নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারে বা জানাই বলো, বেদনা আমার...

কেএসআমীন ব্লগ

কেএসআমীন

কারে বা জানাই বলো বেদনা আমার, বুঝিল না কেহ আমারে...

কেএসআমীন › বিস্তারিত পোস্টঃ

আমাদের ট্রাফিক আইনের একটি খসড়া...

২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১১

ট্রাফিক আইন মেনে চলুন বলা হয় আমাদের দেশে প্রায়ই। কিন্তু দেশে কোন কার্যকর ট্রাফিক আইন আছে কিনা আমার তা জানা নেই। আমি ৫টি পরীক্ষা দিয়ে মীরপুর থেকে ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করেছি। আমি জানি না ট্রাফিক আইন কত রকম ও কি কি? দেশের ৮০% ড্রাইভিং লাইসেন্সই নাকি ভূয়া। ঘরে বসেই কোন পরীক্ষা না দিয়েই পাওয়া যায় এই সহজলভ্য লাইসেন্স। এটা আমার কথা নয়। বিআরটিএ'র রিপোর্টের বরাত দিয়ে পত্রিকায় এমনটি প্রকাশিত হয়েছে। যা হোক, বর্তমানে আমাদের ট্রাফিক পুলিশ যেভাবে ট্রাফিক আইন ভঙ্গের শাস্তি দিয়ে থাকেন তা হচ্ছে গাড়ির বিরুদ্ধে মূলত "মামলা" রজু করা। এটা হাস্যকর, কোন কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রন ব্যবস্থা নয় এটা। ১৯৮৩ সালের ট্রাফিক আইনের কিছু ধারা আছে দাঁতভাঙ্গা ইংরেজীতে। অনেক ক্ষেত্রে জেল-জরিমানার বিধান রয়েছে যেগুলো ট্রাফিক পুলিশই পালন করতে অপারগ।



ঢাকা সহ দেশের প্রধান শহরগুলি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে ক্রমাগত। অথচ এটি দেখার বা বোঝার কেউ নেই এখানে। একটি কার্যকর ও সুনির্দিষ্ট ট্রাফিক আইন দেশে থাকা অত্যাবশ্যক। ট্রাফিক পুলিশের বদলে যদি একটি প্রফেশনাল বডি দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যেত, তবে সবচেয়ে ভাল ফল লাভ সম্ভব হতো। পাঁচ হাজার ট্রাফিক পুলিশের বদলে মাত্র ৫০০ যোগ্য বাহিনীই এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন।



কারণ, ট্রাফিক পুলিশরা পুলিশ বিভাগ থেকে বদলী হয়ে আসেন।যানবাহন চলাচল সম্পর্কে তাদের কোন ধারনা থাকে না এবং আগ্রহও থাকে না। কিছুকাল ট্রাফিক বিভাগে চাকরি করার পর তাদের আবার পুলিশ বিভাগে বদলী করা হয়, ফলে তাদের পক্ষে দক্ষতা প্রদর্শনের কোন সুযোগ থাকে না।



দেশের সব যানবাহনের একটি কম্পিউটার ডাটাবেস তৈরী করতে হবে। দশ লাখ গাড়ি ও চালকের লাইসেন্সের ডাটাবেস তৈরী মোটেই কঠিন কাজ নয়। ৮ কোটি মানুষের ডাটাবেস আমরা তৈরী করতে পেরেছি খুব কম সময়ে। এটা কোন কাজে আসবে কিনা এখনো বোঝা যাচ্ছে না। তবে যানবাহন ও চালকের ডাটাবেস খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য ভান্ডার। ট্রাফিক নিয়ন্ত্রণে এটা অত্যন্ত ভাল ফল বয়ে আনবে। ল্যাপটপ কম্পিউটারে আঙুলের হালকা স্পর্শেই নির্দিষ্ট চালক ও গাড়ির যাবতীয় তথ্য একজন ট্রাফিক পুলিশ পেতে পারবেন সহজে ও তাতে ট্রাফিক অপরাধগুলো রেকর্ডভূক্ত করতে পারবেন।



ক, খ, গ- এই তিন রকমের অপরাধ হিসেবে ট্রাফিক অপরাধকে শ্রেণীভূক্ত করা যায়। আবার গাড়ির ইঞ্জিনের সিসি'র উপরেও 'এ', 'বি', 'সি'- এই তিন শ্রেণীতে বিভক্ত থাকবে। একই সাথে, প্রত্যেকটি শ্রেণীর অপরাধের আলাদা আলাদা "পয়েন্ট" এর ব্যবস্থা রয়েছে। যেমন, 'ক' শ্রেণীর অপরাধ করলে ১ পয়েন্ট। 'খ' শ্রেণীর পয়েন্ট ২ আর 'গ' শ্রেণীর পয়েন্ট ৩।



গাড়ির ইঞ্জিনের ক্যাপাসিটি/আকার অনুযায়ী এই জরিমানার পরিমানে তারতম্য হবে। ১০০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে "ক" শ্রেণীর অপরাধের জন্য ১০০ টাকা, "খ" শ্রেণীর জন্য ২০০ টাকা ও "গ" শ্রেণীর অপরাধের জন্য ৩০০ টাকা জরিমানা ধার্য করা যায়।

১০০০ সিসি'র বেশী ও ১৬০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে "ক" শ্রেণীর অপরাধের জন্য ১৫০ টাকা, "খ" শ্রেণীর জন্য ৩০০ টাকা ও "গ" শ্রেণীর অপরাধের জন্য ৪৫০ টাকা জরিমানা ধার্য করা যায়। ১৬০০ সিসি'র বেশী গাড়ির ক্ষেত্রে "ক" শ্রেণীর অপরাধের জন্য ২০০ টাকা, "খ" শ্রেণীর জন্য ৪০০ টাকা ও "গ" শ্রেণীর অপরাধের জন্য ৬০০ টাকা জরিমানা ধার্য করা যায়।



