নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I love my country
১.
তোমাদের ঐ দুটি মায়া চোখে স্বপ্ন দেখি যুবক !
তোমরা ধীরে ধীরে উঠে যাচ্ছ পাহাড় বেয়ে
আমি নীচ হতে চোখ মেলে দেখি
মোদের হতে তোমরা কত দূরে!
২.
তোমাদের প্রতিটি বাক্যের শব্দ সম্ভারে
রিনিঝিনি সুরে ঝর্ণার গান শুনি
যেখানে ঝর্ণারা মিশে সাগরের মোহনায়।
যেথায় সাগরের ঢেউয়ে পাল্লা দেয় তোমাদের আত্ত্ববিশ্বাস।
৩.
তোমাদের ঐ সিগ্ধ হাসির ভাঁজে আছে শান্তির ভান্তার
শান্তিরা ভাসে ঐ আকাশের দূর নীলিমায়
শান্তিরা নামুক হৃদয়ের কোনে-শান্তিরা হাসুক তোমাদের ঐ দুটি চোখে
শান্তি নামাও হে বিধাতা যুবদের অন্তরে সদা সর্বদায়।
৪.
নীতি নৈতিকতার চাদরে মুড়ে শীতের সকাল
তোমরা সহসাই ভাঙ্গছো অসত্যের বেড়াজাল
তোমরাই দূর করছো সমাজের জঞ্জাল
তোমরাই পারবে এই আমার দৃঢ় আত্মবিশ্বাস।
৫.
সম্পর্ক জোড়া লাগানোর কারিগর হও
ভালবাসার ইট-বালি দিয়ে বাড়াও মহব্বৎ
নির্ভরতার হাতখানি রাখ মানুষের হাতে
সহযোগিতায় বিলীন হও “মানুষ মানুষের জন্যে”।
৬.
জ্ঞানের দরজায় কড়া নাড়
অলসতা আর অসততা ছাড়
অসুন্দর যত পিছনে ঠেল
মাদকের বড়ি আগুনে ফেল
বিন্দু দিয়েই শুরু কর যাত্রা
তারপর বাড়াও প্রতিটি মাত্রা।
৭.
ছুটে চল তোমরা দীপ্ত পদক্ষেপে
আঘাত হান দুর্নীতির বুকে
দম্ভকে ভেঙ্গে দাও অবলীলায়
তোমরা হাস-তোমরা বেড়াও
স্মরণ করে সৃষ্টিকর্তায়।
৮.
দুঃখের দরজায় কড়া নাড়
সুখের পরশকে আগলে রাখ
হানাহানি ভুলে শান্তি ছড়াও
শান্তির পতাকা তোমরাই উড়াও।
উৎসর্গ: যুব সমাজকে
লায়লা, ১০ অক্টোবর , ২০২৩
১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপুনি ! আপনার কথায় উৎসাহিত হলাম। আমি যুবদের নিয়ে কাজ করতে যেয়ে দেখেছি যে, বেশির ভাগ যুবক মনে করে লেখাপড়া শেষ হলেই তারা সরকারী বা বেসরকারী খুব ভালো একটা চাকুরী পাবে। অনেকে চাকুরী পায় আবার অনেকে বেকার থাকে। কিন্তু তারা অনেকে জানে না বা জানতে চায় না যে কোথায় কোন সুযোগ তাদের জন্য রয়েছে। অথবা তারা আপাতত বাড়িতেই কিছু একটা করার উদ্যোগ নিতে পারে। এই সকল গ্যাপের কারণে অনেক যুবক ভিন্ন পথে পা বাড়ায়-- যা আসলে খুবই দুঃখজনক। যুবরা আমাদের ভবিষ্যত। তাদেরকে সঠিক পথে চলতে সহযোগিতা করা আমাদেরই দায়িত্ব ----
আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই সাথে প্রাণভরা দোয়া রইলো।
২| ১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের যুবকরা ভালো শিক্ষা ও কাজের সুযোগ পাচ্ছে না।
১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সাধারণ শিক্ষার পাশাপাশি যুবদেরকে কিছুটা কারিগরি নলেজ বাড়ানো দরকার। যেমন; শিক্ষা ব্যবস্থায় এমন থাকা উচিত যে কারিগরি একটা বিষয় অফসোনাল হিসেবে রাখা --যা ছাত্র/ছাত্রীরা নিজের পছন্দমত বেছে নিবে। তাহলে অন্তত উক্ত ছাত্র/ছাত্রী সেই বিষয়ের উপর দক্ষতা অর্জন করবে। তাছাড়া যুব উন্নয়নেও প্রচুর প্রশিক্ষণের ব্যবস্থা আছে যার ইনফরমেশন সমন্ধে অনেক যুব জানে না-আবার অনেক যুবক হীনমন্যতায় ভুগেও উক্ত স্থান হতে প্রশিক্ষণ নিতেও চায় না।
আবার এই সময়ে যুবদের ঘরে বসে থাকাটাও তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
যুবরা দীপ্ত পদক্ষেপে এগিয়ে যেতে আসলে প্রতিটি প্রতিষ্ঠানকেও অগ্রণী ভূমিকা রাখা উচিত। প্রায় ক্ষেত্রেই অভিজ্ঞতা চায়। অথচ তারা তো কেবলমাত্র পাশ করে বের হয়েছে। কাজের সুযোগ না দিলে দক্ষতা বাড়বে কেমন করে - অভিজ্ঞতা বাড়বে কেমন করে!
