![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোরা মৃত্যুকে স্মরি বন্ধুর মতো, জীবনকে মনে করি তুচ্ছ, মোরা গর্জন তুলি আল্লাহর নামে, নির্ভয়ে মাথা করি উচ্চ।।
গন্ধ মধুর কর্দম মোরে একদা
দিলেন বন্ধু , ছিলাম যখন নাইতে ।
কহিলাম তারে , কস্তরী কিবা কি তুমি ?
সুবাসে তোমার পাগল এমন তাইতে
কহিল সে মোরে তুচ্ছ কর্দম আমি গো
ফুলসহ ছিনু কতকাল এক ঠাঁইতে ;
সংগীর গুন পশিয়াছে মম মাঝে গো ,
নইলে কাদার সুবাতাস কি এতো পাইতে ?
_____শেখ সাদী
২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
খালেদ মোশাররফ শিশির বলেছেন: ধন্যবাদ
২| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৫
বিজন রয় বলেছেন: সুন্দর।
২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
খালেদ মোশাররফ শিশির বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর অনেক ধন্যবাদ।।