![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে কেবল নামেই ফণীভূষণ
কালসাপের মত ফণা তোলার বহু প্রয়োজনেও
সে ছিল র্নিবিষ ধোড়া।
ফণীর ডাকনাম কবে যে
ফইন্যা হয়ে গেছে তার হদিস কালের গর্ভে বিলীন।
পূজা পার্বণে মুড়ি মুড়কি খেতে আসা ছোকড়াগুলো আজও এসেছিল
ওদের চোখের ক্ষুধায় আজ ফণীর জোয়ান ছুড়িটার নাম ছিল।
এ্যাকশনের রি-এ্যাকশন তত্ত্ব
হাতে কলমে শিখিয়ে দিয়ে গেছে
প্রতিবেশী নামধারী নরপশুর দল।
ফণীর এ্যাকশন এখানে
সে এবার ভোট দিতে পেরেছিল।
রি-এ্যাকশনের ঘনঘটায় কি থেকে যে কি হল-
বুঝে ওঠার আগেই বিবাহ যোগ্যা মেয়েটার গণবিয়ে হয়ে গেল।
শুধুমাত্র ফণীর ভিটেতেই আজ কালবৈশাখী ঝড় উঠেছিল
ভিটেই আছে কেবল ঘরবাড়ী লুটিয়ে ধুলোয়, ও আবার কবে ঘর ছিল।
...........সমাপ্ত............
©somewhere in net ltd.