নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্ম হয়েছিল বিবর্ণ হতে হতে মরে যাওয়ার জন্য। যেমন ইটের নিচে দুর্বাঘাস; ক্রমশ ফ্যাকাশে, হলুদ হতে হতে ম্রিয়মাণ হয়ে যায়। তেমন করে আমারও ফ্যাকাশে হতে হতে মরে যাওয়ার কথা ছিলো। অথচ প্রতিটি নতুন বছরে আমি জ্বলে উঠতে চেয়েছি। ইস্পাতের ফলার মতো আরও ঝকঝকে, আরও ধারালো হয়ে উঠতে চেয়েছি। একেকটি শীত কাটিয়েছি বসন্তের কথা মনে করে। সেই বসন্তে দূরদূরান্ত হতে নাবিকেরা আসবে। জাহাজ ভিড়বে। আর আমাদের উচ্ছ্বল তরুণীরা সেই সব নাবিকদের অর্বাচীন স্বভাবের জন্য বহুভঙ্গে ভেঙে পড়বে হাসিতে। আমি তাদের সেই হাসি দেখতে দেখতে পূর্ণপ্রাণ হয়ে উঠতে চেয়েছি। ছোটোবেলায় মা আমায় রূপকথার গল্প শোনাতেন। ঘুমপাড়ানি গান গেয়ে গেয়ে রাত ভোর করে দিতেন। মাঝে মাঝে আমার গালে মায়ের কান্নার তপ্ত জলের ফোঁটা ঝরে পড়ত। আমার ঘুম ভেঙে যেতো। তবু মাকে বুঝতে দেইনি। প্রতিদিন আমার রগচটা বাবা তাকে মারতেন। কিন্তু মা কখনও গল্প বলা থামাননি। পরে বুঝেছি, মা আমার বানিয়ে বানিয়ে জীবনকথা বলে যেতেন। যেন আমি শুনে শুনে তা মনে রাখতে পারি। যেন প্রজন্ম প্রজন্ম ধরে আমাদের বংশের সব নারীরা সে গল্প মুখস্ত রাখে এবং পরম্পরায় বলে যায়। মায়ের গল্প গুলো মনে রাখিনি আমি। আমি নতুন করে নতুন গল্প বলেছি আমার কন্যাদের কাছে। চেয়েছি, তারা যখন তাদের কন্যাদের গল্প শোনাবে তখন যেন একফোঁটা অশ্রুও গড়িয়ে না পড়ে । কেননা আমার কন্যারা ইস্পাতের মতো ঝকঝকে ও কঠিন।
০১
জ্যোৎস্নার ভেতর কর্তিত প্রজ্ঞার পতন। কোথাও কোনো দর্শন-চিহ্ন নেই। তার ভ্রমণবিলাসী কণ্ঠস্বর আমায় বিহ্বল করে।
ঘুমাতে যাওয়ার আগেও তার অনির্বাণ কথামালা ডেকেছিল। ডেকেছিল বৃক্ষের পাণ্ডুলিপি হাওয়ায় হাওয়ায়। অথচ হৃদকৌটায় রোগমুক্তির শল্যবিদ্যা গোপন রাখে সে। কোথাও কিছু অবশিষ্ট নেই। তবু, একবার বিন্যস্ত হতে চাই। বিপরীত অন্তর ধুয়ে ফিরে এসো। তুমিই তো সেই প্রজ্ঞাবান পাখি। উঁচু হতে নেমে এসো মর্ত্যে পুনর্বার। অতঃপর জেনে রাখো, কুয়াশা পাঠচক্রে সব বৃক্ষের ডাকে সাড়া জাগে না।
০২
কতোকাল প্রতীক্ষায় আছি। প্রাণটুকু ধরে আছি হাতের মুঠোয়। মনোবিকলন কেন্দ্রের পথটুকু চিনে নাও। গলার রশিটা ক্রমশ গেঁথে যাচ্ছে তীর্থঙ্কর! তুমি ছুঁয়ে দিলেই তো নিশ্চিন্তে মরে যাই..
০৩
ভোর এলো। বহুদিন বহুদিন পর এলো
যেন জোর করেই দখল নিলো আমার সমস্ত দিনের খেরোখাতায়। অথচ, আমি আরো কিছুক্ষণ ঘুমিয়ে থাকতে চেয়েছিলাম। কেননা, জেগে থাকলেই তোমার কথা মনে পড়ে। বাতাসে ভেসে আসে তোমার সৌরভ
বিহ্বল আমি কিছুই না বুঝে তার পেছন পেছন হাঁটতে থাকি। জেগে থাকলেই ইচ্ছে হয় তোমার হাত ধরে বসে থাকি রবীন্দ্র সরোবরে। ইচ্ছে হয় টুক করে ইনবক্সে লিখি, যদি মন কাঁদে তুমি চলে এসো...
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: শুভকামনা
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৫২
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: শুভকামনা
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৫
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৫
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: শুভকামনা
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩১
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
আপনি ব্লগে নিয়মিত থাকুন।
আপনার এই অসাধারণ লেখাগুলো হতে আমাদের বঞ্চিত করবেন না।
আপনার এই ধরনের লেখাগুলো আমাকে খুব বিহ্বল করে!!
ভাষায় প্রকাশ করা কঠিন।
শুভকামনা রইল।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৫
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: আপনাকে দেখে ভালো লাগল। অনিয়মিতভাবে নিয়মিত হবো বলে কথা দিতে পারছি।
অনেক অনেক শুভকামনা
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তুমি ছুঁয়ে দিলেই তো নিশ্চিন্তে মরে যাই..
........................................................................
তুমি ছুঁয়ে দিলেই .আমার ভালাবাসা জেগে উঠে ।