নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে পথ মহামায়ার নীড়ে

শেখার শেষ মরণে আর সে সময় আসতে পারে এখুনি!!

আমার কোন প্রশ্ন নাই

আলী মিজান

আমার কোন প্রশ্ন নাই › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নসিড়ির দরজা খোলা ♥♥ ভালো লাগার মত দুটি কবিতা

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৮

♥ জীবনবৃত্ত ♥



প্রতিদিনই ভাবি এ বৃত্তের বাইরে যাব

কর্মচক্রের গোলকধাঁধা পেরুলেই সেই অলীক রাজ্য

যেথা প্রেয়সীর পেলব স্পর্শ কখনো হয়না পুরনো।



ওখানে বাগানের ফুলে সদা চঞ্চল মধু মক্ষির উড়াউড়ি

হৃদয় ভরে যেথা নির্মল আনন্দের কোলাহলে

প্রেমের কাতরতা নিয়ে কেউ কাদেনা সেথা

ভালবাসা শুধু ভালবাসার কথা হয়।



এ মাসেরই যে কোন শুক্রবারে

আমরা খুঁজে নেব

আমাদের সেই প্রিয় মাতাল মহুয়া বন

যেথা শতাব্দী প্রাচীন পিপাসার্ত দুটি হৃদয়

মিলিবে আত্মায় নয়ত পরমাত্মায়।

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥



(২)



♥ স্বপ্নসিড়ির দরজা ♥



স্বপ্নসিড়ির দরজা খোলা

তুমি আসবে বলে তাই

হৃদয়ের কান সদা সজাগ

তুমি এসে না চলে যাও অবেলায়।



অবলা প্রাণ রুদ্ধশ্বাস প্রতিক্ষায়

প্রতি পলে মনছবি আঁকে

কি বলে সম্ভাষন জানাবে তোমায়

কি পেলে জানিবে তুমি কতটা চাই আমি তোমায়।

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥সমাপ্ত♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২১

কুমার মিজান বলেছেন: অবলা প্রাণ রুদ্ধশ্বাস প্রতিক্ষায়
প্রতি পলে মনছবি আঁকে
কি বলে সম্ভাষন জানাবে তোমায়
কি পেলে জানিবে তুমি কতটা চাই আমি তোমায়।


অসাম ব্র... আপনাকে দিয়ে এমন লেখাও হয়। সত্যি চমৎকার।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৬

আমার কোন প্রশ্ন নাই বলেছেন: ♥♥♥সালাম টু ইউ ব্রাদার♥♥♥
আমাকে দিয়ে আরো অনেক কিছুই হয়। মাঝেমধ্যে শুধু কিছু ফালতু লেখা দিছি তবে সামনে আরো ভালো ভালো লেখা নিয়ে হাজির হওয়ার ইচ্ছা আছে যদি আপনাদের পাশে পাই। ধন্যবাদ।

২| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৪

বেলা শেষে বলেছেন: Ofcourse your writing good, you have to write more & more. Salam & Respect.

২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮

আমার কোন প্রশ্ন নাই বলেছেন: ♥♥ আপনাদের ধন্যবাদ দেওয়ার ভাষা নাই ♥♥ নির্বাক আমি শুধু বলতে চাই সামনেও যেন পাশে পাই। ♥♥ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.