![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন ঠিকই চলে যাবো দুরে বহুদুরে
একাই যাবো নেটওর্য়াকের গন্ডি পেরিয়ে ,
একাকীই বসত করবো সেই ঠিকানাতে ৷
কিছু অশ্রু হারাবে তোমাদের ওচোখে
হয়তোবা আবেগে , নয়তো ভালোবেসে ৷
বন্ধু-স্বজন ক্ষমা করে দিও আমাকে
জানা, অজনায়...
গিয়েছিলাম একটুকরো মানবতার খোঁজে
তোমাদের ঐ ঘুণে ধরা ভংগুর জনপদে ,
ওলিগোলি ঘুরেছি,শহর থেকে শহরে ছুটেছি
আর বিপন্ন মানবতাকে পথে প্রান্তরে দেখেছি ৷
কখনো শ্বেতাঙ্গে রুপে কৃষ্ণাঙ্গ হত্যা করেছি ,
Isis এর দায়ে সিরিয়াকে...
একটা বিশ্বাস
এই বিশ্বাসের মূল্য কি সবাই দিতে পারে ?
একজন খোদা,ভগবান, ঈশ্বর কিবা অন্যকিছু
না দেখেও শুধু বিশ্বাসে ছুটেছি তাদের পিছু
কারন জানি তাদের আছে অমূল্য সম্পদ কিছু ৷
একটা সন্তান এক\'পা দু\'পা...
বুদ্ধদেব আজ কেনো স্তব্ধ তুমি
তোমার পদতলে বইছে রক্ত নদী
তবুও কেনো তোমার ধ্যান ভাঙেনি ?
বুদ্ধ তুমিইতো শুনিয়েছো শান্তির বাণী
অথচ আজ ভিক্ষুরাই দেখো নৃশংস খুনি
ভুলেছে আজ ওরা শান্তির সেই বাণী ৷
জীব...
মানুষের মুখোশে আমি এক অন্য মানুষ
ভালোবাসার নামে করি সতীত্বকে লুট
আমার বাহিরে এক রুপ অন্তরে বিরুপ ৷
মুখোশের মিছিলে মনুষত্ব দিয়েছে ডুব
অাধুনিকতার নামে আজ নগ্নতায় পাই সুখ
এটাই...
কখনো কি তুমি স্বপ্ন দেখেছো
দেখোনি তো
একবার মুখ উঁচিয়েই দেখো
স্বপ্ন দেখার সেকি মজা
সে স্বপ্ন দেখে চলেছি আমি
আকাশের বুকে হেলান দিয়ে ৷
কখনো কি ভালোবেসেছো
বাসোনি তো?
একবার ভালোবেসেই দেখো
ভালোবাসায় সেকি মায়া
সে মায়ায় আমি...
এক জোড়া দূরবীন চোখ তাকিয়ে আছে
ফুটপাতে বেরে ওঠা ঐ টং দোকানের পরে ,
পড়নে তার ছেঁড়া প্যান্ট আর ছেঁড়া জামা
বয়সের খাতায় বড়জোর ৫ কি ৬ জমা
হাড্ডিসার দেহতে ক্ষুধার্ত পেটের ওঠানামা
কৌতুহলী মনে...
উত্তাল আজ এই পৃথিবীর মানচিত্র
চারিদিকে আজ যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ
বুঝিনা আমরা এ কেমনতর সভ্য ?
শুনেছি বিবাদে জড়ায় নাকি যারা মূর্খ
তবে কি মানুষ আজ সুশিক্ষিত মূর্খ
নিজেই নিজেকে করে দেখো সে...
অন্ধকারে ১০মাস ১০দিন থেকেছি
অতঃপর আলোর সংস্পর্শে এসেছি
আর তখন থেকেই যুদ্ধ শুরু করেছি
অবশেষে আজ অনেক কিছু শিখেছি ৷
জীবনযুদ্ধে কখনোবা আমি জিতেছি
আবার কখনোবা পরাজিতও হয়েছি
অনেক চড়াই উৎরাই পাড় করেছি
অবশেষে আজ...
অঘোষিত এক যুদ্ধে লিপ্ত হয়েছি আজকে
প্রতিনিয়তই এক স্বার্থ যুদ্ধ চলছে পৃথিবীতে
ইরাক,প্যালেষ্টাইন আজও জ্বলছে সেই দ্বন্দে
কাশ্মীর আজও স্বার্থের দ্বন্দে রক্ত হোলি খেলে ৷
তীব্বত আজও নিষিদ্ধ তাই অজানাই রয়ে গেছে
স্বার্থের দ্বন্দে আফগানীরা...
এক আগন্তুক আমি তোমাদের লোকালয়ে
ওরা ক্ষুধার্ত তাই আহার দিয়েছি তুলে মুখে
তবুও কেনো তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালে ?
তোমার পকেটে হয়তো অনেক টাকা আছে
তবু অনাহারীর মুখে পারনাতো অন্ন দিতে
আমি যদি দিই তবে তোমার...
এখন তুমি কোথায়?
বারান্দাতে?
দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে
পথ ঘাট সব ধুয়ে মুছে গেছে
কোথাও ধুলি কনা নেই লেগে ,
অথচ !
আমার দুচোখে এত বৃষ্টি ঝরে
তবুও বুকে চাপা কষ্টগুলো
ধুয়েমুছে হয় নাকো একাকার ৷
এখন তুমি...
ইট,কাঠ অার পাথরের এ শহর ঘুরে চলেছি
মনুষত্ব আর বিবেক কে হন্নে হয়ে খুঁজেছি ,
কে হিন্দু কে মুসলমান এ বাছবিচার করিনি
মানুষের ভীড়ে শুধু মানুষকেই খুঁজে চলেছি ৷
মসজিদ,মন্দির,গির্জা নির্বাক শুধু দেখেছে
মানুষ আর...
রাত ১২ টা ,
নীরব শুনশান চারিদিকে
আলো-আঁধারীর খেলা চলছে ,
সোডিয়াম আর নিয়োন আলোর শহরে
নিশাচরদেরই শুধু বিচরণ সারা শহর জুড়ে ৷
ওলিতে গোলিতে ভীড় করে আছে কিছু নষ্টা নারীরা
খদ্দের ধরা আর দড়...
বিবস্ত্র আর বিপন্ন আজ সামাজ,সভ্যতা
কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এ সভ্যতা?
চারিদিকে সভ্যতার নামে চলছে অবাধ নগ্নতা,
সবার মাঝে থেকে দেখাই শুধু মেকি পরিপুর্ণতা
অথচ মনের মাঝে বিরাজ করে ঠিকই শুন্যতা ৷
থমকে...
©somewhere in net ltd.