কোন এক মাসে চালকের অর্জিত মোট পয়েন্ট "৭" বা বেশী হলে, ঐ সময় থেকে পরবর্তী মাস সেই চালক গাড়ি চালানোর জন্য নিষিদ্ধ হবেন। তৃতীয় মাসে আবার গাড়ি চালানোর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। দ্বিতীয় মাসে গাড়ি চালানোর যোগ্যতা অর্জন করতে হলে পূর্ববর্তী মাসের মোট জরিমানার দ্বিগুন অর্থ জরিমানা হিসেবে প্রদান করতে হবে।



দুই ধরনের শাস্তি প্রযোজ্য। এক হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের উপর শাস্তি। দুই হচ্ছে চালকের লাইসেন্সের উপর শাস্তি। কোন কোন ক্ষেত্রে উভয় প্রকার শাস্তিও প্রযোজ্য হতে পারে। চালকের দোষে বা ট্রাফিক আইন অমান্য জাতীয় যেসকল অপরাধ হয়ে থাকে সেগুলো সাধারণত ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ধার্য করা হয়।

সরকার বিভিন্ন শ্রেণীর ট্রাফিক আইন ভঙ্গের অপরাধের জরিমানা বিভিন্ন সময়ে পুননির্ধারণ করবে।



ডিজিটাল ভিডিও ক্যামেরার মাধ্যমে গাড়ির আইন ভংগের ঘটনাগুলো রেকর্ড করে রাখা যায়। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫/৬টি ক্যামেরা সক্রিয় থাকলেই যথেষ্ট। ১৫ সেকেন্ডের একটি 'ভিডিও শট'ই একটি গাড়ির আইন ভংগের সঠিক চিত্র তুলে ধরতে পারে। একটি ভিডিও ক্যামেরার ডিভিডি'তে অন্তত ৩০টি অপরাধের সচিত্র ক্লিপ তুলে রাখা যায় ও সে অনুযায়ী গাড়ির রেজিস্ট্রেশনের বিরুদ্ধে জরিমানা করা যায়। ভিডিও ক্লিপে তারিখ ও সময় সঠিকভাবে লিপিবদ্ধ রাখা যাবে। এতে গাড়িতে অপরাধ সংগঠিত হওয়ার সময় কোন্ চালক গাড়িতে ছিলেন তা গাড়ির মালিক সহজের অনুধাবন করতে পারবেন।



খসড়াটির ধারাগুলি নিম্নরূপঃ



১) ট্রাফিক আইনের সর্বশেষ সংস্করনের বই/পুস্তিকা চালকের সংগে থাকতে হবে। চালক সম্পূর্ণ বইটি পড়ে শেষ পৃষ্ঠায় স্বাক্ষর করবেন। এই সাক্ষরের অর্থ হচ্ছে এই যে, চালক সবগুলি আইনের ধারা পড়েছেন ও শপথ করছেন যে, তিনি তা মেনে চলতে বাধ্য থাকবেন। এই আইন অমান্য করলে "খ" শ্রেণীর অপরাধ বলে গণ্য হবে।

২) গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার গাড়ির নাম্বার প্লেটের পাশাপাশি গাড়ির পেছনে গাড়ির বডিতে স্থায়ীভাবে লিখতে হবে। স্পষ্ট অক্ষরে কমপক্ষে দেড় ইঞ্চি উচ্চতার টাইপ দিয়ে এই রেজিঃ নং লিখতে হবে। আইন অমান্য করলে "খ" শ্রেণীর অপরাধ বলে গণ্য হবে।

৩) রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি রাস্তায় নামালে চালকের লাইসেন্সের উপর "গ" শ্রেণীর অপরাধ হিসেবে ধরা হবে। গাড়ির ট্যাক্স-টোকেন হালনাগাদ না থাকলে, ইন্সুরেন্স না থাকলে বা হালনাগাদ না থাকলে, বা রুট পারমিট বা ফিটনেস না থাকলে বা হালনাগাদ না করা থাকলে 'ক' থেকে 'গ' পর্যন্ত হারে শাস্তি হতে পারে। ট্রাফিক পুলিশ কর্তৃক জরিমানা করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে গাড়ির ডকুমেন্ট হালনাগাদ না করলে পরবর্তীতে আবারও ট্রাফিক পুলিশ গাড়িকে জরিমানা করবেন। চালকের লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন - উভয়ের উপরই এই জরিমানা ধার্য হতে পারে।

৪) ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে গাড়ির রেজিস্ট্রেশনের উপর "গ" শ্রেনীর অপরাধ বলে বিবেচ্য হবে।

৫) গাড়ি থামাতে হলে বা পার্কিং করতে হলে অবশ্যই রাস্তার সংগে প্যারালাল করে ফুটপাথ থেকে সর্বোচ্চ "এক ফুট" দূরে গাড়ি রাখতে হবে। একফুটের বেশী দূরত্ব হলেই আইন অমান্যকারী হিসেবে "ক" শ্রেণীর অপরাধ বলে গণ্য হবে। পার্কিং নিষেধ বা থামানো নিষেধ - এমন স্থানের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়।

৬) কোন গাড়ি পার্কিং করা অবস্থায় বা থামানো অবস্থায় এর পাশে ডাবল প্যারালাল হিসেবে কোন গাড়ি রাখা যাবে না বা থামানো যাবে না। আইন অমান্য করলে "খ" শ্রেণীর অপরাধ বলে গণ্য হবে।

৭) পার্কিং বা থামানো নিষেধ, এমন স্থানে পার্কিং করলে বা গাড়ি থামালে 'ক' শ্রেণীর অপরাধ বলে গন্য হবে। গাড়ি থামানো ফলের যদি অন্য গাড়ির চলাচলে বাধার সৃষ্টি হয় তবে 'খ' শ্রেণীর অপরাধ বলে গন্য হবে। ক্ষেত্র বিশেষে এটা 'গ' শ্রেণীর অপরাধও হতে পারে।

