নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I love my country
বিএনপি: কিছু হলেই দলের মধ্যে দ্বন্দ্ব, কোন কোন স্থানে কেউ কেউ চাঁদাবাজিতে জণগণকে ভাজাভাজা করে ফেলা, খালেদা জিয়া এবং তারেক জিয়া নির্ভর দল, দলের মধ্যে সুশৃঙ্খলা নেই, চেইন অফ কমান্ড অপেক্ষাকৃত কম--
জামাত: জামাত কৌশলগত রাজনীতি থেকে শত মাইল পিছিয়ে আছে। তার উপর তাদের উপর গলায় ৭১ সালের একটি বিতর্কিত তাবিজ ঝুলছে-রাজনৈতিক ক্ষমা চাইলে ক্ষতি কী। পুরাতনকেই আঁকড়ে ধরে আছে। দলীয় সংস্কারের ধারের কাছেও নাই। কমিউনিকেশন পাওয়ার এবং প্রেজেন্টেশন দক্ষতা খুবই কম। কোথায় কিভাবে কথা বলতে হবে তা জানে না।
বাপু! রাজপথের রাজনীতি শিখতে হবে তো!
জাতীয় পার্টি: স্বৈরাচারের তাবিজ ঝুলছে গলায়। মেরুদণ্ডহীনভাবে অন্যের উপর নির্ভর করে। কি একটা হযবরল অবস্থা।
নিজের মেরুদণ্ড ঠিক আছে কিনা তা দেখতে হবে তো!
বাম দল: জণগণমুখী হন। একঘেয়েমির বক্তব্য এবং কাজ জনগণ নেয় না। আপনাদের নিয়ে তৃনমূল পর্যায়ে জনগণের নাস্তিক ভীতি আছে তা দূর করুন। দলে পরিবর্তন চাই- সংষ্কার আনুন। কিছু করবো কিছু করবো না- তা হবে না- তা হবে না। ঝেড়ে কাসুন। সকলের সাথে- সকল দলমতকে নিয়ে কাজ করার মানসিকতা তৈরি করুন।
নোট:
"দলে গোছাও পিও"। দেশের সাধারণ জণগণ গতানুগতিক রাজনীতি এবং রাষ্ট্রনীতি চায় না। তাদের মানসিক পরিবর্তন হয়েছে। তারপর ঐ যে জেনজি তরুন! ওরে বাবা! তারা দেশের জন্য ক্ষতি হয় এমন কিছু আউল ফাউল ব্যবস্থা কিছুতেই মেনে নিবে না-একেবারে তারা ডাইরেক্ট এ্যাকশনে যাবেই যাবে। তাই সময় থাকতেই দলের ভিতরে ইতিবাচক মূল্যবোধগত পরিবর্তন করুন। দলে সূদুর প্রসারী পরিবর্তন করুন, জনগনের জন্য কৌশলগত রাজনীতি শিখুন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সেবা জণগনের দ্বারে পৌছে দিতে রাজনীতি করুন, চেহারা এবং আচরণে হম্বিতম্বি ভাব পরিহার করুন। "চাঁদাবাজির যুগ শেষ- তাই বুঝে আগাও পিও"। তৃনমুল হতে ঢাকা পর্যন্ত সকল দলের কর্মীদেরকে সম্মান করুন- তাদের কথা শুনুন- ভালবাসুন- তেলবাজি প্রত্যাহার করুন। শক্তিশালী কৌশলগত পররাষ্ট্রনীতি গ্রহণ করুন। অসাধারণ একটি জনকল্যানমূলক রাষ্ট্র জনগণ চায়- এটার নিশ্চয়তার জন্য কাজ করুন।
নিজের আখের গোছানোর রাজনৈতিক চিন্তাধারা বাদ দিন।
----- বৃহত্তর স্বার্থে কেউ পারসোনালি নিবেন না। আপনারা চাইলে আরো যোগ করতে পারেন---
লায়লা, ৪ আগস্ট,২০২৪
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:০৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি পড়ার জন্য আন্তরিাক ধন্যবাদ ভাই ।
যে জন্য এই সময়ের তরুনরা জীবন দিল, আহত হলো, জয় ছিনিয়ে নিয়ে এল- তাদের পালস না বুঝলে রাজনৈতিক দলগুলো ডাহা মার খাবে--
শুভকামনা রইলো নিরন্তর
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৭
