নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্ম হয়েছিল বিবর্ণ হতে হতে মরে যাওয়ার জন্য। যেমন ইটের নিচে দুর্বাঘাস; ক্রমশ ফ্যাকাশে, হলুদ হতে হতে ম্রিয়মাণ হয়ে যায়। তেমন করে আমারও ফ্যাকাশে হতে হতে মরে যাওয়ার কথা ছিলো। অথচ প্রতিটি নতুন বছরে আমি জ্বলে উঠতে চেয়েছি। ইস্পাতের ফলার মতো আরও ঝকঝকে, আরও ধারালো হয়ে উঠতে চেয়েছি। একেকটি শীত কাটিয়েছি বসন্তের কথা মনে করে। সেই বসন্তে দূরদূরান্ত হতে নাবিকেরা আসবে। জাহাজ ভিড়বে। আর আমাদের উচ্ছ্বল তরুণীরা সেই সব নাবিকদের অর্বাচীন স্বভাবের জন্য বহুভঙ্গে ভেঙে পড়বে হাসিতে। আমি তাদের সেই হাসি দেখতে দেখতে পূর্ণপ্রাণ হয়ে উঠতে চেয়েছি। ছোটোবেলায় মা আমায় রূপকথার গল্প শোনাতেন। ঘুমপাড়ানি গান গেয়ে গেয়ে রাত ভোর করে দিতেন। মাঝে মাঝে আমার গালে মায়ের কান্নার তপ্ত জলের ফোঁটা ঝরে পড়ত। আমার ঘুম ভেঙে যেতো। তবু মাকে বুঝতে দেইনি। প্রতিদিন আমার রগচটা বাবা তাকে মারতেন। কিন্তু মা কখনও গল্প বলা থামাননি। পরে বুঝেছি, মা আমার বানিয়ে বানিয়ে জীবনকথা বলে যেতেন। যেন আমি শুনে শুনে তা মনে রাখতে পারি। যেন প্রজন্ম প্রজন্ম ধরে আমাদের বংশের সব নারীরা সে গল্প মুখস্ত রাখে এবং পরম্পরায় বলে যায়। মায়ের গল্প গুলো মনে রাখিনি আমি। আমি নতুন করে নতুন গল্প বলেছি আমার কন্যাদের কাছে। চেয়েছি, তারা যখন তাদের কন্যাদের গল্প শোনাবে তখন যেন একফোঁটা অশ্রুও গড়িয়ে না পড়ে । কেননা আমার কন্যারা ইস্পাতের মতো ঝকঝকে ও কঠিন।
চড়্গুদ্বয় খুলে হাতে নিয়েছি
পাথর ভেঙে ভেঙে তুলে নেই আলোর রেখা
ধমনী ছিঁড়ে যেতে থাকে...
ঘুম ভেঙে দেখলাম দূর হিমালয় থেকে কুয়াশারা উড়ে যায় মহাপৃথিবীর দিকে। বিনিসুঁতোর মতো ধুলোর মালা উড়ছে তো উড়ছেই। বাতাস ছিদ্র করে তারা ঢুকে যেতে থাকে হৃদপি-ে ফুসফুসে। আমরা জেনে যাই, হিমালয়-কন্যার শ্বাসকষ্ট হচ্ছে। এ ঘটনায় শ্বাসকষ্ট হয় গ্রাম কালীয়ানের ঋদ্ধ বটবৃক্ষটিরও। সেই সে বটবৃক্ষ , যে বটবৃক্ষের ডাল পাতা ছিঁড়লে কষ নয়, রক্ত ঝরে। আর এক একটা ডাল কেটে নেয় যে মরদ তার তো রক্ষেই নেই। ভেদবমি হয়ে নির্ঘাত মৃত্যু। তাই স্বামীদের আযুষ্কামনায় বৃক্ষের কাণ্ডে, পাতায় রঙিন