৮) একান্ত প্রয়োজন ছাড়া যেকোন স্থানে হর্ণ বাজানো নিষেধ। সামনের গাড়ি বা পথচারীর দৃষ্টি আকর্ষন করার একান্ত প্রয়োজন হলে প্রথমে "হেডলাইটের বীম" দ্বারা করা যেতে পারে। অযথা হর্ণ বাজালে ''ক' শ্রেণীর অপরাধ বলে গন্য হবে। অননুমোদিত শক্তিশালী (নিউমেটিক) হর্ণ ব্যবহার করলে 'খ' শ্রেণীর অপরাধ বলে গন্য হবে।

৯) গাড়ির চালক ও চালকের পাশের যাত্রীকে অবশ্যই সীটবেল্ট পড়া অবস্থায় গাড়ি চালাতে হবে। অন্যথায় 'ক' শ্রেণীর অপরাধ বলে গন্য হবে।

১০) গাড়িতে অতিরিক্ত নিরাপত্তার নামে বা সৌন্দর্য বর্ধনের নামে কোন "বাম্পার" লাগানো যাবে না। অনাকাঙ্খিত সংষর্ষে অন্য গাড়ির বেশী ক্ষতি হয় এমন কোন লোহার এংগেল বা ধাতব পাত গাড়ির বডিতে ব্যবহার করা যাবে না। এটা "খ" শ্রেণীর অপরাধ বলে গন্য হবে।

১১) কোন যাত্রীবাহী বাস বা অনুরূপ বাহনের চালকগণ যাত্রী উঠানামার সময় "৫" ও "৬" নং ধারা সতর্কতার সাথে মেনে চলবেন। যাত্রীগণ যেন ফুটপাত থেকে সরাসরি গাড়িতে উঠতে পারেন সে ব্যবস্থাও করতে হবে। অন্যথায় "গ" শ্রেণীর অপরাধ হিসেবে গন্য হবে।

১২) গাড়িতে দুইটি লুকিং মিরর, ১টি অভ্যন্তরীন লুকিং মিরর, ৪টি ইন্ডিকেটর লাইট, ২টি হেড লাইট, ২টি ব্রেক লাইট, ব্যাকগিয়ার লাইট ইত্যাদি গুরুত্বপূর্ণ সিস্টেম কার্যকর থাকতে হবে। এর কোন একটি না থাকলে বা ত্রুটিপূর্ণ থাকলে "খ" শ্রেণীর অপরাধ বলে গণ্য হবে। একাধিক সংখ্যক ইন্সট্রুমেন্ট বা উপাদানের অভাব থাকলে জরিমানার পরিমান বাড়বে। যেমন, "২খ", "৩খ" পরিমান জরিমানা হতে পারে।

১৩) মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া সৃষ্টিকারী গাড়ি "গ" শ্রেণীর অপরাধ বলে গণ্য হবে। বিআটিএ সময়ে সময়ে এই মাত্রা নির্ধারণ করবে।

১৪) ফিটনেস সম্পর্কিত বা সংশোধিত হওয়ার মত অপরাধ ধরা পড়ার এক সপ্তাহের মধ্যে তা সংশোধন করতে হবে। এক সপ্তাহ অতিক্রম করলে "২খ" পরিমান জরিমানা করা হবে। এভাবে একমাস অতিক্রম করলে "৩খ" পরিমান জরিমানা হবে। এভাবে প্রতি মাসের জন্য জরিমানার পরিমান বাড়তে থাকবে।

১৫) বেপরোয়া গাড়ি চালালে বা মদ্যপ অবস্থায় গাড়ি চালালে "গ" শ্রেণীর অপরাধ বলে গণ্য হবে।

১৬) গাড়ি রাস্তায় বের করার পূর্বে অবশ্যই চালক এর ফিটনেস পরীক্ষা করবেন। যদি রাস্তায় গাড়ি কোন কারণে নষ্ট হয়, চলাচলের অনুপযোগী হয় বা ইঞ্জিন স্টার্ট না নেয় তবে এক্ষেত্রে "গ" শ্রেণীর অপরাধ বলে গণ্য হবে। গাড়ি দ্রুত রাস্তা থেকে না সরালে বা এর ফলে ট্রাফিক জ্যাম সৃষ্টি হলে জরিমানার পরিমান "২গ" বা "৩গ" পর্যন্ত হতে পারে। প্রাইভেট রেকার সার্ভিস ডেকে গাড়িকে সরিয়ে ট্রাফিক চলাচলের উপযোগী করে দিতে হবে।

১৭) শহরের পাবলিক বাস-এ সামনে ও পেছনে মোট দুটি দরজা থাকবে। এই দরজাগুলি গাড়ির চালক কর্তৃক দূর-নিয়ন্ত্রিত ভাবে কাজ করবে। কেবল চালকের ইচ্ছায় দরজা খুলবে ও বন্ধ হবে। বাস রাস্তায় চলা অবস্থায় দরজা কোন অবস্থাতেই খোলা যাবে না। কেবলমাত্র পার্কিং করার পরই চালকের ইচ্ছায় দরজা খুলবে। গাড়ি চলার আগ মুহূর্তে চালক দরজা বন্ধ করবেন। সামনের দরজা দিয়ে যাত্রীরা গাড়িতে উঠবেন ও পেছনের দরজা দিয়ে গাড়ি থেকে নামবেন। নিয়মতান্ত্রিকভাবে গন্তব্যস্থলে বা স্টপেজের পার্কিং-এ পৌছানো ছাড়া গাড়ির দরজা খোলা যাবে না। একই ভাবে নিয়মতান্ত্রিকভাবে স্টপেজ বা গন্তব্য ছাড়া অন্য কোথাও দাড়িয়ে বা চলন্ত অবস্থায় কোন যাত্রী গাড়িতে নেয়া যাবে না। এরকম ক্ষেত্রে "খ" শ্রেণীর অপরাধ বলে গন্য হবে।

