![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুয়াশা ধরতে মন চায় ... অথবা এমন কোন উপায়, যেভাবে কুয়াশা হওয়া যায় !!
ছেলেরা একটু টিপে-টুপে দেখুন তো আপনাদের বাঁ পাঁজরে সব কটি হাড় আছে নাকি ?
আর মেয়েরা খুজতে শুরু করুন আপনারা কার পাঁজর !
অদ্ভুত একটা গল্প শোনাই, শুনবে ?
.
.
.
.
.
.
.
কেউ একজন বলেছিল আমায়, "তোর যে বউ হবে, সে তৈরি হবে তোর পাঁজরের একটা হাড় দিয়ে ।"
ছেলেদের নাকি বাঁ পাঁজরের হাড় একটা কম থাকে, আর সেই হাড় থেকেই নাকি তৈরি হয়ে যায় সেই ছেলেটার 'বেটার হাফ' ! কি অদ্ভুত কথা তাইনা, ছোট বেলায় যখন এমন শুনলাম অবাক হলাম ভীষণ ! অবাকের থেকেও বেশি পেলাম মজা, আমার বউ হবে আমার অংশ । হি হি হি !!!
একটু যখন বড় হলাম, প্রশ্ন এল মাথায়, "আচ্ছা, যদি কেউ বিয়ে করে একের অধিক?"
যদি একটা ছেলে করে দুইটা বিয়ে, তবে কি তার পাঁজরে দুইটা হাড় মিসিং ?
আর যদি একটা মেয়ে দুইটা বিয়ের পিড়িতে বসে, তার মানে কি সে দুইজনের পাঁজরের হাড়ের মিশ্রন ?
আরেকটু যখন বয়স হল, চিন্তা এল মাথায়, "যেই ছেলেটা চিরকুমার, তবে কি তার পাঁজরে হাড় রয়েছে সব কটি ?"
"আর যেই মেয়েটি বিয়েই করল না, তার জন্যে কি কেউ একটা হাড়ও দিলনা !"
ধুর কি সব আজগুবি চিন্তা ঘোরে বস্তা পঁচা মাথায় !
বড় হলাম আরও, চিন্তা দিলাম ফেলে ।
আরও একটু বড় হলাম তখন মাথায় চিন্তা এল, "নিজে প্রতিবন্ধি হয়ে অন্যের জন্য কেন খয়রাত দিব নিজের পাঁজর ?"
এখন আমি এই বয়সে, খুঁজে ফিরি সেই মেয়েকে
আমার পাঁজর যার গড়নে ।
ভাবছ, কেন খুজছি তারে ?
ছিনতে হবে আমার পাঁজর, রাখতে হবে নিজের কাছেই ।
বড় হচ্ছি আরও, কত বড় হতে পারব জানিনা আজ তাও ।
দয়া করে আমার লেখা পড়ে নারী বাদিরা খেপে উঠবেন না, আর আমাকে নারী বিদ্বেষীও ভাববেন না ।
উৎসর্গঃ কেউ যদি ভেবে থাকেন আমার পাঁজরের হাড় থেকে আপনি তৈরি হয়েছেন তবে তা ভুলে যান, শুধু এই উৎসর্গ পত্র টুকুন গ্রহন করেই সন্তুষ্ট থাকুন ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
আশিকুর রহমান টিংকু বলেছেন: বাহ ! সুন্দর করে বলেছেন তো আপনি ভাই । আমিও এইরকম কিছুই ধারনা করেছিলাম,কিন্তু গুছিয়ে চিন্তাটা করতে পারছিলাম না ।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
মূসা আলকাজেম বলেছেন: কেউ একজন আপনাকে বলেছিলো, এরপর আপনি তার কথার সূত্র ধরে এতসব যুক্তির পসরা সাজিয়ে বসলেন; কিন্তু এটা চিন্তা করলেন না যে, এই কেউ একজনের কথা সত্য কিনা? এটা কি আসলেই ধর্ম গ্রন্থে আছে কিনা? এই হলো আপনার যুক্তিবাদিতার নমুনা।
ভাই! শুধুমাত্র আদম(আঃ) এর স্ত্রীকে তাঁর বা পাঁজরের হাড় থেকে বানানো হয়েছে। অন্যদের ক্ষেত্রে একথা বলা হয়নি। আল্লাহ্ আপনাকে ভালো রাখুন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২
আশিকুর রহমান টিংকু বলেছেন: ভাই, আপনি আমার লেখাটাকে আক্ষরিক অর্থে নিয়েছেন, কিন্তু আপনি যদি এইটা রূপক অর্থে ভাবতেন তাহলে এভাবে বলতে পারতেন না । আপনি আপনার বাঁ পাঁজরে ধরে দেখুন সেটা ঠিক ডান পাঁজরের সমান, এইটা আমিও জানি । কিন্তু রূপক অর্থে লিখেছিলাম । যাই হোক, আমি যদি ভুল করেই থাকি তবে ভুল ধরিয়ে দিবার জন্যে ধন্যবাদ ।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৮
অদিতি মৃণ্ময়ী বলেছেন: হা হা হা. আমি খেপে উঠতে যেয়েও উঠলাম না। লেখাটা ভালো লেগেছে, যদিও ধারণা গুলো ভ্রান্ত, কিন্তু আবেগ টুকু সত্য।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৪
আশিকুর রহমান টিংকু বলেছেন: আপনার খেপে উঠতে যাবার কারন তো ঠিক বুঝে উঠলাম না ! একটু ভেঙে বলবেন আপু, ক্যান খেপে উঠতে লাগলেন ?
