![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন ধরে কটনবাড খুব প্রিয় হয়ে উঠেছে আপনার। কোন ড্রয়ারে, কোথায় রাখা আছে, ভালোই জানা হয়ে গেছে। কারণ, কান চুলকায়। এমনটি হয় অনেকেরই। অসুখটির নাম অটোমাইকোসিস।
কেন হয়-
রোগটা সেসব দেশেই বেশি হয়, যেখানকার আবহাওয়া উষ্ণ ও আর্দ্র। যেমন—বাংলাদেশ।
রোগটা তাঁদেরই ভেতর বেশি হয়, যাঁরা কোনো কারণবশত দীর্ঘ সময় ধরে অ্যান্টিবায়োটিক সেবন করছেন।
যাঁরা ডায়াবেটিসে আক্রান্ত অথবা যাঁদের রয়েছে রোগপ্রতিরোধ ক্ষমতার অভাব।
কারা দায়ী
চুলকানি হয় ছত্রাকজাতীয় জীবাণু থেকে। এরা হচ্ছে উদ্ভিদ। দেহের অন্যত্র এটি থেকে দাদসহ নানা রোগ হয়। এদের মধ্যে অ্যাসপারজিলাস নাইজার দায়ী ৮০ থেকে ৯০ শতাংশ এবং ক্যানডিডা অ্যালবিকানস দায়ী ১০ থেকে ২০ শতাংশ ক্ষেত্রে। এ ছাড়া ডারমাটোফাইট ও একটিনোমাইসেসের মাধ্যমেও কখনো কখনো রোগটি হতে পারে।
উপসর্গ
কান বন্ধ হয়ে আছে—এমন উপলব্ধি;
কানে অস্বস্তি;
কান থেকে ধূসর, সবুজ, হলুদ বা সাদা রঙের নিঃসরণ বেরিয়ে আসতে পারে;
জমা হতে পারে ভেজা খবরের কাগজের মতো ময়লা।
চিকিৎসা
কানের ময়লা পরিষ্কার করে ফেলতে হবে।
ছত্রাকবিনাশী ওষুধ ব্যবহার করতে হবে। যেমন—
নাইস্টাটিন ক্রিম, ক্লোট্রিমাজল, ইকোনাজল ও জেনশিয়ান ভায়োলেট।
ওষুধগুলোর সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে হাইড্রোকর্টিসন যুক্ত থাকলে তা ড্রাগের প্রতি টিস্যুর অতিসংবেদনশীলতা রোধ করে এবং কানে জ্বালা করার ভয় কমায়। ক্রিম বা ফোঁটা আকারে এগুলো ব্যবহার করা যায়। দুই সপ্তাহ ধরে ব্যবহার করলে রোগটি ফিরে আসার আশঙ্কা কমে যায়।
অ্যান্টিহিস্টামিন-জাতীয় ওষুধ।
এ ছাড়া কানে যদি ব্যথা শুরু হয়, তা হলে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসাও করণীয় হয়ে পড়ে।
খুব সতর্কতার সঙ্গে মোকাবিলা না করলে কানের পর্দায় অনাকাঙ্ক্ষিত ক্ষতি হয়ে যেতে পারে। অটোমাইকোসিস রোগটি বহিঃকর্ণের। কিন্তু কানপাকা রোগীদের অর্থাৎ, মধ্যকর্ণের প্রদাহের কারণে যাদের কানের পর্দায় ছিদ্র থাকে, তাদের কানেও মিশ্র সংক্রমণ হতে পারে।
প্রতিরোধ
চাই সাধারণ স্বাস্থ্যকুশলতা উন্নয়নের প্রয়াস এবং ভিটামিন ও পুষ্টির মান বাড়ানো;
মাঝেমধ্যে রক্তে গ্লুকোজের মাত্রা দেখে নেওয়া;
ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে রাখা;
নিরুৎসাহিত করা চাই কান চুলকানোয় দেশলাইয়ের কাঠি, মোড়ানো রুমাল, মুরগির পালক, চাবি ও কটনবাডের ব্যবহার।
২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: প্রথম বারের মত নির্বাচিত পাতায় স্থান দিয়ে মডারেটর মহোদয় দেখছি লজ্জায় ফেলে দিলেন। পাঠককূলকে হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শুভেচ্ছা আর যারা কমেন্ট করে উৎসাহ দিচ্ছেন তাদের আরো ভালো লেখা উপহার দেয়ার প্রত্যয় জানাচ্ছি। মামুন ভাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬
নতুন বলেছেন: কিন্তু মুরগীর পালক দিয়া কান চুলকাইতে যে কি মজা......... এইটা ছাড়া বড়ই কস্টকরে ভাই...
