নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তরালে ...

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

আইরিন সুলতানা

***বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধাপরাধীদের বিচার চাই; রাজাকারদের না বলুন*** ----------------------------- ::: সুস্থ ব্লগিং নীতিমালার সঠিক বাস্তবায়ন চাই ::: -----------------------------

আইরিন সুলতানা › বিস্তারিত পোস্টঃ

বৈপরীত্য : তুমি চাও রোদ্দুর, আমি চাই আকাশ মেঘলা

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩০

(ভূমিকা : প্লাস আর মাইনাস কিনবা উত্তর মেরু আর দক্ষিণ মেরু - সোজা কথা দুটি বিপরীত ব্যক্তিত্বের আকর্ষণ নিয়ে দু'একটা স্বভাবসুলভ ভারী ভারী কথা শুনছিলাম বন্ধুর কাছ থেকে; আমিও একটু ভেবে দেখলাম অবশেষে; সেখান থেকেই অনেকদিন পর আরো একটি আলাপন সৃষ্টি করলো আরো একটি কবিতার ।



*** আমার ব্লগিং বিরতিচলাকালীন আরেকটি লেখা এটি ...)





তুমি ওমন হিসেব করে অংক কষে

যোগ-বিয়োগে এড়াতে চাও শূন্য শেষে ?

ছত্রে ছত্রে সূত্র জুড়ে

সরল হিসেব জটিল করে

পূর্ন সংখ্যা চাইযে তোমার নির্নিমেষে।



আমি আবার অংকে বেজায় কাঁচা

জীবন অংক- বড্ড জটিল ধাঁধা

সুত্র গুলো প্রায়ই ভুলে যাই

পাটিগণিত, বীজগণিতে খেই হারাই

সরল সংখ্যায় পরুক না মন বাঁধা।



বলছ কথা সবসময়ই শব্দ মেপে

ভয় কি এতো ! শব্দমালা ফুরিয়ে যাবে ?

শুধু কথার মত কথাগুলো

তোমার কাছে সাদর পেল

বাকীটাক্ষণ মৌণতাতেই কাটিয়ে দেবে!



আমার কাছে হরফগুলো বৃষ্টিধারা

শব্দ ঢেউয়ে মন হারিয়ে পাগলপারা

অ-কথাতেই হৃদয় দোলে,

অস্থিরতার সময় ভোলে

ইথার জুড়ে শব্দ আমার বাঁধনহারা।



ভাবায় বুঝি তোমায় অনেক- জীবন ?

সেরা খুঁজতে চলে, তোমার অন্বেষণ

কি পেলে তাই ভাবছ প্রতি পলে

লক্ষ্য তোমার চোখের তারায় খেলে

তুমি পা ফেলতে সাবধানী যে ভীষণ!



আমার কাছে জীবন যেন দূর্বার এক গতি

ভাবিনা তাই কোনটা লাভ, কোনটা ক্ষতি

হৃদয় মাঝে আঁচড় কাটে যাই

আমার কাছে সর্বসেরা তাই

বল্গা হরিণ লাগামহীণ, ছোটাই জোরে অতি।



তুমি বুঝি কষ্ট দিতেই বেশী ভালোবাসো?

ঠিক-বেঠিকের জোয়ার-ভাটায় ভাসো

এড়িয়ে যাও বারেবারে

যুক্তি শরে বিদ্ধ করে

শেষে নি:সঙ্গতার কাছেই ফিরে আসো।



কি যেন এক অমোঘ টানে

যাই ছুটে যাই তোমার পানে

বুঝি কষ্ট পেতেই ভালবাসা

তোমার কাছেই ছুটে আসা

যুক্তিহীন স্বপ্ন বুনি মানস কোণে।



এই তো আমি , সেই সে তুমি

ভিন্ন সত্বা, দিবস-যামি

কোথাও হারছি কিনবা জিতছি

অজানাতেই কাছে টানছি

বৈপরীত্যেও আকর্ষণের খেলায় নামি।

মন্তব্য ৫২ টি রেটিং +১৩/-২

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪০

রুবেল শাহ বলেছেন: লেখাটা দারুন হয়েছে আমি কবি নই তা না হলে, একটা কবিতা লিখে ফেলতাম---++