হুম, আমিও জানি ধারণা ভ্রান্ত । কিন্তু ছোটবেলায় শোনা কিছু কি যুক্তি মানে ? এটাকে বলে বিশ্বাস । ক্ষতি কি আমার প্রিয় মানুষটাকে নিজের অংশ ভাবতে ?
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৭
অদিতি মৃণ্ময়ী বলেছেন: মেয়েদেরকে ছোট করা হয় ছেলেদের পাঁজরের হাড় বলে। ব্যাপারটা ভালো লাগেনা এক কথায়।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬
আশিকুর রহমান টিংকু বলেছেন: আপু, না এইখানে লিঙ্গ বৈষম্যের কিছু নেই । স্ত্রী'কে ইংরাজিতে বলা হয় 'বেটার হাফ', অর্থাৎ স্ত্রী নিজের একটা অংশ । এটাতো বরং গভীর আবেগের ব্যাপার । অনেক বেশি ভালবাসাময় একটা ব্যাপার ।
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৬
আকিব আরিয়ান বলেছেন: এই হাদীসটা লক্ষ করুন,
''Woman was created from a bent rib and will not be made straight for you on one way (that you like). If you want to enjoy her, you enjoy her while she is still bent. If you want to straighten her up, you will break her. Breaking her is divorcing her.''
(Sahih Al-Bukhari & Sahih Muslim)
অস্বীকার করার কোন উপায় নাই যে এটা ধর্মস্বীকৃত কথা, মেয়েরা পুরুষদের বাঁকানো (পাজরের) হাড় দিয়ে তৈরী।
অদিতি মৃন্ময়ী, ব্যাপারটা ভ্রান্ত না, ইসলাম ধর্মে নারীকে পুরুষের সম মর্যাদা দেওয়া হয়নি, সবসময় নিচেই রাখা হয়েছে।
২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯
আশিকুর রহমান টিংকু বলেছেন: হাদিসটি জানতে পেরে ভাল লাগল । আমাদের ধর্মের কথা এটা কেউ একজন বলেছিল, কিন্তু কোন রেফারেন্স দিতে পারেনি । আপনি দিয়েছেন, ধন্যবাদ ।
কিন্তু ভাই, আমাদের ধর্মে নারীকে পুরুষ থেকে ছোট করা হয়নি । তাহলে কখনই হাদিসে বলত না, "মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত ।"
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬
আকিব আরিয়ান বলেছেন: নারীকে ছোট করা হয়েছে তা বলি নি, বলেছি সমমর্যাদা দেয় নি। সমমর্যাদা যদি নারীদের দেওয়া হত তবে নারী নবীও অনেক থাকতেন!!
মাকে সব সময়ই বাবার চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
শামীম আহমেদ ইভ বলেছেন: অতশত বুঝিনা। এ প্রশ্ন আমারও আছে। কিন্তু বিধাতা তাকে আপনার পাজরের হাড় থেকেই সৃষ্টি করেছেন। সেটা মনে হয় বাস্তবের হাড় নয়। পাজরের নিচে থাকা হৃদয় নামের বস্তুটির অনুভব থেকে সৃষ্টি করেছেন তাকে।