২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: হুম
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫
কালজয়ী সত্য বলেছেন: উপকারী পোস্ট
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৭
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: ধন্যবাদ।
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: উপকারী পোষ্ট তয় ভাইজান কী ডাক্তার? হলে খুবই ভালকথা নয় তো লিংক দিতে হবে।
ধন্যবাদ।
২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: ধন্যবাদ।
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৯
ইউরো-বাংলা বলেছেন: কান পরিষ্ককারের জন্য কটনবাড নিরুৎসাহিত করেছেন, তাহলে কান কি দিয়ে কিভাবে পরিষ্কার করবে ?
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৬
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: কটনবাড দিয়েই পরিস্কার করবেন। কিন্তু যখন মনে হবে এমনটি বারবার হচ্ছে প্রায় প্রতিদিনই তখন আপনাকে বিষয়টি নিয়ে ভাবতে হবে।
চিকিৎসা
কানের ময়লা পরিষ্কার করে ফেলতে হবে।
ছত্রাকবিনাশী ওষুধ ব্যবহার করতে হবে। যেমন—
নাইস্টাটিন ক্রিম, ক্লোট্রিমাজল, ইকোনাজল ও জেনশিয়ান ভায়োলেট।
ওষুধগুলোর সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে হাইড্রোকর্টিসন যুক্ত থাকলে তা ড্রাগের প্রতি টিস্যুর অতিসংবেদনশীলতা রোধ করে এবং কানে জ্বালা করার ভয় কমায়। ক্রিম বা ফোঁটা আকারে এগুলো ব্যবহার করা যায়। দুই সপ্তাহ ধরে ব্যবহার করলে রোগটি ফিরে আসার আশঙ্কা কমে যায়।
৬| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩১
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫১
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৭| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল পোস্ট।
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫০
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: ধন্যবাদ।
৮| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০০
জেরিফ বলেছেন: চমৎকার পোস্ট
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫০
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: ধন্যবাদ।
৯| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ভূক্তভোগী ভাই আমি।
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫০
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: উপ্রের নিয়মে চেষ্টা করুন। সমাধান পেয়ে যাবেন আশা করি।
১০| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৪
চিরতার রস বলেছেন: উপকারী পোস্ট। এমন কাজের পোস্ট আরো চাই।
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৯
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: জি আরো উপকারী পোষ্ট আসছে সামনেই। পড়তে থাকুন। সুস্থ্য থাকুন। ধন্যবাদ।
১১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১
ইখতামিন বলেছেন:
কাজের পোস্ট
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৮
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: কাজে লাগলেই কষ্ট সার্থক হবে। ধন্যবাদ।
১২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫২
এম ই জাভেদ বলেছেন: ইউরো-বাংলা বলেছেন: কান পরিষ্ককারের জন্য কটনবাড নিরুৎসাহিত করেছেন, তাহলে কান কি দিয়ে কিভাবে পরিষ্কার করবে ?
কটন বাড এবং মুরগীর পালকের পরিবর্তে বাঘ কিংবা সিংহের লেজ দিয়ে কান চুলকানো যেতে পারে।
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৪
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: জি যেতেই পারে! মামারা মাইন্ড না করলেই হয়। ধন্যবাদ। ভালো থাকবেন।
১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫
লিংকন১১৫ বলেছেন: হায় হায় এটা আপ্নে কি বল্লেন
আমিতো সবসময়
ধইন্না , অনেক উপকারী পোস্ট
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৭
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: ধইন্না আপ্নারেও। আজ জানলেন। ভবির্ষতে সতর্ক হোন। সুস্থ্য থাকুন।
১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৫
বোধহীন স্বপ্ন বলেছেন: এই সমস্যা আমার বহুদিনের।
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৬
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: উপরে দেখানো নিয়মে অথবা অভিজ্ঞ কোন ডাক্তারের পরামর্শ নিন। ভালো থাকবেন।
১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৬
ইমরাজ কবির মুন বলেছেন:
ভেরী গুড পোস্ট ||
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৫
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫
মামুন রশিদ বলেছেন: ভালো পোস্ট ।