সুঁতো বাঁধে বঁধূরা। সন্ধ্যায় প্রদীপ জ্বালে, বৃক্ষের গোড়ায় জল ঢালে। সেই বটবৃক্ষের শ্বাসকষ্ট হলে ধীরে ধীরে তা বিস্তৃত হয় মন্দির গাত্রে গজিয়ে-ওঠা শ্যাওলার আস্তরণে, মসজিদের খাঁজে হেসে-ওঠা পুদিনা পাতায়, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের তৃণের আস্তরণে। শ্বাসকষ্ট হয় পদ্ম-মেঘনা-যমুনা-ব্রহ্মপুত্র নদের। কষ্ট হয় কংস-কপোতাক্ষ ও বংশাই নদের। কষ্ট হয় ভাগীরথি- কীর্তনখোলার।
হিমালয়-কন্যার মিহি কান্নার ধ্বনি আছড়ে পড়তে থাকে নগর থেকে নগরীতে, বিপণিবিতান থেকে অফিস পাড়ায়, কাচের দেয়ালে দেয়ালে। আমাদের শিশুরা কেঁদে ওঠে। তরুণী ভার্যারা আতঙ্কে বিহ্বলিত হয়ে প্রিয়তমের বাহু আকাঙ্ক্ষা করে। প্রবীণারা এর মধ্যে পেয়ে যায় আগাম কী এক বার্তা! সমস্ত কাজ ফেলে দ্রুত হাতে তুলে নেয় জপমালা।
এমনতর অবস্থায় আমারও শ্বাসকষ্ট হতে থাকে। আরোগ্যলাভের জন্য হাতের কাছে নিমপাতা- বাসকপাতা কোনো কিছুই খুঁজে পাই না। সখা-টিয়াপাখিটাকে পাঠিয়েছিলাম দূর গজারি বনে। সে ফিরে এসে জানিয়েছে, আরোগ্য লাভের সমুদয় ভেষজ নিঃশেষ হয়ে গেছে। অতঃপর নিজেই নিজের আরোগ্য হয়ে উঠতে চাই। লেখার টেবিলে বসি। অসমাপ্ত লেখাগুলো শেষ করার জন্য আরো কিছুদিন সময় প্রার্থনা করি মহাকালের কাছে।
হায়!
একটি অক্ষরও লিখতে পারি না। সে বলে কেমন করে পারবে, তুমি কি জন্মান্ধ? লেখক হতে হলে যে জন্মান্ধ হতে হয়। লেখক হতে হলে কুকুরের মতো ঘ্রাণশক্তি আর শয়তানের স্মৃতি থাকতে হয়। আমি টের পাই, ওগুলোর কিছুই আমার নেই। নিজের ঘ্রাণশক্তি নিয়ে একসময় যে অহঙ্কার ছিল, তাও আর অবশিষ্ট নেই। যদি আমি ধরে নেই, আমার কুকুরের মতো ঘ্রাণশক্তি আছে কিন' শয়তানের মতো বিচক্ষণ আর স্মৃতির অধিকারী তো আমি নই। অথচ সে বলে, কন্যা কবিতা লিখো। বলে, তোমার যদি কুকুরের মতো ঘ্রাণশক্তি থেকে থাকে তবে স্মৃতির গঠন শৈলিও শক্ত হবে, স্মৃতি দীর্ঘস্থায়ী হবে। মানুষ নাকি চেষ্টা করলে মাতৃজরায়নের স্মৃতিও মনে করতে পারবে।
আমি স্মৃতি নয়, আলো খুঁজি।
আমি আত্ম প্রতারক, আত্ম প্রবঞ্চক নই, আত্মগোপন করতে জানি না।
অথচ কবি হতে হলে তাও প্রয়োজন।
কোথায় পাবো আমি ‘অনন্তযাত্রার মানচিত্র’!
