নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"তোমার সাথে মিলব আমি ঠিক বেঠিকের বাহিরে\"

লাবিব ফয়সাল

ভালোমানুষ হওয়ার কোন ঝঞ্ঝাট নেই, তাই আমি নিতান্ত ভালোমানুষ...

লাবিব ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

পড়তে চাইলে তুরস্কে

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৭



ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, ভৌগোলিক অবস্থান আর সমকালীন রাজনীতির কারণে তুরস্ককে আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রায়শই দেখা যায়। গত দুই দশকে এই আলোচনা বেড়ে হয়েছে কয়েকগুণ। এর মূলে রয়েছে তুরস্কের শিক্ষা ব্যবস্থার ভূমিকা। আর এই শিক্ষার আলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিতেই তুরস্ক সরকার প্রতিবছরই বিদেশি ছাত্রদের শিক্ষা বৃত্তি দিয়ে সেখানে উচ্চ শিক্ষার সুযোগ করে দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় এ বছরের আবেদন শুরু হচ্ছে ১০ জানুয়ারি থেকে। এটি চলবে ২০ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত

তুরস্কে শিক্ষা ব্যবস্থা


তুলনায় তুরস্কের শিক্ষা ব্যবস্থা পুরো ইউরোপের দেশগুলোর মাঝে দশম স্থানে। এদেশের ৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ের প্রথম সারির দিকে। এখানকার শিক্ষা ব্যবস্থায় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোই বেশ উন্নত। এটিকে আরো উন্নত করতে সে দেশের সরকার নতুন অর্থ বাজেটে তুরস্কে ইউরোপের সবচেয়ে বড় মেডিকেল পার্ক করার পরিকল্পনা হাতে নিয়েছে।

তুরস্কে মোট বিশ্ববিদ্যালয় সংখ্যা ২০৭টি । এর মাঝে সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ১২৯টি। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৭৮টি। আর এসকল বিশ্ববিদ্যালয়গুলতেই সেদেশের বৈদেশিক বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতি বছর ৭ হাজার বিদেশি শিক্ষার্থী আসেন পৃথিবীর ১৬০টি দেশ থেকে। এখানে বাংলাদেশ থেকে পড়তে আসাদের সংখ্যাও তুলনামূলকভাবে বেশি। বর্তমানে এই শিক্ষা বৃত্তির আওতায় ১৭ হাজার ৫০০ বিদেশি শিক্ষার্থী পড়ছেন তুরস্কে। পড়ার মূল মাধ্যম তুর্কি ভাষা হলেও কিছু কিছু বিশ্ববিদ্যালয় শর্ত সাপেক্ষে ইংরেজিতেও পড়ার সুযোগ দেয়।


তুরস্কের সরকারি শিক্ষা বৃত্তি


তুরস্ক সরকার গত ১০ বছর ধরে ‘Türkiye Bursları’ প্রজেক্টের আওতায় বিদেশি শিক্ষার্থীদের এই শিক্ষা বৃত্তি দিয়ে আসছে। এতে টিউশন ফি, একোমোডেশন, পকেট মানি, স্বাস্থ্য বীমা, এক বছরের তুর্কি ভাষা কোর্স সহ প্লেনের টিকেটও দেয়া হয়। এই বৃত্তিতে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও পিএইচডি করার ব্যবস্থা রয়েছে। এর পুরো প্রক্রিয়াটাই চলে অনলাইনের মাধ্যমে বিনামূল্যে। প্রাথমিকভাবে বাছাইকৃতরা ভাইবাতে ডাক পায়। ভাইবার রেসাল্টের ভিত্তিতেই শুরু হয় ভিসা প্রক্রিয়া।



বৃত্তির আবেদনোর  আরো কিছু প্রয়োজনীয় তথ্য

• অনার্সের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২১ বছর। মাষ্টার্স ও পিএইচডি যথাক্রমে ৩০ ও ৩৫ বছর।

• অনার্সের ক্ষেত্রে পূর্ববর্তী পরীক্ষা সমূহে ৭০% এবং মাষ্টার্স ও পিএইচডি এর ক্ষেত্রে ৭৫% রেজাল্ট দেখাতে হয়।

• আবেদনের জন্য জম্ম সনদ/ জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট দরকার হয়।

• সকল সার্টিফিকেট ও মার্কশীটের স্ক্যান কপি।

• ২ টি রেফারেন্স লেটার

• সিস্টেমে প্রদত্ত কিছু প্রশ্নের উত্তর

• পিএইচডি এর ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল

• যে কোন ধরনের এক্সটা কারিকুলামের সনদ



(আরো বিস্তারিত জানতে - Click This Link )

যা যা থাকছে এই বৃত্তিতে

· তুরস্কে আসা এবং শেষ করে যাওয়ার প্লেনের টিকেট

· পকেট মানি যথাক্রমে অনার্স ৮০০ লিরা, মাষ্টার্স ১,১০০ লিরা ও পিএইচডি ১,৬০০ লিরা
করে দেয়া হয়।

· স্বাস্হ্য বীমা

· হোস্টেলে থাকা ও খাবার

· বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি

· ল্যাঙ্গুয়েজ কোর্স

প্রয়োজনীয় লিঙ্ক-

আবেদনের লিঙ্ক- https://tbbs.turkiyeburslari.gov.tr/

অফিশিয়াল ওয়েবসাইট- https://turkiyeburslari.gov.tr/en

অফিশিয়াল পেইজ- https://www.facebook.com/turkiyeburslari/

লেখক- লাবিব ফয়সাল, সাংবাদিকতা বিভাগ, সেলজুক বিশ্ববিদ্যালয়, কনিয়া- তুরস্ক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:


আধুনিক শিক্ষার জন্য ইয়েমেন কেমন?

২| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: বাহ চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.