নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজস্র মৃত্যু লঙ্গি , হে নবীন চলো অনায়াসে , মৃত্যুঞ্জয়ী জীবন-উল্লাসে ।

খালেদ মোশাররফ শিশির

মোরা মৃত্যুকে স্মরি বন্ধুর মতো, জীবনকে মনে করি তুচ্ছ, মোরা গর্জন তুলি আল্লাহর নামে, নির্ভয়ে মাথা করি উচ্চ।।

খালেদ মোশাররফ শিশির › বিস্তারিত পোস্টঃ

ইতিহাস থেকে শিক্ষা গ্রহন করো

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৭

"ফেরাউন"
কাফেরদের শিরমনী ! নাস্তিক কাফেরদের জন্য আল্লাহর শাস্তির নমুনার উজ্জল দৃষ্টান্ত ।
বনি ইসরাঈলকে শোষণ করে শাসনের শীর্ষে অধিষ্ঠিত একজন ।জুলুম ,অন্যায় ,অত্যাচার, জীবন্ত শিশু হত্যা ছিলো তার নিত্য নৈমত্তিক বিষয় ।
তত্‍কালিন কবরস্থানের পাহারাদারের সহযোগী থেকে ধাপে ধাপে চলে গেলেন ক্ষমতার শীর্ষে । ক্ষমতার লোভ লালসা তাকে এতটাই অন্ধ করে দিয়েছিলো যে , ফেরাউন প্রকাশ্যে নিজেকে খোদা দাবি করে ,রাতের অন্ধকারে হাত তুলতো মহান আল্লাহর দরবারে । স্রষ্টার সাথে সৃষ্টি নিয়ে তামাশা স্রষ্টা পছন্দ করলেন না । গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত রেখে ধ্বংস করলেন ফেরাউনকে ।

আল্লাহ্ যখন কোন জাতি , গোষ্ঠী , গোত্রকে ধ্বংস করতে চান , তখন তাদেরকে ক্ষমতার শীর্ষে অধিষ্ঠিত করেন । ক্ষমতার উচ্চতা থেকে তাদেরকে এমন ভাবে ধ্বংস করেন , তার অস্তিত্ব বিলীন হয়ে দৃষ্টান্ত হয়ে থাকে সবার জন্য ।

ফেরাউন , নমরুদ ,আবু জেহেলের মত যতবড় কাফের ছিলো , আল্লাহ্ তাদের ধ্বংস করতে ঠিক ততটাই ছোট অস্ত্র ব্যবহার করেছেন ।

এ জাতির বড়ই দূর্ভাগ্য ! তারা শিক্ষা নেয় না ইতিহাস থেকে ।

অতএব, তোমাদের বাপ দাদার শিক্ষা গ্রহন করো । তারা তোমার থেকে অনেক বড় জালিম শাসক ছিলো । তুমি তো কিট সমতুল্য !

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩১

নকীব কম্পিউটার বলেছেন: যালিমরা কখনও শিক্ষা নেয় না। আল্লাহ এদেরকে দুনিয়াতে পূর্ণাঙ্গ ক্ষমতা দিয়ে রেখেছেন; যাতে যলুমের পাল্লাটা ভারী করতে পারে।

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৮

খালেদ মোশাররফ শিশির বলেছেন: হুম ঠিক বলছেন

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৮

আমি এ আর বলছি বলেছেন: যালিমরা কখনও শিক্ষা নেয় না .agree

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০০

খালেদ মোশাররফ শিশির বলেছেন: :| হুমম

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৮

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ইতিহাস বার বার ফিরে আসে, জালিম/অসৎদের শিক্ষা দেওয়ার জন্যে...
খুব কম মানুষই তার থেকে শিক্ষা লাভ করে...

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০২

খালেদ মোশাররফ শিশির বলেছেন: X( এদের জন্য রয়েছে ...হাজার বছরের জলন্ত অগ্নীকুন্ড

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

বিজন রয় বলেছেন: শিক্ষা?

হা হা হা

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

খালেদ মোশাররফ শিশির বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.