তুমি তো জানো, কবিতা লেখা মানে নিজের জন্য সমাধি খুঁড়ে রাখা, এপিটাফ লিখে রাখা। কবিতা লেখার জন্য নিমজ্জিত হতে হয় পাঁকে-ক্লেদে-পুঁজে-নর্দমায়-ঘামে-নুনে-মদে-বিশ্বাসহীনতায়-বিশ্বাসভঙ্গে। আমি এর কিছুই পারি না। আলো চিনি না, অন্ধকার চিনি না। সংশয় আর দ্বিধায় থাকি। ঘুমের ভেতর জেগে থাকি কিংবা জেগে জেগে ঘুমিয়ে থাকি।
এখন মধ্য বৈশাখ। রোদের তাপে মাটি থেকে ভাঁপ উঠছে । রোদের গন্ধ ঢুকে পড়ছে এপার্টমেন্টের শীতাতপ দেয়াল ভেদ করে। আমি নিজেকে স্থির করতে চাই। যাবতীয় জাগতিক ভাবনা থেকে নিজেকে দূরে রাখতে চাই। ফেসপাউডার-গানপাউডার, বোমা-বৃষ্টি-বারম্নদ, বকফুল-নাকফুল, হরতাল-করতাল, অবরোধ-নিমরম্নদ, এসআই-আইএস, ফাঁসির দড়ি - হাসির বড়ি, হিজাব-উড়না, ঢিলা-কুলুখ, মিসওয়াক-ক্যাটওয়াক, মাউথওয়াস-ফেসওয়াস, ডিটারজেন্ট, জেট পেস্নন, এরোসোল, এয়ারফ্রেশনার, রিফ্রেশার, উটপাখি-বাজপাখি, চিল-চিতল, নীলতিমি, সাপ, ব্যাঙ, কেঁচো, দালান, বার্ন ইউনিট, ফায়ারসার্ভিস-রম্নমসার্ভিস, মতিঝিল-হাতিরঝিল, ট্যাব, ওয়ালেট, চাবির রিং, আয়না থেকে আমিও বহুদিন পর সরিয়ে নেই হাত-পা-মুখ-জিহ্বা-গিলা-কলিজা-নাক-কানসহ দুই চোখ। দিগন্তের দিকে তাকাই। দৃষ্টিসীমায় উজ্জ্বল হয়ে ওঠে শৈশবের বুড়ির সুঁতো। আমরা জানতাম অনন্ত আকাশ থেকে তার আগমন। আমরা তার পিছু নিতাম। আজো ধরবো কি ধরবো না ভেবে উড়াল দেই ছায়াপথ ধরে। একবার ডানে তাকাই, একবার বামে তাকাই, আহা! প্রকৃতি! চির সুন্দর তুমি! অথচ একদিকে ধ্বংসের তাণ্ডব অন্যদিকে সাজিয়ে রেখেছ অনন্য উপাচার। ‘ ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে পূর্ণ করো পাত্র, তোমার লীলাক্ষেত্রে মুখরিত করো অট্টবিদ্রুপে।’ আর আমি ভেবে পাই না, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জারুল এতো রঙ কোথায় পায়!
এতো এতো সুন্দরের পাশে নিজেকে হীন মনে হতে থাকে।
সারা বছর ধরে এই ঋতুটির জন্যই অপেক্ষা করি আমি। বৈশাখ- বিশাখা। হে মহান, যে তুমি এই মাসের এমন সুন্দর নামকরণ করেছেন প্রণতি তোমায়! এতো ফুলের ঘ্রাণ বাতাসে! আমার ঘ্রাণেন্দ্রিয় ফুলের গন্ধগুলো আলাদা আলাদা করে দেখতে চায়, চিনে নিতে চায়। পয়লা বৈশাখের দুপুরে দেখেছিলাম অসম্ভব লাল কৃষ্ণচূড়া আলো করে আছে পথের দু’ধার। শ্রীরাধিকা নাকি কৃষ্ণচূড়ার কলি খুব পছন্দ করতেন। কৃষ্ণ বিরহে তিনি যখন বনফুলের মালা গাঁথতেন তখন কৃষ্ণচূড়ার কলিই থাকত প্রধান। