নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজস্র মৃত্যু লঙ্গি , হে নবীন চলো অনায়াসে , মৃত্যুঞ্জয়ী জীবন-উল্লাসে ।

খালেদ মোশাররফ শিশির

মোরা মৃত্যুকে স্মরি বন্ধুর মতো, জীবনকে মনে করি তুচ্ছ, মোরা গর্জন তুলি আল্লাহর নামে, নির্ভয়ে মাথা করি উচ্চ।।

খালেদ মোশাররফ শিশির › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা তুমি

১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫২

স্বাধীনতা তুমি, তপ্ত বুলেট আর
টিয়ার শেলের ঝাঁজ,,
স্বাধীনতা তুমি, রক্তে ভেজা
হাসিনার মাথার তাজ !!
স্বাধীনতা তুমি, নিরাপত্তাহীনতা,
নিজ বাসায় রাতে খুন,,
স্বাধীনতা তুমি, Democracy
নাকি একদলীয় নির্বাচনের ধুম?
স্বাধীনতা তুমি, মুক্তিযুদ্ধের
চেতনার ব্যাবসা,,
স্বাধীনতা তুমি, কলাটা আমার
বাকিদের খোসা !!
স্বাধীনতা তুমি, কি শুধুই
আওয়ামীলীগ?
স্বাধিনতা তুমি, বিএনপি,
জামাত, জাপা, জেপির
পাছায় শিক !!
স্বাধীনতা তুমি, শাহাবাগের
প্যারালাল সরকার,,
স্বাধীনতা তুমি, পশ্চিমা আর
দাদাদের সম্ভার !!
স্বাধীনতা তুমি, মিডিয়া পাড়ায়
বিটিভির ছড়াছড়ি,,
স্বাধীনতা তুমি, তথ্যসন্ত্রাস,
আর আইনের হাতে কড়ি !!
স্বাধীনতা তুমি, দাদার কথায়
দেশটাকে দুই ভাগ,,
স্বাধীনতা তুমি, ক্ষমতায় যত
থাকা যায় ততই লাভ !!
স্বাধীনতা তুমি, ভোটের আগেই
নির্বাচিত প্রতিনিধি,,
স্বাধীনতা তুমি, গগনবিদারী
বোনের আহাজারি !!
স্বাধীনতা তুমি, ডেষ্টিনি,
হলমার্ক, শেয়ার বাজার লুট,,
স্বাধীনতা তুমি, মখা,
আবুলেরাই, দেশপ্রেমিক
বাদবাকি সব ঝুট !!
স্বাধীনতা তুমি, শাষনযন্ত্রের
বেয়াই রাজাকার,,
স্বাধীনতা তুমি, মুরগী কবিরের
যুদ্ধাপরাধের ধার !!
স্বাধীনতা তুমি, সাগর-রুনির
অকাল মৃত্যু সংবাদ,,
স্বাধীনতা তুমি, দেশটা বাবার,
করবোই বরবাদ !!
স্বাধীনতা তুমি, কাঁটাতারে বোন
ফেলানির লাশ,,
স্বাধীনতা তুমি, দেশব্যাপী আজ
নাস্তিকের উল্লাস !!
স্বাধীনতা তুমি, গুম, হত্যা আর
হামলা, মামলার ভয়,,
স্বাধীনতা তুমি, গনতন্ত্রের নামে
"জয় বাংলার জয়"!!
স্বাধীনতা তুমি ,থাবা বাবার জঘন্য ব্লগ কুৎসিত গালি !
স্বাধীনতা তুমি ,অমি পিয়ালের চটি সাহিত্য ,মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা ।
স্বাধীনতা তুমি ,শহীদ মিনারে নির্বোধ পাথর পূজা !
স্বাধীনতা তুমি ,শ্লোগান মুখর ঝাঝালো মিছিল "Fuck u rajakar"
স্বাধীনতা তুমি ,ফসলের মাঠে মাথা কাটা গলিত লাশ !!
স্বাধীনতা তুমি ,রাতের বাসে অসহায় নারীকে অবাধ গণধর্ষণ ।
স্বাধীনতা তুমি ,মজুর যুবার কাজের খোঁজে রোদে ঝলসিত অসহায় চোখ ।
স্বাধীনতা তুমি ,খাঁখাঁ সীমান্তের কাঁটাতারে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশীর ঝুলন্ত লাশ । স্বাধীনতা তুমি ,গণতন্ত্র আর কম্যুনিজমের মিথ্যা আশ্বাস !!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.