১৮) যেখানে 'লেন' মার্ক করা আছে সেখানে অবশ্যই গাড়িগুলি লেন অনুযায়ী চলবে। অপেক্ষাকৃত দ্রুতগামী গাড়িগুলি ডানদিকের লেন দিয়ে চলাচল করবে আর ধীর গতির গাড়িগুলো বামদিক দিয়ে চলবে। লেন পরিবর্তন করতে হলে অবশ্যই ইনডিকেটর বাতি জ্বালাতে হবে। কারণ ছাড়া বারে বারে লেন পরিবর্তন করা যাবে না। এর ব্যতিক্রম হলে "ক" শ্রেণীর অপরাধ বলে গন্য হবে।

১৯) কোন একমুখী রাস্তায় যদি বিপরীত দিক থেকে কোন গাড়ী চলাচল করতে চায় তবে ট্রাফিক সিস্টেমের ব্যত্যয় ঘটে থাকে। এরকম ক্ষেত্রে "খ" শ্রেণীর অপরাধ বলে গণ্য হবে।

২০) যেখানে ইউ-টার্ন নেয়ার ব্যবস্থা আছে ও সাইন দেয়া আছে, কেবলমাত্র ঐসকল স্থানেই গাড়ির ইউ-টার্ন নেয়া যাবে। অননুমোদিত স্থানে ইউ-টার্ন নেয়া যানজটের অন্যতম প্রধান কারণ। প্রয়োজনে ১০ কিলোমিটার দূরে গিয়ে ইউ-টার্ন নিতে হবে, কিন্তু কোন অবস্থাতেই এর ব্যতিক্রম করা যাবে না। অমান্য করলে "খ" শ্রেণীর ট্রাফিক অপরাধ বলে গন্য হবে।

২১) ডানদিকে মোড় নিতে হলে গাড়িকে ডানদিক ঘেষে একটি লাইনে ডানদিকে যেতে হবে বা সিগনালে অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে বাকি সব গাড়িকে বামদিকে বা সোজা চলাচলের জন্য উপযুক্ত রাখতে হবে। একাধিক লেন দখল করে এটাকে বাধাগ্রস্থ করা যাবে না। এরকম ক্ষেত্রে "ক" শ্রেণীর অপরাধ বলে গন্য হবে।

২২) গাড়ি বামদিকে মোড় নেয়ার ক্ষেত্রে কোন গাড়ি আশেপাশে পার্কিং করতে পারবে না বা ধীরগতি সম্পন্ন হতে পারবে না যাতে গাড়ি চলাচলে বাধাগ্রস্থ হয়। এরকম অপরাধ "খ" শ্রেণীর অপরাধ বলে গন্য হবে।

২৩) দুটো গাড়ির মধ্যে যদি সংঘর্ষ হয় এবং দুর্ঘটনা ঘটে তাহলে এই দুর্ঘটনার জন্য যে গাড়ির চালকই দায়ী হোক না কেন, এ নিয়ে কোন রকম বাকবিতন্ডা করা যাবে না। প্রথম দায়িত্ব হচ্ছে, দুটো গাড়িকে রাস্তার পাশে এমনভাবে রাখা যাতে অন্য গাড়ির চলাচলে কোন অসুবিধা না হয় বা বাধাগ্রস্থ না হয়। তারপর উভয়ের দায়িত্ব হচ্ছে ট্রাফিক পুলিশ ডাকা। কর্তব্যরত ট্রাফিক পুলিশ উভয় গাড়ির ইন্সুরেন্স পেপারে সাক্ষর করবেন যাতে ইন্সুরেন্স কোম্পানী থেকে ক্ষতিপূরন পাওয়া সহজতর হয়। ট্রাফিক পুলিশ যদি প্রত্যক্ষদর্শীর সহায়তায় প্রকৃত দোষী চালককে সনাক্ত করতে পারেন তবে অপরাধের ধরন অনুযায়ী 'ক' থেকে 'গ' পর্যন্ত যেকোন পরিমান জরিমানাও করতে পারেন।

২৪) গাড়ি চালনার সময় কোন যাত্রী বা পথচারী যদি সামান্য আহত হয় তবে আগের ধারা অনুযায়ী অগ্রসর হতে হবে ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে তা মিটাতে হবে। তা না হলে ট্রাফিক পুলিশ ডেকে সমাধান করতে হবে। কর্তব্যরত ট্রাফিক পুলিশ চালকের অপরাধ অনুধাবন করতে পারলে জরিমানাও করতে পারেন।

২৫) কোন গাড়ি কর্তৃক যদি দুর্ঘটনার ফলে যদি কোন যাত্রী বা পথচারী আহত/নিহত হয় তবে তাৎক্ষণিক নিকটস্থ হাসপাতালে নেয়ার ব্যবস্থা করতে হবে চালককে। অন্যথায় 'গ' পরিমাণ বা তারচেয়ে বেশী পরিমানেও জরিমানা হতে পারে।

২৬) কোন গাড়ি বা চালকের যদি অপরাধের মাত্রা খুব বেশী হয় (যেমন বছরে ১৪ পয়েন্ট বা তারচেয়ে বেশী) তাহলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ চালকের লাইসেন্স সীজ করতে পারেন ও তা বাজেয়াপ্ত করতে পারেন। একইসাথে গাড়িও সীজ করতে পারেন।

২৭) যদি কোন গাড়ি বিপদ্জ্জনক ভাবে চলাচল করে বা তার কন্ডিশন খুব খারাপ হয় যা জননিরাপত্তা বা যানচলাচলের জন্য হুমকি, তাহলে গাড়ি ও চালককে জরিমানার পাশাপাশি কর্তর্বরত ট্রাফিক পুলিশ গাড়িকে সীজ করতে পারেন।

২৮) প্রতিটি গাড়ি কমপ্রিহেনসিভ ইন্সুরেন্সের আওতায় বৈধ কোম্পানী থেকে বীমাকৃত হতে হবে। দুই গাড়িতে সংঘর্ষ হলে উভয়কেই যার যার রেসপেকটিভ বীমা কোম্পানী থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে।

