নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাড়া বেল তলায় একবারই যায়

লোডশেডিং

আমার ব্লগ পড়ুন। মন্তব্য দিন। আলোচনা-সমালোচনা করুন।

লোডশেডিং › বিস্তারিত পোস্টঃ

বুঝতে পারছি না অভ্র-বিজয় নিয়ে এত হই চই হচ্ছে কেন

২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:০৫

আমাকে কেউ কি পরিস্কার করে বুঝিয়ে বলবেন অভ্র বিজয় নিয়ে এত হই চই হচ্ছে কেন? অভ্র দিয়ে লিখি কিংবা বিজয় দিয়ে লিখি তাতে কার কী লাভ বুঝতে পারছি না। তবে সাম্প্রতিক কালের খবর এই যে জব্বর মিয়া ব্যবসাটা লাটে উঠেছে। হাজার টাকা দামের জব্বর মিয়ার অরিজিনাল বিজয় সফটওয়ার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে কিন্তু কেউ কিনছে না। এখন জব্বার মিয়া পত্রিকার কলামে সেই আর্তনাদ করছেন তার পাছায় যে ব্যক্তি অঙ্গুলি প্রবেশ করিয়াছে। বিষয়টা সম্মানেরও কারণ তথাকথিত বুয়েটের গজ পণ্ডিতরা বিজয় সফটওয়ার তৈরী ক্রেডিট নিত। পাপনা না পাউপা নামের কেডা নাকি বিজয় বানিয়ে বাঙ্গালী জাতির তথা বাংলাদেশিদের চৌদ্দগুষ্ঠি উদ্ধার করেছিল। কিন্তু জব্বর বেটা নাকি সব ক্রেডিট ফাকি দিয়া নিয়া গেছে।

এখন কোথাকার কোন ডাক্তার অভ্র বানাইয়া বুয়েটের গজ পণ্ডিত হরিদাস পালদের মুখে চুনকালি লেপন করে দিয়েছে। এ জ্বালায় জব্বর মিয়া ও তাদের হরিদাস পালেরা অভ্রর বিরুদ্ধে লেখালিখি শুরু করেছে ব্লগে ব্লগে।



নি:সন্দেহে অভ্র একটি ভাল ও উন্নত সফটওয়ার বিজয়ের চাইতে। আমার ব্লগে লিখতে গিয়ে অভ্রর সাথে আমার পরিচয়। কিন্তু ব্যবহার করি অনেক পড়ে। অভ্র কীবোর্ড লে আউট হুবহু বিজয়ের মত না। অনেক পরিবর্তন আছে।



অভ্র টিমকে সরকারের পুরস্কৃত করা উচিত।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-৭

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:০৮

ডেমিয়েন থর্ন বলেছেন: জব্বার কাকুর বকর বকর

মেহদী ভাই এর জবাব

এই দুইটা পড়লেই ক্লিয়ার হবেন আশা করি

২| ২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:১২

শ্রীমান বলেছেন: হ ডেমিয়েন বাই ঠিক কইসে আর নাইলে...
এইখানে আইয়া সমর্থন জানান...
Click This Link

৩| ২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:১৪

নুভান বলেছেন: "কোথাকার কোন ডাক্তার অভ্র বানাইয়া বুয়েটের গজ পণ্ডিত হরিদাস পালদের মুখে চুনকালি লেপন করে দিয়েছে। এ জ্বালায় জব্বর মিয়া ও তাদের হরিদাস পালেরা অভ্রর বিরুদ্ধে লেখালিখি শুরু করেছে ব্লগে ব্লগে।"

না জেনে না বুঝে আজাইড়া মন্তব্য করবেন না। পাপ্পানা ভাই বিজয়ের কোডার হলেও তিনি বা বুয়েটের কেউ আমার জানা মতে অভ্রর বিরোধিতা তো করেননি উল্টো রাগিব ভাই সহ সব বুয়েটিয়ান অভ্র-র সপক্ষে কথা বলে এসেছে এবং আসছে।
বিজয়ের মালিক মোজা, এইডা সবাই জানে, কি বোর্ডের লে-আউটও তার করা। কিন্তু নিজেকে সে যখন বিজয়ের ডেভলপার হিসেবে দাবী করে, তখন থেকেই জব্বর কাগু আর পাপ্পানা ভাই নিয়ে বিতর্কের শুরু। আর প্রচার বিমুখ পাপ্পানা ভাই (যিনি মাইক্রোসফটে কর্মরত) তার খেয়ে কোন কাজ নাই যে অভ্রের বিরুদ্ধে লেখালেখি করবে।

