![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I love my country
বাংলা, হিন্দিসহ কোন নাটক, ছবি ব্যস্ততার কারনে দেখাই হয় না, তার উপর এখনকার টিভি চ্যানেলগুলো যাচ্ছেতাই ছবি দেখায়। হয়তো অনেকের কাছে ভাল লাগতেও পারে। আমার এক ঘনিষ্ট বান্ধবী আজ সকালে ফোন করলো, ''চ্যানেল আইতে অবুঝ বউ ছবি দেখাবে,ছবিটি আমি দেখবো, তুইও দেখিস প্লিজ ছবিটি দেখবি''। টিভি সেটের সামনে বসে ছবি দেখছি। আমার সব স্বজনরা অবাক কারণ আমি ইদানিং বিবিসি চ্যানেল, বাংলাদেশের খবর ছাড়া অন্য কিছুই এখন আর দেখি না। প্রথম দিকে মনোযোগ দিয়ে ছবিটি দেখছিলাম। কিন্তু এত বিজ্ঞাপন, মাঝে মাঝে টিভি অফ করে দি্চিছলাম। মাঝে মাঝেই বান্ধবীর ফোন,' ছবিটি দেখ',,,হাজার হোক রবি ঠাকুরের, আর নার্গিস আক্তার খারাপ ছবি বানায় না''। যাই হোক খুব কষ্ট করে ছবিটি দেখলাম। ভালই লেগেছে। ধন্যবাদ চ্যানেল আইকে এ ধরণের একটি ভিন্ন ধর্মী ছবি দেখানোর জন্য।
১২ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:২২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনাকেও ঈদ মোবারক
অশ্লীলতা চিরতরে বন্ধ হোক,,,,,ভাল থাকুন।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:০৩
তুসিন আহমেদ বলেছেন: বাংলা ছবি অনেক দিন দেখি না................
যাক এখণ বাংলা ছবি আবার দেখা যাবে......
১২ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:২৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছবিটা আমার কাছে ভাল লেগেছে, এর আগে নার্গিস আক্তারের ''মেঘলা আকাশ'' ছবিটি দেখেছিলাম, এটা এইডস এর উপর। অরগানাইজেশনের অংশগ্রহণকারীদের মাঝে এইডস সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যই এই ছবিটি আমরা দেখিযেছিলাম।
ভাল থাকবেন।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৫৪
অনার্য তাপস বলেছেন: এইধারার ছবি নির্মাণ একধরনের এলিটিজমের প্রাক্টিস। এই প্রাক্টিসটা ইদানীং দেখছি বেশ ভালই হচ্ছে। তবে ছবিটা খুবএকটা ভাল লাগেনি। নির্মাণ কৌশল দুর্বল। আর সেই সাবেকি বাংলা ছবির ফর্ম।
১২ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। নির্মান কৌশল দুর্বল হলেও ছবিটি ছিল অন্য ছবিগুলি থেকে কিছুটা আলাদা। আপনি সাবেকি বাংলা ছবির কথা বলছেন? ঐ ছবিগুলো একসময় পরিবারের সবাই মিলে সিনেমা হলে যেয়ে দেখতো। তার মানে কি? সাবেকী ছবিগুলো ভাল ছিল বিধায় পরিবার নিয়ে দেখা যেত। কিন্তু এখন কেউ আর তা দেখে না।
বরং এখনকার ছবিগুলি পরিজন নিয়ে একসাথে দেখার উপায় নেই, ছবির নাম, নাচ, অভিনয়, গান প্রায় সবই কুরুচিপূর্ণ।
যাই হোক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৭
কাউসার রুশো বলেছেন: রবি ঠাকুরের সমাপ্তি গল্প থেকে নির্মিত। অনেক নাটক দেখেছি এ গল্পটা নিয়ে।
১২ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি এ নিয়ে কোন নাটক দেখি নাই।
ভাল থাকবেন।
ঈদ মোবারক
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৯
অজন্তা তাজরীন বলেছেন: অবুজ বউছবিটি দেখা হয়নি তবে আপনার ভাল লাগা থেকে ধারণা করছি ছবিটি রুচিশীল দর্শকদের জন্য নির্মানের প্রচেষ্টা করা হয়েছে । ধন্যবাদ নির্মাতাকে । আপনাকেও ধন্যবাদ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৫১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ধন্যবাদ আপু আপনাকে। ছবিটি কিছুটা গতানুগতিক। তবে আর্ট ফ্লিম টাইপের নয়। কিছুটা মিশ্র টাইপের। ছবিটার নির্মান কৌশল এর প্রতি আরো একটু মনোযোগী হলে ছবিটা আরো প্রাণ ফিরে পেত বলে আমি মনে করি।
আর আমি রবি ঠাকুরের দারুণ ভক্ত।
ভাল থাকেন।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৭
অনার্য তাপস বলেছেন: একটি ছবি ভাল কী মন্দ সে বিচারে যাওয়া ঠিক হবে না। ভাল মন্দের মানদণ্ডটা আসলে কী? আমি বলতে চাইছি, আলোচ্য ছবিটার কথা। চলচ্চিত্র মানে এখানে একটা টোটালিটি থাকবে। একটা বড় ক্যানভাস থাকবে। তবে মনে রাখতে হবে বড় ক্যানভাসে সঠিকভাবে রঙ চরানোটা একটা মুন্সিআনার কাজ। সেটা দরকার। প্রচেষ্টাকে সাধুবাদ। কিন্তু এত তথাকথিত ভাল মানের ছবি হচ্ছে, কিন্তু ভাল বাণিজ্যিক ছবি হচ্ছে না কেন? যেটা দেখার জন্য সবাই হলে ভির করবে। পরিবার নিয়ে দেখার মতো ছবি হলেই কি সব শেষ?
