নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্ম হয়েছিল বিবর্ণ হতে হতে মরে যাওয়ার জন্য। যেমন ইটের নিচে দুর্বাঘাস; ক্রমশ ফ্যাকাশে, হলুদ হতে হতে ম্রিয়মাণ হয়ে যায়। তেমন করে আমারও ফ্যাকাশে হতে হতে মরে যাওয়ার কথা ছিলো। অথচ প্রতিটি নতুন বছরে আমি জ্বলে উঠতে চেয়েছি। ইস্পাতের ফলার মতো আরও ঝকঝকে, আরও ধারালো হয়ে উঠতে চেয়েছি। একেকটি শীত কাটিয়েছি বসন্তের কথা মনে করে। সেই বসন্তে দূরদূরান্ত হতে নাবিকেরা আসবে। জাহাজ ভিড়বে। আর আমাদের উচ্ছ্বল তরুণীরা সেই সব নাবিকদের অর্বাচীন স্বভাবের জন্য বহুভঙ্গে ভেঙে পড়বে হাসিতে। আমি তাদের সেই হাসি দেখতে দেখতে পূর্ণপ্রাণ হয়ে উঠতে চেয়েছি। ছোটোবেলায় মা আমায় রূপকথার গল্প শোনাতেন। ঘুমপাড়ানি গান গেয়ে গেয়ে রাত ভোর করে দিতেন। মাঝে মাঝে আমার গালে মায়ের কান্নার তপ্ত জলের ফোঁটা ঝরে পড়ত। আমার ঘুম ভেঙে যেতো। তবু মাকে বুঝতে দেইনি। প্রতিদিন আমার রগচটা বাবা তাকে মারতেন। কিন্তু মা কখনও গল্প বলা থামাননি। পরে বুঝেছি, মা আমার বানিয়ে বানিয়ে জীবনকথা বলে যেতেন। যেন আমি শুনে শুনে তা মনে রাখতে পারি। যেন প্রজন্ম প্রজন্ম ধরে আমাদের বংশের সব নারীরা সে গল্প মুখস্ত রাখে এবং পরম্পরায় বলে যায়। মায়ের গল্প গুলো মনে রাখিনি আমি। আমি নতুন করে নতুন গল্প বলেছি আমার কন্যাদের কাছে। চেয়েছি, তারা যখন তাদের কন্যাদের গল্প শোনাবে তখন যেন একফোঁটা অশ্রুও গড়িয়ে না পড়ে । কেননা আমার কন্যারা ইস্পাতের মতো ঝকঝকে ও কঠিন।
জগতের
সব পোড়া দেহ
উড়োজাহাজে চেপে
রাজধানীতেই
কেন মরতে আসে
বলতে পারো!
০৯ ই জুন, ২০২২ দুপুর ২:১১
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: ভালো থাকবেন।
শুভ কামনা
২| ০৯ ই জুন, ২০২২ রাত ১:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
না আমি বলতে পারবোনা!
আচ্ছা আপনি জানেন?
সম্ভবত গ্রামে এখন আর
খুধার অন্ন জোটেনা তাই
হাড্ডিসার সেই দেহগুলি
ক্ষুন্নিবৃত্তি নিবারণের জন্য
শহরে আসে।
হইছে? দশে কত পাইছি?
০৯ ই জুন, ২০২২ দুপুর ২:০৯
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: সব ভালো রাজধানীতেই কেন?
শুভ কামনা।
৩| ০৯ ই জুন, ২০২২ ভোর ৫:৫৩
বেবিফেস বলেছেন: আসে আরো ভালোর আশায়।
০৯ ই জুন, ২০২২ দুপুর ২:০৩
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: হুম! সব ভালো রাজধানীতেই হতে হবে কেন?
৪| ০৯ ই জুন, ২০২২ দুপুর ১২:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: রাজধানীতে এলে যদি শান্তি পায় তাই আসে
০৯ ই জুন, ২০২২ দুপুর ২:১০
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: হুম!
