![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোরা মৃত্যুকে স্মরি বন্ধুর মতো, জীবনকে মনে করি তুচ্ছ, মোরা গর্জন তুলি আল্লাহর নামে, নির্ভয়ে মাথা করি উচ্চ।।
বিচার বিভাগকে শাসন বিভাগের আওতামুক্ত করে সম্পূর্ণ পৃথক একটি বিভাগে পরিণত করা হজরত উমর রাঃ অমর ও অভিনব কীর্তি।
কাজি বা বিচারক নিয়োগে তিনি সর্বাধিক সতর্কতা অবলম্বন করতেন। এই পদে নিয়োগের জন্য প্রার্থীর জ্ঞানের প্রসিদ্ধি, বাস্তব অভিজ্ঞতা ও কার্যক্ষেত্রে পরীক্ষা গ্রহণের পর তিনি নিয়োগ দিতেন।
তাঁর নির্বাচিত বিচারকরা তদানীন্তন আরবের শ্রেষ্ঠতম ব্যক্তি ছিলেন। মদিনার বিচারক পদে নিযুক্ত হয়েছিলেন হজরত জায়েদ বিন সাবেত (রা.)। তিনি রাসুল (সা.)-এর যুগে ওহি লেখক ছিলেন। হিব্রু ও সুরিয়ানি ভাষায় তিনি সুপণ্ডিত ছিলেন। ইসলামী ফিকাহ শাস্ত্রের অন্যতম শাখা দায়ভাগ বা ফরায়েজের জ্ঞানে তাঁর সমতুল্য আর কেউ ছিল না।
সাহাবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত হজরত আবদুল্লা বিন মাসউদ (রা.) 'কুফা'য় বিচারক নিযুক্ত হয়েছিলেন। পুরো হানাফি মাজহাব তাঁর পাণ্ডিত্যের অমৃতময় ফল। জনসংখ্যানুপাতে বিচারালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিটি এলাকায় অন্তত একজন বিচারক নিযুক্ত করেন এবং ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য তাদের ধর্মীয় আইনসম্মত বিচার পরিচালনায় পৃথক আদালতের ব্যবস্থা করেন। সাক্ষ্যগ্রহণের ক্ষেত্রে প্রত্যক্ষদর্শী ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা করার পর তিনি সিদ্ধান্ত গ্রহণ করতেন।
বিচারকদের এমন উচ্চস্তরের বেতন নির্ধারণ করেন, যাতে তাঁদের অর্থোপার্জনের জন্য অন্য কোনো উপায় অবলম্বনের প্রয়োজনই হতো না। তাঁর আমলের বিচারক কাজি শোরাইহের বেতন ছিল পাঁচ শ দিরহাম। ইসলাম ও হুকুমতের নিয়মকানুন জানা ও জনগণকে আইনি সেবা প্রদানের জন্য তিনি এলাকাভিত্তিক পৃথক ফতোয়া ও আইন পরিষদ গঠন করেন। অনভিজ্ঞ লোক দ্বারা যাতে ভুল মাসায়ালা বা 'ফেতনা' সৃষ্টি না হয় সে জন্য তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে এই বিভাগে লোক মনোনীত করতেন। সেসব যুগশ্রেষ্ঠ মনীষী ব্যতীত অন্যদের ফতোয়া দেওয়ার অধিকার ছিল না।
ইসলাম আমাদের দিয়েছে সঠিক ন্যায় ও অভিনব বিচার পদ্ধতি । আজ আমাদের বিচার পদ্ধতি কে নিজের মতবাদ দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে । মিথ্যা রায় দিয়ে আলেমদের ফাসির কাস্টে ঝুলিয়ে দেওয়ার মত হিম্মত পাচ্ছে সুরেন্দ্র কুমার সিনহাদের মত কুলাংগাররা । ইসলাম কে ধ্বংস করার জন্য বাতিল আজ মাথা চড়া দিয়া ওঠেছে ... আমাদের বড়ই প্রয়োজন উমরের মত আরেকজন বীর সেনানির ...
©somewhere in net ltd.