![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজয়ীর দেশে বিজয়ের মাসে
রাজাকার পত্মী দু-আঙ্গুলের ফাঁকে
ভি দেখিয়ে হাঁসে।
রাজাকার পুত্র দামী গাড়ীর সিটে-
জাতীর বিবেক আছেন, দাড়িয়ে ফুটপাতে।
টিভিস্ক্রীনে কিছু আম-আদমী চোখ
দমবন্ধ উত্তেজনায়-
করে ছোকছোক।
জীবন নাট্যকারের নাট্যচরিত্রে
বুঝি ছিল কিছু টুইষ্ট-
অন্তিমে হানিলেন তিনি
ন্যায় বিচারের তীর।
হল অবসান, নষ্ট অধ্যায় এক
কলঙ্কচিন্থ মুছে
উদিত হল আজ
নতুন ঈদের চাঁদ।
©somewhere in net ltd.