ক্লোন রাফা বলেছেন: আসলে বাংলাদেশ ও দেশের মানুষের রাজনীতি করছেনা কোন দলই। পরিকল্পনা করছে নিজেদের দল এবং চাটার দলের সেবা কিভাবে করবে । বাংলাদেশে কোন দলই জনগণের জন্য কাজ করে নাই আজ পর্যন্ত । তাই ভবিষ্যতে করবে এমন কোন লক্ষন এখনও দেখতে পাচ্ছিনা। সবাই শুধু দ্রুত নির্বাচন চাচ্ছে এই জন্য যে যত দ্রুত সম্ভব নির্বাচন করে সকল সুযোগ সুবিধা পাওয়ার আকাংখায়! মনে হয়না খুব বেশি কিছু হবে। কিছুদিন শুধু বাহবা পাওয়ার জন্য সততার অভিনয় করবে। তারপর যাহা বাহন্ন তাহাই বায়ান্ন এই ফলই হবে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার কাছে মনে হয় নির্বাচন কম করে হলেও অনন্ত তিন বছর পরে করা উচিত। এই সময়ে অনেক অস্থির দুর্ণীতিগ্রস্থ্য লোক দল হতে বের হয়ে যেতে পারে। আর রাজনৈতিক দলগুলো বাধ্য হয়ে দল গোছাতে শুরু করতে পারে। যাহা বাহান্ন তাহাই তেপ্পান্ন যাতে না হয় এ কারনে এই অন্তর্বতীকালীন সরকারকে বেশি দিন ধরে রাখাই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়।
আপনার মন্তব্যটি অনেক শক্তিশালী --- আন্তরিক ধন্যবাদ এবং সেইসাথে শুভকামনা রইলো।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৭
জুল ভার্ন বলেছেন: কয়েকটি রাজনৈতিক দলের পোস্টমর্টেম ভালো লেগেছে।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাই ! আপনি রাজনৈতিক দিক দিয়ে আমার চেয়ে ১০০ গুণ বেশি অভিজ্ঞ। ভুল হলে ক্ষমা করে দিয়েন। আমার কাছে মনে হয়েছে যে দলে আত্মসমালোচনা করে পরিকল্পনা করা উচিত। আর পরিকল্পনা অনুযায়ী দলের সংস্কার জরুরী। যা দেখছি বর্তমান প্রজন্ম গতানুগতিক রাজনীতি একেবারেই পছন্দ করছে না।
মহান আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখুন, সুস্থ্য রাখুন এবং নিরাপদে রাখুন।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০৬
ইলি বলেছেন: দল গোছাও পি!!
০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম দলে সংস্কার জরুরী। এখনকার তরুনরা আমাদের মত গতানুগতিক রাজনীতি পছন্দ করে না।
অনেক অনেক শুভকামনা রইলো।
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪০
কামাল১৮ বলেছেন: তারেক জিয়া দলিয় নেতা কর্মীদের সাথে চাঁদাবাজী করে, নেতা কর্মীরা জনগনের সাথে চাদাবাজী করে।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাই ! গতানুগতিক রাজনীতি তরুনরা মানছে না--মানবে না। আমরা যারা অপেক্ষাকৃত আগের তারা গতানুগতিকের বৃত্তের বাইরে যেতে পারছি না। কিন্তু এই প্রজন্ম তাই পারছে। এখন নেতাদের ভূমিকারও পরিবর্তন করতে হবে এবং সেইসাথে কর্মীদেরও--উপায় নেই গোলাম হোসেন।
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৫
কামাল১৮ বলেছেন: বামপন্থীদের সম্পর্কে সত্যি কথাটাই বলেছেন।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বামদেরকে নিজস্ব খোলস হতে বের হয়ে জনমূখী হতে হবে। আর তা না হলে রাজনীতি করে কি লাভ !!!
