নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাললাগে মনের কল্পনায় অজস্র স্বপ্নের জাল বুনতে।

লাবণ্য ২

বাস্তবতা যত সুন্দরই হোক; কখনোই স্বপ্নের মত নয়।আমি স্বপ্ন দেখতে ভালবাসি।জানি আমার স্বপ্ন পূরণ নাও হতে পারে; তবুও আমি স্বপ্ন দেখতেই ভালোবাসি......

লাবণ্য ২ › বিস্তারিত পোস্টঃ

প্রতীক্ষা

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৫


শেষ গোধূলি লগ্ন,মেঘলা আকাশ
ঝিরিঝিরি বৃষ্টি......
আমি ভাবছি,তুমি আসবে;
পাখির কলতান মিশানো
তোমার পায়ের
শব্দ শোনার প্রতীক্ষায়
কখন তুমি আসবে।
গোলাপ,রজনীগন্ধা নয়
একমুঠো কদম হাতে
তুমি আসবে;
বলবে, আমি এসেছি নীরুপমা
চলো একসাথে বৃষ্টিতে ভিজি।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৩

সোহেল আহমেদ নাসিম বলেছেন: ভালবাসার গভীরতা ....

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৬

লাবণ্য ২ বলেছেন: ধন্যবাদ।

২| ০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৩

এম ডব্লিউ এস বলেছেন: খুব সুন্দর লিখেছেন

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৩

লাবণ্য ২ বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম।আর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০৭ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৫০

কাওসার চৌধুরী বলেছেন:


মনে হয় আমি সেই সময় টুকু চিনি
যাকে তোমরা অপেক্ষা বলো,
প্রতিটি মুহূর্ত, পল অনুপল, ক্ষণ অনুক্ষণ,
মনে হতো দীর্ঘ্য দিনের মতন,
যখন সে বলতো-
“অপেক্ষা করো, আমি আসবো”।

এখন তো বছর কেটে যায় চোখের পলকে,
রক্তের উষ্ণতা নিবে গেছে কবে,
আমি কারো জন্য অপেক্ষা করিনা আর,
সে ও কারো জন্যে অপেক্ষা করেনি তো!
সময় বয়ে চলে তবু, বয়স থেমে গেছে কবে,
অনেকটা মৃত্যুর মতো, তবু কেউ মরিনি তো!

শুভ সকাল, আপু।

০৭ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৫৮

লাবণ্য ২ বলেছেন: বাহ! দারুন কাব্য।আপনী কবিতা ও লিখতে পারেন দেখছি।

৪| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১

ঋতো আহমেদ বলেছেন: আপনার আর এক নাম নিরুপমা ! বাহ, সুন্দর তো।

কবি ভাস্কর চক্রবর্তী'র 'শীতকাল কবে আসবে সুপর্ণা' পড়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৯

লাবণ্য ২ বলেছেন: পড়ে দেখবো ভাইয়া।মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:
ভাবনাটা স্বচ্ছ! বেশ রোমান্টিক!

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৫

লাবণ্য ২ বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

৬| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৮

রাত জাগা তারা ও আমি বলেছেন: আজে বাজে লিখছেন আর ভালো ভালো মন্তব্য পাচ্ছেন।মজার ব্যাপার। X((

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৯

লাবণ্য ২ বলেছেন: আজেবাজে কিছু লেখা কখনও কখনও আলোচিত পাতাতে ও স্থান পায়।সেইখানে গিয়ে কি আপনি এইরকম মন্তব্য করেছেন কখনো? আমার বাজে লেখায় কেন সম্মানিত ব্লগাররা ভালো ভালো মন্তব্য করে তার উত্তর আমি কিভাবে দিবো।কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৭| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৬

চঞ্চল হরিণী বলেছেন: সেফ হওয়ার জন্য আপনাকে অভিনন্দন লাবণ্য ২। আপনার ব্লগবাড়িতে ঘুরতে এসে কবিতাকেই বেছে নিলাম আপনাকে শুভেচ্ছা জানাতে। ভালো লাগলো নিরুপমার প্রতীক্ষা। আর ঠিক একরকম নয় তবে কাছাকাছি অনুভূতির আমার নিজের একটা লেখার কথা মনে পড়ে গেলো। ইচ্ছে হলে পড়বেন। :)

তুই আসবি

২১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৫

লাবণ্য ২ বলেছেন: আপু অভিনন্দনের জন্য ধন্যবাদ।আপনার ব্লগ ঘুরে এসেছি।কবিতার নাম উল্লেখ করলে বুঝতে সুবিধা হতো।

৮| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৭

পবিত্র হোসাইন বলেছেন: শেষের চার লাইন অসাধারণ ছিল । নতুনের অপেক্ষায় রইলাম

২১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৭

লাবণ্য ২ বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।আমি মুলত গদ্য লিখবো।কবিতা লিখতে পারি না।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৬

ঈশ্বরকণা বলেছেন: কবিতাটা লাবণ্যময় (২ না পুরোপুরি ১ নং) হয়েছে মানে খুব সুন্দর I খুব ভালো লাগলো I

০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৮

লাবণ্য ২ বলেছেন: এটা কোন ভালোলাগার মত কবিতা ছিলোনা; তারপরও আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

১০| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৮

হাবিব বলেছেন: যদি তুমি আমায় ভালোবাসো-
আমি তোমার জন্য হিমালয় ও
করতে পারি জয়।







যদি আমায় ভালোবাসো-
হিংস্র ষাঁড়ের মাথায় বাঁধতে লাল জামা
আমি করবো নাকো ভয়।

তোমার জন্য এনে দিব
একশ একটা লাল পদ্ম ফুল,
ক্ষমা করে মিনতি মোর
হয় যদি গো ভুল।

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৯

লাবণ্য ২ বলেছেন: চমৎকার কাব্য লিখেন আপনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.