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৭:৫৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সব ছবি যে ভাল হচেছ তা বলবো না, কিছু কিছু ছবি ভাল হচ্ছে। আর আমি ছবিও তেমন দেখি না।
ভাল বানিজ্যিক ছবি হচ্ছে না,,,এটাও ব্যবসথারই দোষ, সরকার এবং যারা নির্মাতা তাদের শুভ বুদ্ধির উদয় হলে ভাল বানিজ্যিক ছবি নির্মান বাংলাদেশের পক্ষে অবস্যই সম্ভব। আর একটা কথা অশ্রীলতায় ছেয়ে গিয়েছে,,গোটা ছবিপাড়া। নকল করছে ধুমপালে। বাংলাদেশের ঐতিহ্য নিয়েই বানিজ্যিক ছবি তৈরি করা যায়। কাকে আপনি বলবেন দাদা????
ভাল থাকবেন
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১০
অনার্য তাপস বলেছেন: টাইটানিকও কিন্তু পরিবার নিয়ে দেখা যায় না। বাণিজ্যিকভাবে কত সফল দেখেছেন। সারা পৃথিবীতেই কিন্তু। দয়া করে এটাকে আবার অন্য কোন ভাবে দেখবেন না। এটা একটা উদাহরন মাত্র।
ঢাকার ছবির চরিত্র বোধহয় অন্যধরণের।
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:০০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনি কোন দেশে থাকেন তা আমার জানা নেই। আমাদের মত দেশে সাধারণ মধ্যবিত্ত্ব শ্রেনীর মা বোনেরা কতজন টাইটানিক ছবি দেখেছে???? এখানকার সংস্কৃতি ভিন্ন। তবে বাংলাদেশেও আমাদের মত লোকেরা টাইটানিক ছবি দেখেছে,,,,,,এত নাম,,,,,এর ভেতর কি আছে,,,,,সেই জাহাজটাকে ঘিরে ছবি বানানো হয়েছে,,,ইত্যাদি দেখার জন্যও মানুষ ছবিটা দেখেছে,,,,আর যারা নিয়মিত ছবি দেখে তারা তো দেখবেই।
শুধুমাত্র ব্যবসা সফল হলেই যে পরিবার নিয়ে দেখার মত ছবি হবে তা নয়। এমন কিছু ব্যাপার থাকে ,,,,আপনি বুঝে নেন....যা আমাদের দেশের পরিবার পছন্দ করেন না বা ইজি ভাবে দেখে না। এর ফলে ঐ ধরণের ছবি এখানে সকলে মিলে দেখা হয় না,,,,বা পরিবেশ গড়ে উঠে নাই।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:৩৬
হাসান মাহবুব বলেছেন: বাংলা ছবির সুদিন ফিরে আসুক এই কামনা করি। এখনই হয়তো মহান কিছু হবেনা, কিন্তু ধীরে ধীরে একদিন হবেই। অবুঝ মন মার্কা মিডিওকার ছবিগুলো যেগুলো কিনা শুধুমাত্র "সবাইকে নিয়ে দেখার মত" এই তকমা পেয়ে ভালো ছবির মর্যাদা পাচ্ছে, আশা করি এটা প্রাথমিক পর্যায়। একদিন ভালো ছবি হবে এবং সবাই দেখবে। ততদিন আমাদের অন্তত বাংলা মিডিওকার ছবিগুলো নিয়ে নাক সিঁটকানো ভাবটা বন্ধ করা দরকার।
১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার সাথে আমি একমত। আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:২৪
করবি বলেছেন: নার্গিস আক্তারের মেঘলা আকাশটা দেখা হয়েছিল। ভালই লেগেছে। আশা করছি এই ছবিটাও ভালো লাগবে।
বাংলা ছবির সুদিন ফিরে আসুক এই কামনা করি।
১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ''বাংলা ছবির সুদিন ফিরে আসুক''-----আমাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরা হোক ছবিগুলোতে, ভিন্নদেশের সংস্কৃতি চর্চা, নকল আর অশ্লীলতা বন্ধ হোক এই কামনা করি।
সেই সাথে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পোস্টটি পড়ার জন্য।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৫৭
কবিরাজ শরীফুল ইসলাম বলেছেন: দেশের চলচিত্র আবার সুস্থ ধারায় ফিরে আসুক, অশ্লীলতা চিরতরে বন্ধ হোক এই কামনা করি, ঈদ মোবারক !!