নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজস্র মৃত্যু লঙ্গি , হে নবীন চলো অনায়াসে , মৃত্যুঞ্জয়ী জীবন-উল্লাসে ।

খালেদ মোশাররফ শিশির

মোরা মৃত্যুকে স্মরি বন্ধুর মতো, জীবনকে মনে করি তুচ্ছ, মোরা গর্জন তুলি আল্লাহর নামে, নির্ভয়ে মাথা করি উচ্চ।।

খালেদ মোশাররফ শিশির › বিস্তারিত পোস্টঃ

বিয়েতে বাড়াবাড়ি !!!

১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৩১

বিয়ে নিয়ে আমরা অনেকেই খুব বেশী বাড়াবাড়ি করি!

আমরা বিয়ের অনুষ্ঠান করি বিশাল জাকজমক ভাবে! অনেক সময় একটি বিয়ের অনুষ্ঠান হয় ৫ থেকে ৬টি! বিয়ের অনুষ্ঠান করতে খরচ হয়ে যায় কয়েক লক্ষ টাকা! উদ্দেশ্য , আমাদের বিয়ে হতে হবে অন্য সবার থেকে আলাদা! উনি এইভাবে অনুষ্ঠান করেছে আমরা যদি এইভাবে অনুষ্ঠান না করি তাহলে সমাজে মুখ দেখাবো কি করে? চাচা কি বলবে ? দাদা কি বলবে ?

আরেকজন কি বলবে এটাকে আমরা এতো বড় করে দেখি যে একটি বিবাহিক দাম্পত্যই শুরু হয় ঝণের বিশাল বোঝা নিয়ে!

পত্র পত্রিকের হেডলাইন কিংবা তার পাশেই বিয়ে ভেঙে যাওয়া কিংবা স্বামী স্ত্রী হত্যাহত্যি নিত্য দিনের খবর! বিয়ে ভেঙে যাওয়ার অধিকাংশই মূল কারণ হয়ে যায় আর্থিক সংকট! আর আমরা স্বেচ্ছাই নিজেকে আর্থিক সংকটের মাঝে ঠেলে দিচ্ছি! কেনো ? কারণ লোকে কি বলবে!!

আপনাকে কে শিখালো এই সংস্কৃতি? আপনার উপরে এই বোঝাটা চাপিয়ে দিলো কে? অথচ রাসূল সাঃ এর দিকে তাকালে দেখবো আসলে বিষয়টা কতটা সহজ!

পাত্র পাত্রীর সাথে কিছু মানুষের উপস্থিতে মসজিদে বিয়ে পড়িয়ে দিলেন ইমাম সাহেব! উপস্থিতিদের আপ্যায়নে ছোট একটি পশু জবাই দিয়ে তাদের আপ্যায়ন করা হলো! এইতো আলহামদুলিল্লাহ্ শেষ হয়ে গেলো একটি বিয়ে!

বিয়েতে আপনি যতবেশী লোককে দাওয়াত দিয়ে আপ্যায়ন করার চেষ্টা করবেন ততবেশী আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন! এটা কম হয়েছে , ওটা কম হয়েছে ! কাপড় নিম্নমাণের ! আপনি আপ্যায়ন করে মানুষকে কখনো সন্তোষ্ট করতে পারবেন না!

ভাবা যায়, বিষয়টাকে আমরা কতবড় আর কত কঠিন চোখে দেখি! কিন্তু ইসলাম প্রত্যেকটি বিষয়কে সহজ করে দিয়েছে আমাদের জন্য!

আমরা ইসলাম না বুঝে বিয়ে করি জাকজমক ভাবে! ওইযে লোকে কি বলবে!?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১:২৮

আহলান বলেছেন: মিতব্যায়িতার শিক্ষা সবারই মেনে চলা উচিৎ ......

২| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১:৩৭

মশার কয়েল বলেছেন: আমি অবশ্য বিয়ের ক্ষেত্রে রেকর্ড করেছি ৷সাত বছর আগে বিয়ে করেছি এবং যতদূর মনে পড়ে অনুষ্ঠানবিহীন বিয়েটিতে কাজীকে একশো টাকা এবং যানবাহন বাবদ বিশ টাকা খরচ হয়েছিলো ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.