বরীঠাকুরের ভাষায় বলছি----

দুজনে ভাবিনু কত দ্বারতরুতলে।
নাহি জানি কখন কী ছলে
সুকোমল হাতখানি লুকাইল আসি
আমার দক্ষিণকরে, কুলায়প্রত্যাশী
সন্ধ্যার পাখির মতো; মুখখানি তার
নতবৃন্তপদ্মসম এ বক্ষে আমার
নমিয়া পড়িল ধীরে; ব্যাকুল উদাস
নিঃশব্দে মিলিল আসি নিশ্বাসে নিশ্বাস।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪০

উদাসী স্বপ্ন বলেছেন: শুনেছি কোন মুনি হারালো ধ্যান শতবর্ষের, তাকালো চারিদিকে বিবর্তিত পৃথিবী কত পরিবর্তন! যখন দেখেছিলো তার সনাতনী দিন গুলি-বুক ভরা বেদনা পূর্ন, হ্রদয়ে রয়েছে ক্ষত অজস্র তারার মতো।সে নামলো পথে আবার তার পুরোনো শৈশব খুজে। ফিরে পেতে চাইলো যার বিরহে ধ্যান ধরেছিলো শত বর্ষে। হয়তো এ জনমে নয়, অন্য কোনো জনমে। আজকে দিন এসেছে হিসেবের খাতায় অংক মেলাবার!

মুনি হেটে চলে পর্বতের গা বেয়ে মৃত্যুর খোজে!

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪০

তৌফিক বলেছেন: কেন যেন আজকে "তুমি চাও রৌদ্দুর, আমি চাই আকাশ মেঘলা" এই গানটিই মনে মনে গাইছিলাম। অবশ্য নির্বাচিত কিছু কবি ছাড়া কোন কবিতাই আমার ভাল লাগে না।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪১

তৌফিক বলেছেন: রোদ্দুর হবে, রৌদ্দুর নয়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৮

আইরিন সুলতানা বলেছেন: চটজলদি ঠিক করেছি ; ধন্যবাদ

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৩

পালর্ামেন্ট বলেছেন: আপনি দেখি লিখতেও পারেন।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৮

পালর্ামেন্ট বলেছেন: পেলাচ দিছি কিন্তু

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫১

আইরিন সুলতানা বলেছেন:
--রান্না ঘরে কে রে ?
-- আমি কলা খাই নাই !!!

:) :) মাইনাসটা কে দিল ভাই তাইলে !!!! চিকন মিয়া নাতো ???????????

যাই হোক..ব্যাপার না...;)

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৫

এরশাদ বাদশা বলেছেন: শিরোনাম দেখেই ঢুঁ মারলাম।

ভালো লাগলো বিরতিকালীন কবিতা।

++

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৪

আইরিন সুলতানা বলেছেন:
ঢুঁ মারা ব্যাপারটা খারাপ না আসলে ...

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৮

চিকনমিয়া বলেছেন: /:) আমি কিচু করি নাই

আমারে কয়
আপনি একবার রেটিং দিয়েছেন

আমি বিব্রত বোধ করিতেচি:(

আমি পেলাচ দিতাম
কোবতে বুঝিনাই, তয় ফুটু ভালা লাগচে:)

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৩

আইরিন সুলতানা বলেছেন:
এই কোবতেটা একটু মোটা কিছিমের; তুমার বোঝার কথাও না আসলে ;)

রেটিং দিতে পার নাই, তাতে বিব্রত পাওয়ার কিছু নাই...তুমি আমার ব্লগে আসছ, কমেন্ট করেছো..ইহাই আমার পরম পাওয়া.... ;)

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৪

পালর্ামেন্ট বলেছেন: আমি আদতেই পেলাচ দিছি। ঠাকুর ঘরে কলা তাইলে কে খাইলো? ;)

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১০

আইরিন সুলতানা বলেছেন:
হিহি....থাক তিলকে তাল না করি...

ঠান্ডার দিনে কলা নাই খাই .. ;)

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১২

সাইফুর বলেছেন: আইটির মানুষ হইয়া কোবতে...পুরা জটিল

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১২

পালর্ামেন্ট বলেছেন: কলা না খেলেও গাজর, শসা তো খাওয়া যেতে পারে। গাজরের জুস সর্দিতে মহৌষধ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫০

আইরিন সুলতানা বলেছেন: সালাদ খেলাম একটু আগে; গাজর-শশা-টমেটো; ভাল বলেছেন, অনেকদিন গাজরের জুস খাওয়া হয়না ; আর গলাটা খুশখুশ করছেও বেশ কিছুদিন ধরে ...

