html
আপনার দরকার হবে একটা BroadBand Line and Voice Enabled Modem. সময় পেলে বিস্তারিত লিখব।
১১| ২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:১৭
কেএসআমীন বলেছেন: চালু আছে সেটা জানি। কিন্তু বৈধভাবে করা হচ্ছে নাকি অবৈধভাবে সেটাই হচ্ছে কথা।
১২| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:১২
অনুনাদ বলেছেন: Messenger দিয়ে ও pc2pc call কিন্তু VOIP. কিন্তু সব গুলা ই অবৈধ বলে ই মনে হয়।
১৩| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৫
কেএসআমীন বলেছেন: ঠিক বলেছেন। সম্ভবত সবই অবৈধ। কিন্তু সরকারের বিশেষ বিভাগ তো বলতে পারে স্পেসিফিক্যালি যে, কোনটা বৈধ আর কোনটা অবৈধ... যেমন পার্কিং আইন। ঐদিন গুলশানে রাস্তার গা ঘেষে গাড়ি রেখে কেএফসিতে গেলাম। এসে দেখি যে আমাকে ফাইন করা হচ্ছে। আমি বললাম নো-পার্কিং তো লেখা নেই। ট্রাফিক সার্জেন্ট বললো - পার্কিং লেখা থাকলে সেখানে কেবল সেখানেই পার্কিং আর বাকি সব জায়গা নো পার্কিং। আমি বললাম আমাকে দেখান ট্রাফিক আইনের কোন ধারায় এটা লেখা আছে। দেখাতে পারলো না। আসলে আমাদের কোন ট্রাফিক আইনই নেই।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৪৪
ম স রানা বলেছেন: বানিজ্যিক ব্যাবহার আর ব্যাক্তগত ব্যাবহার এক জিনিস নয়।