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমিও খোপায় কৃষ্ণচূড়া গুঁজতে ভালো বাসতাম। তুমি কি জানো, কৃষ্ণচূড়ার পাতায় একরকম ঘ্রাণ আর ফুলের মাঝে আরেক রকম। এই দুই ঘ্রাণের সঙ্গেই আমার পরিচয় শৈশবে। তখন ঘর সাজাবার জন্য আলাদা কোনো গাছপালা ছিল না। ঝড়ে কৃষ্ণচূড়ার ডাল ভেঙে গেলে, টগর ফুলের ডাল ভেঙে গেলে আমি তা কুড়িয়ে আনতাম। কালো পিচ ঢালা রাসত্মায় সবাই যখন আম কুড়াতে ব্যস্ত আমি তখন কৃষ্ণচূড়ার ডাল কুড়াতাম। ঘরের সামনে মাটির কলসিতে ডুবিয়ে রাখতাম। আজ আবার সেই ঘ্রাণ আমাকে ডাকে। সুন্দর আমায় ডাকে। বলে, বসো এইখানে। গা এলিয়ে দাও। শিথিল করে দাও সমস্ত স্নায়ুতন্ত্র। গভীরভাবে শ্বাস নাও। দ্যাখো, দূরে শিরীষ ফুল ফুটেছে। মনে আছে তোমার, এবার বসন্তের শেষে তুমি দেখেছিলে সজনে ফুলে তোমার বাড়ির উঠোন কেমন আলো হয়ে আছে? বাড়ির পেছনের আমগাছটায় ঝেঁপে মুকুল এসেছে তুমি দেখেছ? দেখনি? এমন করে স্তব্ধ হয়ে আছো কেন? পরিব্রাজক তুমি।
ওঠো, পথে নামো, শিশুর ছোট্ট মুঠো করা হতের মতো, শিমফুলের কলির মতো করে রোদের দিকে হাত বাড়িয়ে দাও।
আমি আলোর দিকে তাকাতে চাই, পারি না। এতো আলোয় আমার চোখ অন্ধ হয়ে যেতে থাকে। মনে হতে থাকে জমাট অন্ধকারের ভেতর সেঁধিয়ে যাচ্ছি ক্রমশ। অন্ধকারে মৃত্যুকে সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে আসতে দেখি। সে আসছে গুটি সুঁটি পায়ে, সে আসছে পা ঘষটে ঘষটে। হাত-পা হিম হয়ে যায়। ভীত আমি হাত নাড়াতে চাই, পা নাড়াতে চাই, মৃত্যুকে প্রতিরোধ করতে চাই। পালাতে চাই। অথচ জমাট সিমেন্টের চাঁই এর মতো ভারি হতে থাকে আমার সমস্ত শরীর।
অতঃপর একসময় ঠিকই সমস্ত পৃথিবীতে জর্জিয়ান অন্ধকার ঘন হয়ে আসে। বৃক্ষ ও মানবের কান্না লেপ্টে থাকে পৃথিবীর জরায়নে। নীল- লাল কালো সাদা পীত বর্ণের রক্ত মিশে যেতে থাকে নদী থেকে সমুদ্রে, সমুদ্র থেকে মহাসমুদ্রে। হাঙরেরা বাসযোগ্য মহাসাগর খুঁজতে থাকে। আর সমুদ্রের তলদেশে কঙ্কালের পর্বত বড়ো হতে থাকে দ্রম্নত।
.. তবে কি আমরাও দরে দলে আত্মহত্যা করবো!
(পুরোনো লেখা: মুক্তগদ্য : লাবণ্য প্রভা/বৈশাখ ১৪২৩)
০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৭
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: ধন্যবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুন
২| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৬
আহমেদ জী এস বলেছেন: লাবণ্য প্রভা গল্পকার,
কিছু কি টাইপো হয়েছে? না কি ইচ্ছেকৃত ?
এটাকে মুক্তগদ্য মনে হয় বলা যাবেনা! মুক্তগদ্যে গদ্যের মতো সব খোলাসা করে বলতে নেই। কবিতার মতো ঝংকার তুলবে মুক্তগদ্য কিন্তু কবিতা হবেনা। আবার গদ্যও হবেনা, মনে হবে কবিতা! এ গুন না থাকলে তা সরাসরি গদ্যই মনে হয়!
০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: আচ্ছা
৩| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭
মনিরা সুলতানা বলেছেন: পড়তে ভালোলেগেছে।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৬
রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।
হে পরম করুনাময়, তুমি আমাকে দুঃখ- কষ্ট দিতে চাইলে দিবে কিন্তু আমি যেন কারো মনে দুঃখ না দেই।