![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সপ্নবাদী মানুষ।সপ্ন দেখতে এবং দেখাতে ভালবাসী।
গত কাল বাসা দেখতে গিয়া মজার এক অভিজ্ঞতা হয়েছে।
এক মেজর সাহেবের বাসা, ২৫ এলিফান্ট রোড।
মেজর এর নাম্বার ০১৯১৮০৫৬...৫।
আমি কল করলাম।
আমিঃ আসসালামুয়ালাইকুম
বারিওয়ালাঃ অয়ালাইকুম আসসালাম,আমি মেজর মোমিনউল হক বলছি ।
আমিঃ আমি বাসা ভাড়ার ব্যাপারে ফোন করছি।
বারিওয়ালাঃ জি বলেন।
আমিঃ আপনার কয় রুমের বাসা?
বারিওয়ালাঃ ২ রুম,১ ড্রয়িং ১ বাথ,১ কিচ্চেন,১ বারান্দা।
আমিঃ কয় তলায়?
বারিওয়ালাঃ ৪ তলা।
আমিঃ ভাড়া কত?
বারিওয়ালাঃ তার আগে বলেন আপনি কি করেন?
আমিঃ আমি জানতা বাঙ্কে আছি।
বারিওয়ালাঃ কোন পোস্টে?
আমিঃ সিনিওর অফিসার।
বারিওয়ালাঃ কোন গ্রেডে?
আমিঃ ফাস ক্লাস জব।
বারিওয়ালাঃ কতো দিন যাবত আছেন?
আমিঃ ২ বছর।
বারিওয়ালাঃ কোন ব্রাঞ্চে ?
আমিঃ হেড অফিসে।
বারিওয়ালাঃ কোন ডিপার্টমেন্টে ?
আমিঃ আইটিতে।
বারিওয়ালাঃ বাড়ি কোন জেলায়?
আমিঃ সিরাজগঞ্জ।
বারিওয়ালাঃ সিরাজগঞ্জ কোথায়?
আমিঃ সদর এ।
বারিওয়ালাঃ কে কে থাকবেন?
আমিঃ আমরা স্বামী স্ত্রী আর ছোট ভাই।
বারিওয়ালাঃ তারা কি করেন?
আমিঃ আমার ওয়াইফ জব করেন।
বারিওয়ালাঃ কোথায়?
আমিঃ ফিশারিজে। ওর অফিস মৎস্য ভবনে।
বারিওয়ালাঃ ছোট ভাই কি করেন?
আমিঃ ঢাকা ভার্সিটিতে পড়ে।
বারিওয়ালাঃ কোন ইয়ার এ?
আমিঃ ফাইনাল ইয়ার এ।
বারিওয়ালাঃ কোন সাব্জেটে?
আমিঃ দর্শনে।
বারিওয়ালাঃ দেশে কে কে আছেন?
আমিঃ মা বাবা আর ভাই।
বারিওয়ালাঃ অই ভাই কি করেন, উনি আপনার ছোট না বড়?
আমিঃ ও এলাকায় হাই স্কুলের টিছার, আমার ছোট।
বারিওয়ালাঃ উনি কি বিবাহিত?
আমিঃ না।
বারিওয়ালাঃ বাবা কি করেন?
আমিঃ বাবসা।
বারিওয়ালাঃ কিসের বাবসা?
আমিঃ দেখেন আপনি আমাকে দেখে বাসা ভাড়া দিবেন,এত কিছু জানতে চান কেন?
বারিওয়ালাঃ আমি বাসা ভাড়া দিব আমার সব জেনে শূনে তারপর ভাড়া দিতে হবে।
আমিঃ ঠিক আছে, আগে আমাকে বাসা দেখান,আমার পছন্দ হোক, তারপর সব জেনে
শূনে, আপনার মনে চাইলে দিবেন না হয় না দিবেন।
বারিওয়ালাঃ না আমি ভাড়া দিব , আমাকে সব জেনে শূনে দিতে হবে।
আমিঃ আমারতো পছন্দের ব্যাপার আছে।
বারিওয়ালাঃ আপনি জানেন কার সাথে কথা বলতেছেন?