২৯) গাড়ি মেরামতের কাজ অনুমোদিত ওয়ার্কশপ বা গ্যারেজ থেকে করতে হবে। ওয়ার্কশপে সামনে ও রাস্তার উপর কোন ধরনের মেরামতের কাজ করা "খ" ধরনের অপরাধ। কর্তব্যরত ট্রাফিক পুলিশ এ ধরনের ওয়ার্কশপকেও জরিমানা করতে পারেন।

৩০) সামরিক বাহিনী, দূতাবাস বা অনুরূপ বিশেষায়িত কোন বিভাগের যানবাহনের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য থাকবে এবং অপরাধকারী গাড়ির নাম্বার ও চালকের তথ্য বিআরটিএ কর্তৃক যথাযথ বিভাগে পাঠিয়ে দেবেন।

৩১) দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর গাড়ি ছাড়া বাকি সকলপ্রকার যানবাহন (রিক্সা, ভ্যান, ঠেলাগাড়ি ছাড়া) "যানবাহনের চালক ও অপরাধের ডাটাবেস"-এর আওতায় আসবে ও উপরোক্ত আইনের আওতায় পড়বে।



উপরের প্রতিটি আইনের ধারা আমি ভালভাবে পড়েছি ও বুঝতে পেরেছি। আমি এই আইন মেনে চলতে বাধ্য থাকবো। আইন অমান্য করলে যথাযথ কর্তৃপক্ষের শাস্তিও গ্রহন করতে রাজি আছি।



চালকের নাম : ************************

চালকের স্বাক্ষর : **********************

ড্রাইভিং লাইসেন্স নং : *********************

জাতীয় আইডি নং : ***********************

গাড়ির রেজিস্ট্রেশন নং : **********************

তারিখ : **************



একটি গাড়ি মালিক ছাড়াও একাধিক চালক গাড়িটি চালাতে পারেন। সেক্ষেত্রে মালিকের অনুমতিক্রমে গাড়ির রেজিস্ট্রেশনের সাথে চালকের লাইসেন্সকে "সংযুক্ত" করতে হবে। এর জন্য গাড়ির মালিক নির্ধারিত "চালক সংযুক্তি ও বাতিল " ফরমে নির্দিষ্ট ফী প্রদান সাপেক্ষে বিআরটিএ-তে আবেদন করবেন। যদি কোন চালককে গাড়ির মালিক বাদ দিতে চান তাহলেও একই পদ্ধতিতে "চালক সংযুক্তি ও বাতিল" ফরমে আবেদন করতে হবে।



নির্ধারিত অনলাইন ব্যাংকে জরিমানার টাকা জমা দিতে হবে। বাৎসরিক ফিটনেস, রুট-পারমিট, ট্যাক্স-টোকেন সংগ্রহের সময় সমুদয় বকেয়া জরিমানার টাকা পরিশোধ করতে হবে। গাড়ির সাথে সংযুক্ত চালকদের উপর ধার্য জরিমানাও (যদি থাকে) একই সময়ে পরিশোধ করতে হবে, অন্যথায় বাৎসরিক ট্যাক্স-টোকেন প্রদান করা হবে না।



গাড়ি মেরামতের ওয়ার্কশপ স্থাপন করতে হলে বিআরটিএ থেকে অনুমোদন নিতে হবে। বিআরটিএ'র গাইডলাইন অনুযায়ী এই ওয়ার্কশপ বা গ্যারেজ স্থাপন করতে হবে। ওয়ার্কশপ লাইসেন্স নিয়মিত রিনিউ করতে হবে। গাড়ি মেরামতের দক্ষ লোকবল, যন্ত্রপাতি, পর্যাপ্ত জায়গা ইত্যাদি দেখে বিআরটিএ ওয়র্কশপকে লাইসেন্স প্রদান করবে।



গাড়ির চালক নিয়োগের সময় নিয়োগকর্তা চালকের "অপরাধ রেকর্ড" সহজেই বিআরটিএ থেকে সংগ্রহ করতে পারবেন। চালক এর আগে কোন কোন গাড়ি চালিয়েছেন এবং কী কী অপরাধ সংগঠিত করেছেন, তা সহজেই নিয়োগকর্তা বুঝতে পারবেন। এটি এড়ানোর জন্য চালকের সচেতনতা বাড়বে ও অপরাধ প্রবণতা অনেকাংশে কমে যাবে।



(এটি একটি খসড়া রূপ মাত্র (প্রায় ৯০% সমাপ্ত বলা যেতে পারে)। বাকি ধারাগুলো প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে সংযোজিত করা যেতে পারে। পাঠকের মতামত চাই)

মন্তব্য ৩৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৩

ওমর হাসান আল জাহিদ বলেছেন: অনেক বড়। পরে পড়ে নেব। আমার কৌতুহল তৈরী হয়েছে কারণ আমি আইনের ছাত্র।

২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৫

কেএসআমীন বলেছেন: আপনার কৌতুহল মেটাতে পেরেছি কি?

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৫

বিডি আইডল বলেছেন: খুবই ভালো পোষ্ট....বাইরের ট্রাফিক রুলের কিছুটা অনুবাদ মনে হচ্ছে

বাস্তবতা: বাস্তবায়ন কিভাবে হবে?

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৭

বেয়াকুফ বলেছেন: একটি কার্যকর ও সুনির্দিষ্ট ট্রাফিক আইন দেশে থাকা অত্যাবশ্যক।
---------------------------------------------------------------------------
ভাই, আপনি কি মনে করেন বাংলাদেশে কার্যকর ও সুনির্দিষ্ট ট্রাফিক আইন নাই? বাংলাদেশে দুনিয়ার সব আইন ই আছে...। আইনের প্রয়োগ না হইলে বস্তায় বস্তায় আইন কানুন বানায়া দলিল দস্তাবেজে রাইখা দিলে কোণ লাভ আছে? আর তার উপর দেকতেসেনতো, দেশটার বিচার বিভাগই হইল ছ্যাচরা। নতুন নতুন আইন বানায়া শেষ পর্যন্ত যদি শিয়ালের বাচ্চাগোরেই সেইটা হেফজত করা লাগে, লাভটা কি বলেন?