৫| ০৯ ই জুন, ২০২২ দুপুর ১:০০
মোহাম্মদ গোফরান বলেছেন: জানিনা।
০৯ ই জুন, ২০২২ দুপুর ২:১০
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: হুম!
শুভ কামনা
৬| ০৯ ই জুন, ২০২২ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: লাবণ্য প্রভা গল্পকার
গল্পকার শব্দটা কেন ব্যবহার করলেন? দৃষ্টি কটু লাগে।
০৯ ই জুন, ২০২২ দুপুর ২:০৭
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: অনেক পুরোনো বিতর্ক। ইতিহাস সাক্ষী আছে। সামুর ইতিহাস। তাছাড়া ব্লগার হিসেব নামটা আমার পছন্দ হয়ে গেছে। আর গল্পকারে অসুবিধা কি? আমি তো এখানে গল্প বলতেই এসেছি।
শুভ কামনা আপনার জন্য। আপনাকে দেখলে সেই দিনগুলোর ব্লগীয় ঝগড়ার কথা মনে পড়ে। নস্টালজিক হই।
৭| ০৯ ই জুন, ২০২২ দুপুর ২:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
পতঙ্গেরা অগ্নিভুক
মরণেই তাদের সুখ
শুভেচ্ছা রইল আপু।
৮| ০৯ ই জুন, ২০২২ দুপুর ২:২০
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: আপনাকে দেখে অনেক ভালো লাগল।
আসলে, সীতাকুণ্ডে দগ্ধদের মধ্য যাদের অবস্থা খারাপ তাদেরকে রাজধানীতে আনা হয়েছে। অন্য জাযগা থেকেও রাজধানীর বার্ন ইউনিটে আনা হয় মারাত্মক দগ্ধদের। যাদের আসলে শেষ মুহূর্তে চলেই যেতে হয়। একটা দগ্ধ মানুষকে এতোদূর আনার চেয়ে প্রতিটা বার্ন ইউিনট কি উন্নত করা যায় না! আমরা মরতে রাজধানীতে আসব কেন?
জানি কোনোকিছু ঠিক হবার নয়, তাও ভাবনায় আসে আর কি।
৯| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৫:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: আসলে, সীতাকুণ্ডে দগ্ধদের মধ্য যাদের অবস্থা খারাপ তাদেরকে রাজধানীতে আনা হয়েছে।
কবিতাখণ্ড পড়েই আমার সীতাকুণ্ডের কথা মনে পড়েছে, যদিও কমেন্ট ও রিপ্লাই পড়ে আমি বেশ দ্বিধান্বিত হয়ে পড়ি।
নানা কারণে আমরা সবাই সবসময়ই শুধু ঢাকামুখী হয়ে থাকি। নানা কারণের মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ব্যবসাবাণিজ্যের প্রসার, ইত্যাদি হলো প্রধান। ফলে মানুষ যেমন ঢাকামুখী, উন্নয়নও মূলত সে-কারণেই ঢাকাকেন্দ্রীক। দেশের যে-কোনো প্রান্তের রোগীর ভালো চিকিৎসার জন্য ঢাকায় আসতে হয়। একটা উন্নত হাসপাতাল খুব ব্যয়বহুল, সেটা ঢাকার বাইরের শহরে চালানো সম্ভব কিনা তা প্রশ্নবিদ্ধ। যাই হোক, এসব নিয়ে বিস্তর আলোচনার সুযোগ আছে। তবে, বিভাগীয় শহরগুলোতে উন্নত মেডিকেল ইকুইপমেন্ট ইন্সটল করে ঢাকার সমমানে আনা যেতে পারে সরকার কর্তৃক।
ছোট্ট কবিতাটি খুবই তাৎপর্যপূর্ণ।
শুভেচ্ছা আবারো আপু।
১২ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৬
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: ভালো থাকুন সবসময়
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০২২ রাত ১:১৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বারুদ!