সাজ্জাদ ভাই ! কবিতাটি পড়ার জন্য এবং সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ রইলো।
৩| ১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫৮
আলমগীর সরকার লিটন বলেছেন: শান্তির পতাকা
আর মনে হয় হবে না
যুবকেরা বন্দি তামাশা
রক্ত যাবে তাজা তাজা------------------
১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এর জন্য পারিবারিক, সামাজিক ব্যবস্থা যেমন দায়ী ঠিক তেমনি কিন্তু শিক্ষা ব্যবস্থাও কম দায়ী নয় ভাই। অনেক সময় কমোলমতি যুবরা রাজনৈতিক দাবার গুটিতেও পরিণত হয়। আর সেই জাল হতে বেরও হতে পারে না।
এই যে গামেন্টস ফ্যাক্টরীগুলো ! এখানে বেশির ভাগ হর্তাকর্তারা কিন্তু ভারতসহ অন্যান্য দেশের। কারণ তারা তাদের যুবদেরকে কর্মমুখী শিক্ষা দিতে পারছে।
তবুও আমরা আশায় বুক বাধি--তাদের জন্য অন্তর হতে আশা জাগায়।
অনেক মাস/ বছর পরে আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
৪| ১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:০৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: যুবরাই সব কিছুর মোড় ঘুরিয়ে দিতে পারে।
১১ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রিয় লেখক ! একেবারে ঠিক বলেছেন । যুবরা সঠিকভাবে গড়ে উঠলে তারা সব কিছুর মোড় ঘুরিয়ে দিতে পারে।
কবিতাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। সেইসাথে শুভকামনা রইলো নিরন্তর।
৫| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৪৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১১ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ রাজীব ভাই। আপনার জন্য শুভকামনা রইলো নিরন্তর।
৬| ১১ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: একটি দেশ ও জাতীর মূল চালিকা শক্তি যুব সমাজ। তারা ভাল পথে থাকলে দেশ ও জাতী ভাল থাকবে। সুন্দর কাব্য।
১১ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৫৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার সাথে সম্পূ্র্ণ একমত ভাই। একটি জাতীর মূল চালিকা শক্তিই হলো যুব সমাজ। যুবরা সঠিকভাবে মানুষ হোক এই প্রত্যাশা-এটা সময়ের দাবী।
কবিতাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। সেইসাথে শুভকামনা নিরন্তর।
৭| ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:২৮
খায়রুল আহসান বলেছেন: চমৎকার কিছু ভাবনাকে কবিতায় এনেছেন; ভালো লাগল ভাবনাগুলো।
যুবারা জাতির প্রাণশক্তি। আজকাল অনেক মধ্যবয়স্ক, প্রৌঢ় ও বয়স্ক লোকদেরকে যুবসম্প্রদায় সম্পর্কে অবজ্ঞাসূচক কথা বলতে শুনি। যেমন, দেশে এত দুর্নীতি, অনাচার এবং পাপাচার, যুবকরা কেন ৬৯ এর মত প্রতিবাদী হয় না! তারা নিজেরাই ভেবে দেখে না যে তারাও প্রতিবাদ করতে ভুলে গেছে। তারা অগ্রসর হোক, যুবসমাজ অবশ্যই তাদের অনুসরণ করবে।
২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৫০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খায়রুল ভাই ! আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো। আসলেও যুবদেরকে সেই ধরনের একটি পরিবেশ তৈরি করে দিতে পারলে তারা ঠিক আগের মতই সমাজে বলিষ্ঠ ভূমিকা রাখবে। এখনো দেশের যে কোন বিপদকালীন সময়ে যুবরাই এগিয়ে আগে। তবে তাদের কর্ম দক্ষতা আরো বাড়ানো দরকার। সেইসাথে নীতি-নৈতিকতা, সততা, কমিটমেন্ট, ধৈর্য্য ইত্যাদি বাড়াতে বড়দের এগিয়ে আসা প্রয়োজন। এখন একটা ট্রেন্ড চালু হয়েছে যে বিশ্ববিদ্যালয় হতে পড়ে চাকুরী করতেই হবে। এর ফলে বেকারত্ব বাড়ছে। আবার যুব উন্নয়ন অধিদপ্তর হতে অনেক ধরণের প্রশিক্ষণ দেয়া হয়-এসকল প্রশিক্ষণ গ্রহণ করে যুবরা এগিয়ে যেতে পারে।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
৮| ২৫ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা।
২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৫১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মশিউর ভাই ! কবিতাটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। শুভকামনা রইলো নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে আপু। আশা করি যুবকরা এই কথামালা হতে শিক্ষা নেবে অল্প হলেও