২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৪

কেএসআমীন বলেছেন: নাই, আসলেই নাই। যদি থাকে তাহলে আমাকে দেখান... আমিতো দেখিনি...

২৮ শে মার্চ, ২০০৯ সকাল ৮:৪৪

কেএসআমীন বলেছেন: ভাইজানের খবর কি?

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৪

বিডি আইডল বলেছেন: বেয়াকুফ ভাই..কিছু কিছু ক্ষেত্রে নাই...আমাদের দেশে আপনি যদি লাইসেন্স ধারী ড্রাইভার হন এবং কাউকে চাপা দিয়ে মেরে ফেলেন, আপনার শাস্তি হচ্ছে ১০,০০০ টাকা। কোনভাবেই এটা হত্যা মামলায় পড়বে না। আর এখানে কয়েকদির আগে এক মেয়ে ভূল করে আমার গাড়ীর পিছনে হাল্কা একটা গুতো দিয়েছিল...তার ইনস্যুরেন্স কোম্পানী আমাকে ৯০০$ পে করেছে। আমাদের দেশের ট্রাফিক আইন অনেক শিথিল এবং বাস্তবায়ন যে নেই এটা সব আইনের বেলায় কম বেশী প্রযোজ্য

২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩৬

কেএসআমীন বলেছেন: মানুষ মারলে শাস্তি হইবো কেন ভাই? দ্রুতগামী গাড়ির নীচে পইরা মরলে তো শাস্তি হওনের কথা না, বরং যে পড়ছে তার শাস্তি হওনের কথা। কিছু জিনিষ আমাদের কর্তা ব্যক্তিদের ঠিক করতে হবে। গাড়ি যদি ফুটপাতের উপর উঠাইয়া দেয় আর মানুষ মাইরা ফালায়, তাইলে গাড়ি চালকের শাস্তি হ্ইতে পারে... লাইসেন্স বাতিল হইতে পারে। ইন্সুরেন্স কোম্পানী জরিমানার টাকা দিব...

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৮

কেএসআমীন বলেছেন: আমার লেখার প্রথমেই বলেছি যে, আমি ৫ টি পরীক্ষা দিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় ঢাকার মীরপুর বিআরটিএ থেকে লাইসেন্স পেয়েছি। আমি ট্রাফিক আইনের কোন বই দেখিনি। আপনারা কোথায় দেখেছেন ভাই?
এটা কোন বিদেশী ট্রাফিক আইনের বইয়ের নকল নয়। বিদেশী আইন দেখলে আরও ভাল আইন তৈরী করা যেত বলে মনে হয়। প্রত্যহ শহরে চলাচল করি। যা যা আমাদের থাকা উচিত বলে মনে হয়েছে, তা-ই লিখলাম। কিছুটা সংশোধন ও পরিমার্জন করলে খুবই কার্যকর হতে পারে।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪২

কেএসআমীন বলেছেন: তবে এটা বর্তমান ট্রাফিক পুলিশ দিয়ে না-ও হতে পারে। সেজন্য দরকার প্রফেশনাল টীম। বর্তমানে ট্রাফিক পুলিশের সংখ্যা প্রায় ৫০০০ হয়তো। প্রফেশনাল টীম দিয়ে কাজ করালে ৫০০ সদস্যই যথেষ্ট...

ট্রাফিক পুলিশদের রাজারবাগে ফিরিয়ে নিলেই সবচে ভাল হবে...

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৪

বিডি আইডল বলেছেন: কেএসআমীন বলেছেন: আমার লেখার প্রথমেই বলেছি যে, আমি ৫ টি পরীক্ষা দিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় ঢাকার মীরপুর বিআরটিএ থেকে লাইসেন্স পেয়েছি। আমি ট্রাফিক আইনের কোন বই দেখিনি। আপনারা কোথায় দেখেছেন ভাই?

আমি বলতে চেয়েছি আপনার যে প্রস্তাবনা এগুলো বাইরে প্রায় সব দেশেই আছে..এবং আমার ধারনা অমূলক না হলে আপনিও বাইরে থাকেন..

২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০০

কেএসআমীন বলেছেন: আমি ঢাকায় থাকি। দেশে কোন ট্রাফিক আইনই নেই... প্রয়োগ তো দূরের কথা...

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৬

হাসিব মাহমুদ বলেছেন: কেএসআমীন ভাইকে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত করুন ।

২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৬

কেএসআমীন বলেছেন: ভাইজানের কমেন্ট করতে দেরী হইলো যে?

তয় পোস্ট না পড়ার জন্য আপনারে মাইনাচ... হা হা হা

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪১

শয়তান বলেছেন: পড়লাম ।



একটা প্রশ্ন ঃ সর্ষের মধ্যকার ভুত তাড়াবে কে ???

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৮

হমপগ্র বলেছেন: আমীন ভাই রাস্তায় চলতে চলতে অনেক বিরক্ত মনে হয় :P

সবই পড়লাম। আইন হলে তো ভালো। তবে এইদেশে এর কার্যকারিতা কতটুকু হবে তা কিন্তু ভাবার বিষয়।

গাড়িতে গাড়িতে সংঘর্ষ হইলে এইদেশের মানুষ মারামারি করবে না এমনটা কোনদিনও হবে না। কারণ এইদেশের মানুষ এতটা সহনশীল নয়।

যাহোক, এরকম হলে ভালৈ হত। কিন্তু হবে না!

২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১১

কেএসআমীন বলেছেন: কার্যকারিতা থাকবে না বলছেন, কিন্তু আইনতো হইলো, এখন তো তা-ও নাই।

এখন যেহেতু আইনই নাই, তাই গাড়িতে গাড়িতে সংঘর্ষ হইলে মারামারি কইরা জরিমানা আদায় করার চেষ্টা করি। তখনতো অন্তত কমে যাবে অনেকটা, নাকি? ইন্সুরেন্স কোম্পানী যদি টাকা দেয় তবে আমি মারামারি করতে যামু কেন? সরকারগুলা আমাদেরকে এই অবস্থায় নিয়া গেছে... বর্বর বানাইয়া রাখছে...