এই ধরনের ফালতু ইনফরমেশন সবার কাছে শেয়ার না করার জন্য অনুরোধ করছে আপনাকে। ধন্যবাদ।

৪| ২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:১৯

সিনসিয়ার বলেছেন: আসেন এইবার ক্ষ্যান্ত দিই

৫| ২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:২৪

পথে-প্রান্তরে বলেছেন: কাগুর বয়স তো আর কম হইলোনা । কি কইতে কি কৈয়া ফালাইলো । :)

৬| ২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:২৭

রানা বলেছেন: নুভানের কমেন্টে প্লাস।

৭| ২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৩১

দাইয়ান সাকিব বলেছেন: এইটা পড়েন

৮| ২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৩৭

আশীষ কুমার বলেছেন: জব্বার সাহেবের জবাব

খিক।

৯| ২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৭

আরাফাত৫২৯ বলেছেন: বুয়েটের গজ পণ্ডিত হরিদাসরা কিন্তু অভ্রর বিরূদ্ধে কিছু বলে নাই। স্বয়ং পাপ্পানা ভাইয়েরও মনে হয় বিজয়ের প্রতি কোন পক্ষ-পাতিত্ব নাই।

আগে বুয়েট হোন, পারলে বুয়েটের মত কিছু করে দেখান। পারলে একটা বিজয় বানান। পারলে আরেকটা অভ্র বানান।

না জেনে মন্তব্য করে নিজেরে গজ পন্ডিত হরিদাস বানাইয়েন না।

১০| ২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৮

অক্টোপাস বলেছেন: লোডশেডিং-এর প্রভাব ভালোই পড়ছে তাহলে...

১১| ২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৪

কালীদাস বলেছেন:
পাপনা না পাউপা নামের কেডা নাকি বিজয় বানিয়ে বাঙ্গালী জাতির তথা বাংলাদেশিদের চৌদ্দগুষ্ঠি উদ্ধার করেছিল।

এখন কোথাকার কোন ডাক্তার অভ্র বানাইয়া বুয়েটের গজ পণ্ডিত হরিদাস পালদের মুখে চুনকালি লেপন করে দিয়েছে।


জব্বারে বুয়েটের ছেলেদের দিয়া বিজয় বানিয়ে নিজে ব্যবসা করেছে, ওর নামে যা বলেছেন তা ঠিক আছে, একমত পোষণ করছি। কিন্তু বুয়েট আপনার কি ক্ষতি করছে? ওদের উপর এত চেতার কারণটা কি? বুয়েটের ছেলেদের চারদিনের বাসি গুয়ের সমান হতে পারবেন জীবনে?

জুতা সহকারে মাইনাস।

১২| ২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৭

ইসটুপিড বলেছেন:
পাপনা না পাউপা নামের কেডা নাকি বিজয় বানিয়ে বাঙ্গালী জাতির তথা বাংলাদেশিদের চৌদ্দগুষ্ঠি উদ্ধার করেছিল।

এখন কোথাকার কোন ডাক্তার অভ্র বানাইয়া বুয়েটের গজ পণ্ডিত হরিদাস পালদের মুখে চুনকালি লেপন করে দিয়েছে।



হালা বোকচোদ। বালের পোস্ট দিছ।

১৩| ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪১

লোডশেডিং বলেছেন: এ পোস্টের কারণে আমাকে কেন সেইফ থেকে এক লাফে ওয়াচ লিস্টে আনা হল।

১৪| ২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:২৫

জাহিদ মাসুদ বলেছেন: পাপনা না পাউপা নামের কেডা নাকি বিজয় বানিয়ে বাঙ্গালী জাতির তথা বাংলাদেশিদের চৌদ্দগুষ্ঠি উদ্ধার করেছিল।

ভাই, মাথা কি ঠিক আছে? :P
Munirul Abedin Pappana নামটারে এভাবে বিকৃত না করলে হইত না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.