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: একমত আপনার বক্তব্যের সাথে। বিনে পয়সায় কিছু পরামর্শ দিয়েছেন রাজনীতিবিদদের। পরামর্শ মানলে দলগুলির উপকার হবে। তবে একটা প্রবাদ আছে যে 'চোরায় না শোনে ধর্মের কাহিনী'।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:০৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার মনে হয়েছে যে এখন আর গতানুগতিক রাজনীতি করার সুযোগ নেই। তরুনরা মানবে না--সেইসাথে বেশিীরভাগ জনগণও মানবে না। তাই এখন হতে একরোখা ও একঘেয়ে আচরণ না করে দলে পরিবর্তন আনা সময়ের দাবী। যদি পরিবর্তন আনে তো ভালো, আর তা না হলে ছাত্রছাত্রীরাই ক্ষমতাধরদেরকে টেনে নামাবে। গেল বিপ্লব হতে শিক্ষা নিতে হবে।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২১
এম ডি মুসা বলেছেন: আওয়ামীলীগ লোক বঙ্গবন্ধুর আদর্শ মানতেন না। তার ১৯৭৫ সালের ১১ জানুয়ারি কথা প্রচার করতেন না। করলে নিজের চরিত্র উপর পড়ে যেতো। বাকশাল সঠিক ইতিহাস জানান নাই। বাকশাল বক্তব্য আমিও শুনছিলাম, দেখছি সেখান রাজনীতি থাকবে শুনছিলাম। দুর্নীতিবাজ চোরাকারবারী ঘুষখোর শেষ করার কথা বঙ্গবন্ধু বলছেন। ১৯৭২-৭৫ টাইমস বঙ্গবন্ধুর দলের লোকের দুর্নীতি করে। তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই বঙ্গবন্ধু কে উক্ত সময় দোষী করা ঠিক হবে না বলে মনে করেন। এইসব দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে কথা গুলো মানুষকে জানান নাই। তাহলে তো নিজের উপর চলে যায় এই কথা। দমন পীড়ন বিরোধী দলের উপর অবিচার কম করে নাই। আমি রাজনীতি বিশ্বাস করি না যেটা বিনা দোষে ও আক্রমণ হয়। যে দলেরই হোক। তিনি বঙ্গবন্ধু আসল জনবান্ধব কথা প্রচার করলে মানুষ বঙ্গবন্ধু কে আরো কাছে টেনে নিতেন। কিছু ভাস্কর্য তৈরি বঙ্গবন্ধু উপস্থাপন করেন। এতে মানুষ বঙ্গবন্ধু কে চিনতে পারে নাই। শেখ হাসিনার অবিচার বঙ্গবন্ধুর অসম্মান হলো। এই গুলো রাজনীতি নয়। আমি রাজনীতি কে পছন্দ করি না। বঙ্গবন্ধুর আদর্শ দলের ভিতরে থাকলে এত লুটপাট খবর আজ বাঙালি শুনতে পেত না।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার প্রথম লাইনেই অনেক কথা বলা আছে। আমি শুধু বলতে চাই সকল দলেরই ভুল আছে, সেই ভুলগুলো শুধরানোর জন্য নিজ দলে কি কি সুযোগ আছে, কি কি দুর্বল দিক আছে, সম্পদ ব্যক্তি কারা আছেন, দলে কি কি চ্যালেঞ্জ আছে, কিভাবে এই দুর্বল দিক এবং চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা যায় এ ব্যাপারে এ্যানালাইসিস করা জরুরী। আর সেই অনুযায়ী পরিকল্পনা করা উচিত। কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে “আমার কাজই সেরা, আমার কোন ভুল নেই, সকল ভুল হলো বিরোধী দলের” এমন একটি অবস্থা বিদ্যমান। অথচ বিরোধ দলের ইতিবাচক সমালোচনা রাস্ট্র পরিচালনায় সব সময় সহযোগিতা করে এবং তাকে স্বাগত জানানো উচিত। আর আগের সরকার হতে শিক্ষা নেয়া উচিত।