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৮

নাঈম বলেছেন: জুস হইচে কোবতে.....পেলাচ......

২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৫

আইরিন সুলতানা বলেছেন:
ধইন্যা পাতা ...

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৯

মৈথুনানন্দ বলেছেন: নিকপিকে কি করবে? চালো ছাঁইয়া ছাঁইয়া ছাঁইয়া ছাঁইয়া! ;)

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৮

আইরিন সুলতানা বলেছেন:
উহু ! চালো চালে মিতুয়া...ইন উচি-নিচি রাহো মে... :)

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৩

স্ট্যানলি কুবরিক বলেছেন: মাইনাচ

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৫

আইরিন সুলতানা বলেছেন:
নেভার মাইন্ড ; পরেরবার ভাল করে লিখার চেষ্টা করব...

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৭

হাসিব বলেছেন:

ইথার জিনিসটা কি ?

২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৪

আইরিন সুলতানা বলেছেন:
ভাইভা চলছে না কি লিখিত পরীক্ষা ???

যাই হোক , আভিধানিক মানেতে বলে ইথার একরকম বায়বীয় পদার্থ যা সকল শূন্যস্থানকে ভরাট করে রেখেছে ; আর একটু অন্যভাবে বলতে গেলে আকাশ অথবা বায়মন্ডলের উপরিভাগ ।

চলবে এতে ???

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৩

মোহাম্মদ আলী মাখন বলেছেন: ছবিটার জন্য +

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৮

জেনারেল বলেছেন: আমি উদাসীর লগে একমত

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৯

জেনারেল বলেছেন: সরি, উপরের লেখাটা হবে " আমি উদাসী যা কয় তাই"

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৯

পালর্ামেন্ট বলেছেন: উদাসী যা কয়, তা কইলেই কি উদাসীর প্রতিস্থাপক হওয়া যাবে?

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৪

শফিউল আলম ইমন বলেছেন: কোবতে ভালো লাগল সাথে ফুটুকটা ও
পেলাচ

২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৬

সামিয়া বলেছেন: ভালো লাগলো ।

২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৯

জেনারেল বলেছেন: টেরাই দিতে দুষ কি? @ পালর্ামেন্ট

২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৬

হাসিব বলেছেন:
আমি সায়েন্সের স্টুডেন্ট না তাই জিগাইলাম । এখানে ব্লগরত্ন সারোয়ার চৌধুরিও মাঝে মাঝে ইথারের কথা বলেন ।

২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২৮

আইরিন সুলতানা বলেছেন:
কোন ব্লগ কমেন্টে মনে হয় পড়েছিলাম আপনি বোধহয় মোবাইল টেকনোলজী টাইপের কোন কোম্পানীতে আছেন; সেটা পড়ে তো মনে হয়েছিল আপনার সাইন্স ব্যাকগ্রাউন্ড ; অবশ্য ইথার ব্যাপারটা ফিজিক্স ফিজিক্স মনে হয়; আপনার বুঝি কম্পিউটার সায়েস্ন ছিল?

২৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০৮

সারওয়ারচৌধুরী বলেছেন:

+

এক কথায় মচতকার কবিতা!!!!



ঈথার কবিতার জন্য একটি মধুর যুৎসই শব্দ।








আর হাসিবের কথার জবাব দেওন মানে টাইম লস। সে হুদাই ফাউলামী করে:)

২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩২

আইরিন সুলতানা বলেছেন:
ইথার শব্দটা স্বভাবতই ফিজিক্স-কেমেস্ট্রি টাইপ ; অথচ সেই কঠিন বিষয়বস্তু থেকে তুলে আনা ইথার শব্দটা কবিতায় দারুন কাব্যিক মিথস্ক্রায়ার সৃষ্টি করে ।

২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৫

আইরিন সুলতানা বলেছেন:
আপনি আর আমি একই শব্দ দোষে (ইথার !!!) আক্রান্ত মনে হচ্ছে...এটাকে পয়েন্ট করে আবার না প্রশ্ন/যুক্তি দাঁড় করানো হয়..আইরিন আর সারওয়ার কি একজনেরই নিক ;) ;) ;)

২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১৫

হাসিব বলেছেন:

সারুয়ার তোমার কোন কাননের ফুলের নেক্সট পর্বের জন্য বসে থাকতে থাকতে কোমর ধরে গেল । জলদি নামাও ।

২৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:২৯

জেনারেল বলেছেন:

ছারুয়ার "জিরো+ জিরো = ফাকটোরিয়াল জিরো" আজকের অংকের লেচন ছিয়েছেন।

২৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩৩

হাসিব বলেছেন:

মানি লুকের দেয়া ইকুয়েশন ঠিক করে লেখার জন্য জেনারেলকে অনুরোধ করা হলো ।

সঠিক ইকুয়েশনটা হবে এরকম -

জিরু পেলাস জিরু ইকোয়াল টু ফ্যাকটোরিয়াল জিরু ডিভাইডেড বাই সারওয়ার চৌধুরি ।

২৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪০

জেনারেল বলেছেন: ভুল ঠিক করে দেওয়ার জন্য থাংকু

২৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৩২

গণ্ডার বলেছেন:
কবিতা দেকলেই মাইনাস দিতে মন চাই, তয় মাঝে মাঝে ভুল কইরা প্লাসে ক্লিক পইরা যাই একানে যেমন হইসে

২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২১

আইরিন সুলতানা বলেছেন:
:) :) :) :) :) :)

৩০| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৩৭

নিলা বলেছেন: দারুন ভালো লাগল

৩১| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৫

সারওয়ারচৌধুরী বলেছেন:


'আপনি আর আমি একই শব্দ দোষে (ইথার !!!) আক্রান্ত মনে হচ্ছে...এটাকে পয়েন্ট করে আবার না প্রশ্ন/যুক্তি দাঁড় করানো হয়..আইরিন আর সারওয়ার কি একজনেরই নিক '


ঝাক্কাসসসসস!!!!!!

পিচ্ছি পোলাপানগুলার খাইয়া-দাইয়া কাম নাই, খালি আজগুবি ডকুমেন্টেশন করে:)
এতে যে তাদের নিকের ভাবমূর্তি নষ্ট হইতাসে সেইটাও বুঝে না!!

৩২| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৬

তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমি কোনদিন কবিতা পড়তে পারলাম না :(


কয়েকলাইন পইড়া + দিলাম

৩৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৫১

নিবেদীতা বলেছেন: ভাল লাগলো
+++++

৩৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৯

রাহুল বলেছেন: চিকনমিয়া বলেছেন: আমি কিচু করি নাই

আমারে কয়
আপনি একবার রেটিং দিয়েছেন

আমি বিব্রত বোধ করিতেচি

আমি পেলাচ দিতাম
কোবতে বুঝিনাই, তয় ফুটু ভালা লাগচে


সবাই মাইনাচ পাইলেই চিকনারে দোষায়।চিকনাতো হিট হয়ে গেলো।মাইনাচের স্টক.....।কবিতা আর ফটু দুটোই ভালা লাগলো।

২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪২

আইরিন সুলতানা বলেছেন:
রেটিং দিতে পারো নাই ! মনে হয় সামহোয়্যারর প্রবলেম ....যাই হোক ব্যপার না .... :)

চিকন মিয়া এসেই হিট ...কথা সত্য ...

৩৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫৫

উদাসী স্বপ্ন বলেছেন: মেঘলা আকশের পানে চেয়ে জমে
থাকা অশ্রুগুলো ঝরে পড়ে টিপটিপ,
আমার চোখের জল মিশে যায়
আকাশের হতাশায়।কেউ দেখনি
কোনোদিন এ আকাশের বুকে জমে
থাকা দুঃখগুলো কতটা অসহনীয়
অথবা পৃথিবীর বুকে ক্ষুদ্র জীবেদের
ব্যাথা অবর্ননীয়। বাতাস ছুয়ে যায়
বৃস্টির ফোটায়, শীতলতা ছড়ায়
আমার বুকে। কান্নাগুলো উড়ে যাক
আজ বৃস্টির আদলে। সম্পর্কহীন থাকুক
আমি ও আমার পৃথিবী!

৩৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫৩

পিয়াল বলেছেন: Udashi, You write pretty well.

Dude, Life is not all about Relationship- Emotions- Love with a person or two. We men have a lot more to give to the society, to this world.

Open your mind...see the world with a broader perspective...You will find, we have a lot to contribute.

Cheer up.

৩৭| ০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:৫৮

রাতমজুর বলেছেন: প্রতিশ্রুতি মোতাবেক প্লাস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.