নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখা ছাড়া নিজের শুশ্রূষা জানি না

লাবণ্য প্রভা গল্পকার

আমার জন্ম হয়েছিল বিবর্ণ হতে হতে মরে যাওয়ার জন্য। যেমন ইটের নিচে দুর্বাঘাস; ক্রমশ ফ্যাকাশে, হলুদ হতে হতে ম্রিয়মাণ হয়ে যায়। তেমন করে আমারও ফ্যাকাশে হতে হতে মরে যাওয়ার কথা ছিলো। অথচ প্রতিটি নতুন বছরে আমি জ্বলে উঠতে চেয়েছি। ইস্পাতের ফলার মতো আরও ঝকঝকে, আরও ধারালো হয়ে উঠতে চেয়েছি। একেকটি শীত কাটিয়েছি বসন্তের কথা মনে করে। সেই বসন্তে দূরদূরান্ত হতে নাবিকেরা আসবে। জাহাজ ভিড়বে। আর আমাদের উচ্ছ্বল তরুণীরা সেই সব নাবিকদের অর্বাচীন স্বভাবের জন্য বহুভঙ্গে ভেঙে পড়বে হাসিতে। আমি তাদের সেই হাসি দেখতে দেখতে পূর্ণপ্রাণ হয়ে উঠতে চেয়েছি। ছোটোবেলায় মা আমায় রূপকথার গল্প শোনাতেন। ঘুমপাড়ানি গান গেয়ে গেয়ে রাত ভোর করে দিতেন। মাঝে মাঝে আমার গালে মায়ের কান্নার তপ্ত জলের ফোঁটা ঝরে পড়ত। আমার ঘুম ভেঙে যেতো। তবু মাকে বুঝতে দেইনি। প্রতিদিন আমার রগচটা বাবা তাকে মারতেন। কিন্তু মা কখনও গল্প বলা থামাননি। পরে বুঝেছি, মা আমার বানিয়ে বানিয়ে জীবনকথা বলে যেতেন। যেন আমি শুনে শুনে তা মনে রাখতে পারি। যেন প্রজন্ম প্রজন্ম ধরে আমাদের বংশের সব নারীরা সে গল্প মুখস্ত রাখে এবং পরম্পরায় বলে যায়। মায়ের গল্প গুলো মনে রাখিনি আমি। আমি নতুন করে নতুন গল্প বলেছি আমার কন্যাদের কাছে। চেয়েছি, তারা যখন তাদের কন্যাদের গল্প শোনাবে তখন যেন একফোঁটা অশ্রুও গড়িয়ে না পড়ে । কেননা আমার কন্যারা ইস্পাতের মতো ঝকঝকে ও কঠিন।

লাবণ্য প্রভা গল্পকার › বিস্তারিত পোস্টঃ

জলের অঙ্গার

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫২

নগরী নীরব হলে পূর্ণ যুবতী হয় অমাবতী চাঁদ
স্বর্গের ডানা ভেঙে নেমে আসে ক্রুদ্ধ ঈগল
আমি তো জন্মপাপী মাতৃজঠরে খুঁজি আগুনের পাপ
আমার সিথানে জল পৈথানে জলের অঙ্গার

১১.০১.০৯

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৬

শায়মা বলেছেন: আপু কতদিন পর এলে ....

অনেক সুন্দর কবিতার লাইনগুলি ....

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৭

লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: মন খারাপ আপুনি। তাই তোমাদের দেখতে এলাম। ব্যস্ততা অনেক, নিয়মিত হওয়া যায় না, আগের মতো। ধন্যবাদ তোমাকে

২| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৮

লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন

৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৬

রাজীব নুর বলেছেন: বলুন তো এই কবিতাটা কার?

অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ।
কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না|
যদি তার দেখা পেতাম,
দামের জন্য আটকাতো না।

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২২

লাবণ্য প্রভা গল্পকার বলেছেন:

রাজীব নুর বলেছেন: বলুন তো এই কবিতাটা কার?



রাজীব নুর
পোস্ট করেছি: ২১৬৬টি
মন্তব্য করেছি: ৩৫৩৭০টি
মন্তব্য পেয়েছি: ২৬৪১৬টি
ব্লগ লিখেছি: ৮ বছর ১১ মাস
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ৫১৮ জন

৪| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নগরী নীরব হলে পূর্ণ যুবতী হয় অমাবতী চাঁদ
......................................................................
ব্রাভো ব্রাভো ব্রাভো
নীরব নাহলে কি যুবতী পূর্ণ হবে না ?
......................................................................

৩০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: !!!

৫| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৯

নজসু বলেছেন:



কবিতার শব্দ মাধুরীতে পুলকিত শিহরণ আমার।

৩০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: ধন্যবাদ

৬| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

শহিদুল ইসলাম বলেছেন: আধপোড়া আপেলের খোসা । সংগ্রহে আছে ।

৩০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: কৃতজ্ঞতা

৭| ২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

সাত সাগরের মাঝি ২ বলেছেন: আর কিছু নেই?

৮| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৯| ৩০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.