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫১

মিলটন বলেছেন: হুম অনেক বড়, তবে তথ্যমূলক পোষ্ট।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৬

সাফায়েত বলেছেন: কে এস আমীন ভাই কষ্ট করে এত বড় একটা পোষ্ট দেবার জন্য ধন্যবাদ কিন্তু পোষ্টের বিষয়বস্তু এবং আপনার দাবী নিয়ে আমার কিছু বলার আছে।

- আমাদের আইন আছে, হয়তোবা আপনার চোখে পড়েনি বা খোজার চেষ্টা করেননি।

- আমাদের দেশে আর যাই হোক আইনের অভাব নেই। আমি নগর পরিকল্পনার ছাত্র থাকাকালে প্লানিং ল এর আন্ডারে অনেক কিছুই পড়েছি। আগ্রহ থাকলে যোগাযোগের অনুরোধ রইল।

- "পাঁচ হাজার ট্রাফিক পুলিশের বদলে মাত্র ৫০০ যোগ্য বাহিনীই এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন।"- আমি একমত নই, কারন ঢাকা শহরের এত অল্প রাস্তায় যে পরিমান গাড়ি চলাচল করে তার নিয়ন্ত্রন ৫০০ জনের জন্য প্রায় অসম্ভব।

- http://www.brta.gov.bd/ordinance_acts.php একটু ক্লিক করুন।

২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৪

কেএসআমীন বলেছেন: আইন কি আমি খুজে বের করবো ভাই। তাইলে তো সারছে...

আমার প্রথম আইনটা একটু পড়ুন ও তারপর মন্তব্য করলে খুশী হবো...

৫০০ ঢের বেশী হবে বলে দিলাম। অন্য দেশের দিকে তাকান ভাই।

ধন্যবাদ আপনার মতামতের জন্য...

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৯

সাফায়েত বলেছেন: -নতুন আইন প্রস্তাব করার আগে Existing কি কি আইন আছে সেটা অবশ্যই দেখা উচিত।

-"লেখক বলেছেন: নাই, আসলেই নাই। যদি থাকে তাহলে আমাকে দেখান... আমিতো দেখিনি... " এবার দেখেছেন আশা করছি।।

-আপনার প্রচেষ্টার জন্য ধন্যবাদ।

২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৪

কেএসআমীন বলেছেন: ধন্যবাদ। দেখলাম। এটি আপনার গবেষণায় হয়তো কাজে লেগেছে। সেজন্য আপনি খুজে পেয়েছেন। সম্প্রতি ওয়েবসাইটে তারা তা প্রকাশও করেছে। বেশ ভাল। কিন্তু যারা ড্রাইভিং টেস্ট দিচ্ছে তারা তা না জেনে পাশ করছে কিভাবে। আমাদের ট্রাফিক পুলিশ কি এই আইনগুলি জানে? দাঁতভাঙ্গা ইংরেজীতে কাদের উদ্দেশ্যে এই আইন তৈরী করা হয়েছে? অনেক অপরাধে ৩ থেকে ৬ মাসের জেল জরিমানার কথা বলা আছে। এমন কেনদেশে আছে?

আইন সহজ করতে হবে। সবাইকে জানতে হবে কোনটা অপরাধ আর কোনটা না... ধন্যবাদ

২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:০৪

কেএসআমীন বলেছেন: সাফায়েত ভাই, দেশের লাখ লাখ গাড়ি চালক যদি ট্রাফিক আইন না দেখে থাকেন তাহলে আইনটি থেকে লাভ কি? শতকরা কতজন এই আইনের বইটি দেখেছেন? কতজন ট্রাফিক পুলিশই তা জানে?

সুতরাং যে আইন থেকেও নেই তা থাকা না থাকা সমান, তাই নয় কি?

একথা সত্য যে এক্সিসটিং আইন না দেখেই আমি এটি তৈরী করেছি।

২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:১৩

কেএসআমীন বলেছেন: সাফায়েত ভাই, আরেকটি ব্যাপার লক্ষ করুন। বিদ্যমান আইনে ট্রাফিক পুলিশ মামলা করে। কোর্ট কাচারী করতে হয় ২০০ টাকা জরিমানা আদায়ের জন্য...

তারপর কয়েকটি ধারায় বলা আছে ৩ থেকে ৬ মাসের জেল।

আমি বলতে চাইছি, জেল হাজত হবে সবার শেষে। তার আগে জরিমানার ব্যবস্থা করতে হবে। ট্রাফিক পুলিশ যেন দ্রুত জরিমানার ব্যবস্থা করতে পারে। অনলাইন ব্যাংকে জরিমানার টাকা পরিশোধ করতে হবে। বর্তমান বীমা পদ্ধতি পাল্টাতে হবে যেন দুর্ঘটনার পর কুকুর বিড়ালের মত আমাদের রাস্তায় বাকবিতন্ডায়, মারামারিতে যেতে না হয়।

প্রতিটি অপরাধ সুনির্দিষ্ট হতে হবে যেন তা সবাই বুঝতে পারে... যেসব কারণে ট্রাফিক জ্যাম হয় সেগুলোকে বেশী গুরুত্ব দিতে হবে। সেজন্যই সবার জন্য বোধগম্য ও কার্যকর একটি আইন প্রয়োজন বাংলা ভাষায়... ধন্যবাদ।

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫৫

চিকনমিয়া বলেছেন: সিরিয়াস পুষ্ট

১৪ ই আগস্ট, ২০১১ রাত ৯:৪৫

কেএসআমীন বলেছেন: চাচামিয়ার শরীরটা এখন কেমন?

