নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের চেতনা, নিজের ভাবনা ছড়িয়ে দিতে চাই আপনার মাঝে..

কামাল শরীফ

নিজের চেতনা, নিজের ভাবনা ছড়িয়ে দিতে চাই আপনার মাঝে..

কামাল শরীফ › বিস্তারিত পোস্টঃ

দেশপ্রেম - গণজাগরন - রাজনীতি - ইসলাম (পর্ব - ২)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

দেশপ্রেম - গণজাগরন - রাজনীতি - ইসলাম (পর্ব - ১)

================================



তাকিয়ে দেখতে পেলাম যে রাজীব ব্লগ লিখেছে দুই বছরের ও বেশী সময় ধরে (এক জায়গায় দেখলাম ৩ বছর ২ মাস)। সে ইসলামের বিরুদ্ধে লিখছে দীর্ঘদিন ধরে কিন্তু এতোদিন তাকে কিছু করা হয়নি। যখনই সে আন্দোলন শুরু করল তখনই তার "নাস্তিক" পরিচয় মাথাচাড়া দিয়ে উঠল। রাজীব "নাস্তিক এবং দেশপ্রেমিক" ছিলেন। একটা উক্তি আছে "খুন করা অপরাধ, কিন্তু সঠিক সময়ে খুন করা রাজনীতি।" তাকে কোন পরিচয়ে হত্যা করা হয়েছে এই রায়ের ভার আপনাদের উপরে থাকলো।



জামায়াত-শিবির রাজীবের নাস্তিক পরিচয়কে হাইলাইট করে সব ব্লগার ও শাহবাগের আন্দোলনকারীদের নাস্তিক বানিয়ে দিল। শাহবাগের আন্দোলনের সাথে দ্বিমত পোষনকারীরা যেমন "ছাগু" উপাধিতে ভূষিত হয়েছিল ঠিক তেমনই জামায়াত-শিবিরের সাথে দ্বিমত পোষনকারীরা "নাস্তিক" উপাধিতে ভূষিত হলো। গণজাগরন মঞ্চ রাজীবের ইসলাম বিদ্বেশী মনোভাবের কথা অস্বীকার করতে লাগলো যা জামায়াত-শিবিরের রাজনীতির বেলুনে আরো হাওয়া ঢুকিয়ে দিলো। গণজাগরন মঞ্চ হয়ে উঠলো প্রশ্নবিদ্ধ। দুই পক্ষের মিথ্যাচারে নতুন কিছু মানুষের আবির্ভাব ঘটলো যারা ইসলাম ধর্মে বিশ্বাসী কিন্তু জামায়াত-শিবির কে সমর্থন করেনা, একই সাথে যুদ্ধাপরাধীদের বিচার চায় কিন্তু শাহবাগের লুকোচুরির সাথে একমত না। এই দল নিজেদের বক্তব্য উপস্থাপন করতে গেলেই শ্রোতা সাপেক্ষে "ছাগু" অথবা "নাস্তিক" খেতাব পেতে লাগলো। উদ্ভূত পরিস্থিতিকে মোটামুটি নিম্নের দুইটি সমীকরন দ্বারা প্রকাশ করা যায়-



"আমি যুদ্ধাপরাধীদের বিচার চাই, কিন্তু..." = "তুই ছাগু"

"আমি ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু..." = "তুই নাস্তিক"




এই হ-য-ব-র-ল অবস্থার অবসান ঘটলো যখন -



১) জামায়াত-শিবির শহীদ মিনার ভাঙলো, জাতীয় পতাকা ছিঁড়লো।

২) গণজাগরন মঞ্চ স্বীকার করল যে রাজীব নাস্তিক ছিল।

৩) ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হবেনা বলে আশ্বাস পাওয়া গেল।




==============শেষ================









মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫৩

শাফী আব্দুল্লাহ বলেছেন: লেখাটির আরও কিছু পর্ব প্রয়োজন। এখানেই শেষ করলে অনেক কিছুই অসমাপ্ত থেকে যাবে। অপেক্ষায় রইলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.