এখন ছাত্ররা কিছু ইতিবাচক দিক হাতে নিয়েছে। তারা সরকারের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করলে সরকার পথ ভুলে গেলেও তারা সঠিক পথে আনতে সহায়তা করতে পারে। কিন্তু ছাত্রদেরকে যদি আগের মত প্রতিরোধ করে তবে তারা আর এগিয়ে আসবে না, বরং তারা আরো একটি অভুত্থান ঘটাতে চেষ্টা করবে-আর সেটা হবে খুবই ভয়াবহ।
৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫১
জটিল ভাই বলেছেন:
আর "ব্লগ নির্ভর দলগুলোর" ভবিষ্যত কি মনে করেন? যেমন- জটিলপন্থী, সোনাপন্থী
০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এক সময় এমন ন্ছিল যে ব্লগে না এলে ভালো লাগতো না, মিটিংএর মধ্যেও ল্যাপটপে দৃষ্টি থাকতো--কখন কোন মন্তব্যটি মিস হয়ে গেল বা ইমপরটেন্ট পোস্ট মিস হয়ে গেল এই ভেবে---। কিন্তু এখন ব্লগে আসি মাঝে মাঝে। তবে এসে প্রিয় বাপের বাড়ি সমতুল্য এই ব্লগে আসি--মাঝে মাঝে কিছু পোস্ট করি--তবে বেশির ভাগই পড়া হয়। তবে সোনাপন্থীদের পোস্টগুলো পড়ি কিন্তু কিছু কারণে মন্তব্য করি না।
সোনাপন্থীদের সমস্যা হলো আগের সরকারের মত। কাউকে ছোট করে, নিজেই ভুল থাকা সত্বেও স্বীকার না করা, অন্যের উপর চাপিয়ে দেয়া, উস্কে দেয়া, নিজের বিশ্বাসের বাইরে গেলেই কৃরুক্ষেত্র, আমাদের নেতানেত্রী ভাল আর বাকীরা খারাপ,ইসলামকে একেবারে হেয় করা, কোন ব্লগাদের নিয়ে নেতিবাকভাবে লিখা,আমিই সব জানি এবং জ্ঞানী , নেতিবাচক মন্তব্যসহ আরো দিকগুলো রয়েছে। আমাদের মনে রাখা উচিত যে ব্লগে যারাই আসে সকলেই কিন্তু মোটামুটি পড়ালেখা করা এবং জানাশোনা পাবলিক। কেউ লিখে বেশি, কেউ মন্তব্য করে বেশি আবার কেউ পড়ে বেশি। এখানে আক্রমনাত্মক মনোভাবে পরিহার না করলে একসময়ে যারা জাদরেল পুরাতন ব্লগার ছিলেন তাদের মত অনেকে আর ব্লগমুখী হবে না। ব্লগের সুন্দর পরিবেশ তৈরি করা সকলেরই দায়িত্ব।
ব্লগে জটিলপন্থীরা যদি না থাকতো তবে এই ব্লগ কবে মরুভূমি হয়ে যেত। ভাগ্যিস তারা ছিল এবং আছে।
সকলের সহ অবস্থান জরুরী। কারণ কলম যোদ্ধাদের ভূমিকা কোন অংশে কম নয়। এবারে ছাত্র বিপ্লবের সময়ও কিন্তু আমরা দেখেছি।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩৭
শাহ আজিজ বলেছেন: বাহ চমৎকার অনুধাবন ।