![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোরা মৃত্যুকে স্মরি বন্ধুর মতো, জীবনকে মনে করি তুচ্ছ, মোরা গর্জন তুলি আল্লাহর নামে, নির্ভয়ে মাথা করি উচ্চ।।
মাদ্রাসার ছাত্র হওয়ার সুবাদে ইসলামের প্রতি ঝোকটা একটু বেশীই ছিলো । তখন বুঝতাম না শিবির কি ? কি চাই ? কেনো চাই ? অনেকসময় দেখতাম ক্লাসের হুজুররা একদল ভাইদের দেখিয়ে বলতেন বাবা , ওদের থেকে দূরে থাকো ।হুজুর বোঝাতেন ওরা শিবির । ওরাই রগ কাটে ! লক্ষ করলাম আজান দিলে আমার স্যার কিংবা হুজুর নয় বরং ওই ভাই গুলোই আমাকে তাগিদ দিচ্ছে নামাজের জন্য । তবুও ওদের থেকে দূরে থাকতাম ওরা তো রগ কাটে ! একদিন একসিনিয়র ভাই আমাকে ডাকলেন ।
বললেন চলো খালেদ , মসজিদে একটু বসি । দেখলাম তাদের সাথে কয়েকজন ভাইও আছে । একজন ভাই ,আমাদের সবার উদ্দেশ্যে বক্তব্য দিতে শুরু করলেন । আমি ভাবতে লাগলাম এই ভাইটাই তো রগ কাটে । তিনি কেনো কোরআনের আয়াত দিয়ে আমায় সংঘবদ্ধ হওয়ার তাগিদ দিচ্ছেন ? আশ্চর্য্য না হয়ে পারলাম না যখন ভাইটি আমাকে বললেন কেয়ামতের দিন প্রত্যেকের আমলনামা প্রত্যেককে বহন করতে হবে । হ্যাঁ তাই তো , আমার আমলনামা কি আপনি বহন করবেন ? আমি খারাপ কাজ করলে আমলনামাতে লিখা হবে ,ভাল কাজ করলেও লিখা হবে । তিনি আমাকে দাওয়াত দিয়ে শিবিরের পরিচিতি দেখিয়ে লক্ষ্য ও উদ্দেশ্য বললেন , আমি ভাইটিকে বললাম হ্যাঁ ভাই আমিতো তাই চাই , আল্লাহ্ প্রদত্ত ও রাসূল সাঃ প্রদর্শিত জীবন বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পূনর্বিনাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন করাতে তো আমিও একমত ।
আমি হুজুরের কথাতে পরিচিতিতে রগ কাটা অপশনটা খুজেও ব্যর্থ হলাম । আহবানকারী ভাইটি আমাকে একটি ফরম পূরন করালেন ,যেহেতু আমি লক্ষ্য উদ্দেশ্যের সাথে একমত । তিনি আমাকে একটি রিপোর্ট ফরম দিলেন । দেখলাম সেখানে কোরআন ,হাদিস , সাহিত্য ,নামাজ , পড়ালেখা ,আত্মসমালোচনাসহ অনেকগুলা অপশন দেওয়া । আমাকে বুঝিয়ে দেওয়া হলো প্রতিদিন আমি যা করি তার সামষ্টিই হবে এই রিপোর্ট । তার পর থেকেই আমার মাঝে লক্ষনীয় পরিবর্তন দেখলাম । আমি যখন কোন খারাপ কাজ করতে যাই ,তখন বাধা দেয় সেই রিপোর্ট । আমাকে তো রিপোর্ট লিখতে হবে । আর যদি রিপোর্ট খারাপ হয় তাহলে তো আমার আমলনামা খারাপ হয়ে যাবে । পরিবারের সবাই নামাজী হলেও আমার গুরুত্বটা কম ছিলো নামাজের প্রতি ।
রিপোর্টের জন্য নামাজের গুরত্বটা বেড়ে গেলো । কোনমতেই আমার আমলনামা খারাপ হতে দেওয়া যাবে না । একসময় বুঝতে পারলাম আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য । তার হুকুম পালনের জন্য । আমি যদি তার ইবাদত না করি তাহলে তো আমাকে পুড়তে হবে অনন্তকালের জাহান্নামে । আল্লাহর প্রতি ভয়টা বেড়ে গেলো । বুঝতে পারলাম যে সময়টা আমার জন্য কঠিন , যে সময়টাতে আমি খারাপের দিকে ধাবিত হতে যাচ্ছিলাম । সে সময়টাতে আমার হাত ধরেছে শিবির । সে সময়টাতে আমি থাকতে পারতাম খারাপ কোন আড্ডায় সে সময়টাতে শিবির আমাকে বসিয়েছে কোরআন ক্লাসে ।
আমাকে যদি নামাজ ,কোরআন পড়ার জন্য ,সংঘবদ্ধভাবে ইসলামকে মানার জন্য ,আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য শুনতে হয় আমি রগ কাটি ! ইয়েস তাহলে আমিই শিবির করি ! আমিই রগ কাটি ।
©somewhere in net ltd.