![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারীদের স্তন ক্যান্সারে বর্তমান বিশ্বে মৃত্যুর হার সবচেয়ে বেশি । সাধারণত ৫০ বছরের বেশী বয়সীদের মধ্যে এই ক্যান্সার হওয়ার ঝুকি সবচেয়ে বেশি দেখা যায় । আশ্চর্যজনক ব্যাপার হল এতোদিন এই ক্যান্সারের ব্যাপারে নারীদের সচেতন করার জোরটা ছিল বেশি কিন্তু এখন পুরুষদেরকেও সচেতন করার জোর চেষ্টা চালানো হচ্ছে। কারণ পুরুষদের মধ্যেও স্তন ক্যান্সার দেখা দিতে পারে । যদিও পুরুষদের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার খুবই কম । যুক্তরাজ্যে প্রতিবছর ৪১ হাজার মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত হয় । আর সে তুলনায় মাত্র ৩০০ জন পুরুষ এই রোগে আক্রান্ত হন ।
নারীদের স্তনের কোন অংশ চাকা চাকা হয়ে যাওয়া অথবা কোন লাম্প দেখা যাওয়া অথবা স্তনের আকার বা আকৃতির পরিবর্তন হওয়া তাছাড়া স্তনবৃন্তের আকারে পরিবর্তন, স্তনবৃন্ত থেকে রক্ত বা তরল পদার্থ বের হওয়া,স্তনবৃন্তের আশেপাশে রাশ বা ফুসকুড়ি দেখা যাওয়া,বগলে ফুলে যাওয়া বা চাকা দেখা দেয়া
স্তনের ভেতরে গোটা ওঠা বা শক্ত হয়ে যাওয়া ইত্যাদি হল স্তন ক্যান্সারের লক্ষন ।
আর হ্যা সকলের মনে রাখতে হবে ৫০ থেকে ৭০ বছর বয়সী নারীদের প্রতি তিনবছর পর পর ব্রেস্ট স্ক্রিনিং অথবা ম্যামোগ্রাম করানো উচিত । ম্যামোগ্রাম হচ্ছে এক্সরে মাধ্যমে নারীদের স্তনের অবস্থা পরীক্ষা করা । সাধারণত প্রাথমিক অবস্থায় ক্যান্সার এতো ছোট থাকে যে বাইরে থেকে তা বোঝা সম্ভব হয়ে ওঠে না । কিন্তু ম্যামোগ্রামের মাধ্যমে খুব ছোট থাকা অবস্থাতেই অথবা প্রাথমিক পর্যায়েই ক্যান্সার নির্ণয় করা যায় বা ধরা যায় । প্রাথমিক অবস্থায় ক্যান্সারের লক্ষন ধরতে পরলে তাহলে ক্যান্সার থেকে সুস্থ্য হয়ে ওঠার অনেক সম্ভাবনা আছে । আর এই পরীক্ষার জন্য মাত্র কয়েক মিনিট সময় লাগে ।
৫০ বছরের বেশি বয়সীদের ঝুঁকির মাত্রা সবচেয়ে বেশি থাকে । স্তন ক্যান্সারে যতোজন আক্রান্ত হন তাদের ৮০ ভাগেরই বয়স হল ৫০ এর ওপর । সেই সাথে যাদের পরিবারে কারোর স্তন ক্যান্সার রয়েছে তাদেরও এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি ।
৩০ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩৪
ক্থার্ক্থা বলেছেন: ধন্যবাদ সকলের সুস্থ কামনা ।
২| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫৫
মামুন ইসলাম বলেছেন: চমৎকার .................
৩০ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩৪
ক্থার্ক্থা বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন ।
৩| ১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৫
অবিবাহিত ছেলে বলেছেন: ঢাকায় এ বিষয়ে কোন হাসপাতাল, এনজিও বা ডাক্তারের ঠিকানা জানা থাকলে জানাবেন প্লিজ ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
ক্থার্ক্থা বলেছেন: শুনেছি পিজিতে কিছু ডাক্তার বসে ওখানে খোঁজ নিয়ে দেখতে পারেন ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫১
বাড্ডা ঢাকা বলেছেন: পোস্টটি নারীদের সচেতনা আনবে ।