১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:১৯

দূরন্ত বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট দিসেন। ভালো লাগলো।

বিদেশে ট্রাফিক নিয়ম লঙ্ঘন করলে, এমনকি লাল বাতি না মানলে বা অতিরিক্ত গতিতে গাড়ি চালালে রাস্তার ক্যামেরায় ছবি উঠে যায়। পরের দিন সকালেই জরিমানার বিস্তারিত তথ্য সহ বাসায় চিঠি এসে পড়ে। ফলে মানুষে টাকার মায়ায় আইন মেনে চলে...

২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৩৮

কেএসআমীন বলেছেন: ভাইজান আমরা স্বাধীনতার ৩৭ বছর পরেও কিছুই শিখলাম না। ৮৭ বছরে শিখবো কিনা কে জানে। আপনাকে ধন্যবাদ।

১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:০৪

ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: ভাই, আইন কোন সমস্যা না। তবে আইন ভাঙ্গার যে রেওয়াজটা আমাদের চালু আছে তা বন্ধ হচ্ছেনা। এটাই প্রধান সমস্যা।

আমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত আইনের প্রতি জনগণের শ্রদ্ধাবোধ বাড়ানো।

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৯

কেএসআমীন বলেছেন: শ্রদ্ধাবোধ জীবনেও বাড়বে না। যা চলতেছে তাতে আরও শ্রদ্ধা হারাবে...

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৫

গিফার বলেছেন: ধন্যবাদ ভালো পোস্ট তয় অর্ধেক ও পরি নাই....

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১০

কেএসআমীন বলেছেন: দয়া কইরা পড়েন ভাই। ধন্যবাদ। পারলে আপডেট কইরেন...

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৮

কাঙাল বলেছেন: কেএসআমিন সাহেব, এই পুলিশ বাহিনী দিয়া এত বড় কাম করবেন কেমনে? ছাগল দিয়া কি হাল বাওন যায়? ছাগল তাড়াইতে হইবো আগে

০৪ ঠা নভেম্বর, ২০০৮ সকাল ৯:২১

কেএসআমীন বলেছেন: হুমম... ছাগল তাড়াইতে হইবো আগে।

এই দায়িত্বটা ফকরুদ্দিন সাহেব নিতে পারতেন, কিন্তু তা করেন নি।

১৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৪৬

কেএসআমীন বলেছেন: ৫,০০০ ট্রাফিক পুলিশের জায়গায় ৫০০ দক্ষ ট্রাফিক পুলিশ দরকার। এরা পুলিশ বাহিনী থেকে ডেপুটেশনে আসবে না। এখানেই চাকুরী শুরু, এখানেই শেষ...

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৫

রন্টি চৌধুরী বলেছেন: চমৎকার লেখা।

এসব আমাদের চালু করা উচিত।

আর ক্যামেরার ব্যবহার বাড়ানো উচিত।
ডাটাবেস তৈরি করা কঠিন হবার কথা নয়, কেননা প্রত্যেক গাড়ীর রেজিস্ট্রেশন এ আসলে মালিকের ডাটা তো নেয়াই থাকে।

আমি যেখানে থাকি সেখানে গাড়ীর কাগজ পত্রে মালিকের নাম আর ঠিকানা থাকে। আর গাড়ীর ইনসুরেন্স তো আছেই।
তো আপনি যদি স্পিড লিমিট ভাঙলেন তো ক্যামেরায় উঠবে পরদিন বাসায় ৬০ ইউরোর পেনাল্টি লেটার পাবেন। সিটবেল্ট না বাধলে ৬৫ ইউরো। ভুল জায়গায় পার্ক করলে আপনার গাড়ি উঠয়ে নেবে ৯০ ইউরো দিয়ে ছাড়িয়ে আনেন এখন। এক্সিডেন্ট করলে পেনাল্টি পয়েন্ট পাবেন, তাতে আগামী বছর ইনসুরেন্স এর খরচ বেড়ে যাবে।

এইসব কারনে মানুষ খুব সাবধানে গাড়ী চালায়। পরদিন জরিমানার কাগজ পাবার ভয়ে সবাই কাবু। অথচ রাস্তায় আমরা কজন ট্রাফিক পুলিস দেখি? একজনও না। মাঝে মাঝে পেট্রোল কার দেখা যায়। তারা গাড়ি আটকায় খুব কম। বাকী কাজ করে ভীতি আর ক্যামেরা।

২৮ শে মার্চ, ২০০৯ সকাল ৮:৩৯

কেএসআমীন বলেছেন: রন্টু ভাই কেমন আছেন? আপনাকে ব্লগে কম দেখি যে???

২০| ২১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২৪

কেএসআমীন বলেছেন: ধন্যবাদ ভাইজান, দেরীতে জবাব দেয়ার জন্য দুঃখিত

বছর দশেক আগে যখন এদেশে ব্যাংকে এটিএম কার্ড প্রথা চালু হয় তখন অনেকেরই সন্দেহ ছিল এ ব্যবস্থা চলবে কিনা... ইউজাররা মেশিন নষ্ট করে ফেলবে, চালাতে পারবে না, ডাকাতি হবে ইত্যাদি

এখন দিব্যি চলছে...

আমাদের ট্রাফিকের কর্তাব্যক্তিদের ধারনা ওসব কেবল পশ্চিমা দেশেই সম্ভব, এদেশের মানুষ হচ্ছে আইনচ্যুত... এদেশের ট্রাফিক সিস্টেম নাকি কোন দিনই উন্নত হবে না...

একটা কথা বলি, ট্রাফিক সিস্টেমের অধঃপতনের জন্য আমাদের ট্রাফিক পুলিশই দায়ী, সরকারই দায়ী। গাড়ির মালিক, চালক সবাই চায় এটা সু্স্থভাবে চলুক, এতে তাদেরই উপকার...

"আইনচ্যুত" হচ্ছে ওরাই যারা এর দায়িত্বে নিয়োজিত।

আপনাকে আবারো ধন্যবাদ

২১| ২০ শে মে, ২০১৩ সকাল ৭:২৬

বিড়ি বলেছেন: ।দারুন ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.