আমিঃ একজন বারিওয়ালার সাথে কথা বলছি।
বারিওয়ালাঃ আমি মেজর মোমিনউল হক।
আমিঃ আমার কাছে আপনি একজন বারিওয়ালা আর কিছু না।
বারিওয়ালাঃ আপনি যদি আমার প্রশ্নএর উত্তর দিতে না চান আমি বাড়ি ভাড়া দিবনা।
আমিঃ বাট আমারতো পছন্দের ব্যাপার আছে। আগে বাসা দেখান, তারপর আপনার
প্রশ্ন করেন।
বারিওয়ালাঃ না আমি আপনাকে বাসা দিব না,আপনি যেহেতু আমার প্রশ্নএর উত্তর দিতে ইন্টারেস্ট না, সো আমি আপনার সাথে আর কথা বলবনা।
আমিঃ আপানার মতো বেকুপের বাসা আমার লাগবে না। বাই।
বারিওয়ালাঃ কি বললেন?
আমিঃ ধুর মিয়া ফোন রাখেন।
এই হচ্ছে ঢাকার বারিওয়ালা। আমার নিজের অভিজ্ঞতা দেখা ।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১
শাহ আজিজ বলেছেন: আপনি পুনঃ জিজ্ঞাসা করতেন বাড়িতে কি সেয়ানা মেয়ে আছে ?আমি ভাই বিবাহিত ।রাগের উত্তর হতো না নেই মাত্র মেজর ,অপেক্ষা করতে হবে । আপনি বলতেন তাহইলে বউ খুব সেয়ানা ,ভাই আমি পাচ ওয়াক্ত------ আমারে আপনি সন্দেহ করবেন না,পিলিজ !!
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১
আহলান বলেছেন: আপনার আরো ধৈর্য্য সহকারে প্রশ্নের উত্তর দেয়া দরকার ছিলো। মেজর মাইনর কোন ফ্যাক্ট না।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিঃ আপানার মতো বেকুপের বাসা আমার লাগবে না। বাই।
বারিওয়ালাঃ কি বললেন?
আমিঃ ধুর মিয়া ফোন রাখেন।
সেইরাম জব্দ করছেন.. আরেকটু ডলা দিলে মজা হইত
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
নীলতিমি বলেছেন:
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০১
অপূর্ণ রায়হান বলেছেন: হা হা হা
মেজর সাহেবের মেয়ে এবং বৌ সম্পর্কে দু একটি প্রশ্ন আপনিও কিন্তু করলে মন্দ হত না ভ্রাতা !
বাই দ্যা ওয়ে , ওনার নাম্বারটা এভাবে না দিলেই মনে হয় ভালো হত
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ফোন নাম্বার টা দেয়া উচিত হয় নাই।
মজা পেলাম সংলাপে, বাড়ি ওয়ালারা কি ভাবে!
ইয়ে মানে, মেজরদের ইনকাম কেমন? বাড়ির মালিক
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩০
হাসান মাহবুব বলেছেন: আপনার ধৈর্য্য অনেক!
৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৫
এ কে এম রেজাউল করিম বলেছেন: হেডস্যার বলেছেন:
ছিঃ এইভাবে পরনের কাপড় খুলে নেয়া ঠিক হয় নাই।
আন্ডারওয়ারটা অন্তত রাখতেন !
সহমত।
১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩০
একাকী বালক বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ফোন নাম্বার টা দেয়া উচিত হয় নাই।
মজা পেলাম সংলাপে, বাড়ি ওয়ালারা কি ভাবে!
ইয়ে মানে, মেজরদের ইনকাম কেমন? বাড়ির মালিক
>>> সে যে নিজের ইনকামে বাড়ির মালিক তা বুঝলেন কেমনে? যদি ঠিকানা কাছাকাছিও সত্যি হয়, তাহলে বুঝতে হবে দাদার আমলের। এই সাইডের সব বাড়িরই বর্তমানে সেকেন্ড জেনারেশন চলতেছে।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২১
হেডস্যার বলেছেন:
ছিঃ এইভাবে পরনের কাপড় খুলে নেয়া ঠিক হয় নাই।
আন্ডারওয়ারটা অন্তত রাখতেন !!