নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে পথ মহামায়ার নীড়ে

শেখার শেষ মরণে আর সে সময় আসতে পারে এখুনি!!

আমার কোন প্রশ্ন নাই

আলী মিজান

আমার কোন প্রশ্ন নাই › বিস্তারিত পোস্টঃ

পুত্র-পিঁপিলিকা এবং আমি

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬

পুত্রকে শেখালাম আজ পিঁপিলিকার জীবনচক্র

হাজারো প্রশ্নবাণে জর্জরিত আমি

আজই জানলাম কতটা অজ্ঞতা নিয়ে আছি।



ভাইভা বোর্ডে ব্যর্থতা শেষে বাড়ী ফেরা যুবকের ন্যায়

অস্থির চিত্তে পায়চারি করি আর সদ্য বিদ্ধস্ত অহমের সুরতহাল রিপোর্টে লিখি-

নিজের অজ্ঞতা অথবা অক্ষমতার আখ্যান।





মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩

শায়মা বলেছেন: বাচ্চাদেরকে যাই শেখাতে যাও ভাইয়া তাতেই প্রশ্নবাণে জর্জরিতই হতে হয়। তার থেকে নিজেই উলটা শিখে যাবে। :P

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫১

আমার কোন প্রশ্ন নাই বলেছেন: মাই গড!! এ যে শায়মা আপু!!! ব্লগে আবার নিয়মিত হবেন আশা করি। আর যা বলেছেন শতভাগ ঠিক। ধন্যবাদ।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৯

শায়মা বলেছেন: কি বলো ভাইয়া!! আমি নিয়মিত না নাকি!!!!!!!!!!!!!!!

ওহ বুঝেছি প্রোপিক চেন্জ করায় এতদিন চিনতে পারোনি তুমি ।:)

০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২

আমার কোন প্রশ্ন নাই বলেছেন: সেটা ঠিক আছে। মানে শায়মা আপু লগড-ইন নাই এমন দিন আগে খুব কমই চোখে পড়েছে কিনা তাই উপরের কথাটি বলা। আমাদের সবার প্রিয় শায়মা আপু সামুতে সদা পাশে থাকুন এই কামনা করি। ধন্যবাদ।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৯

ভিটামিন সি বলেছেন: তো আপনার পুত্রধন আপনারে কেমনে নাকানি-চুবানি খাওয়াইলো যদি একটু শুনাইতেন .... তাইলে আমরা শুনিয়া অভিজ্ঞতা অর্জন করিয়া ধইণ্য হইতাম।

০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩

আমার কোন প্রশ্ন নাই বলেছেন: সেটা কবিতা নয় ছোট গল্প আকারে দু-একদিনের মধ্যে পেশ করার তালে আছি। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.