![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কখনও “বিষাদ লিখিনি” ,
লিখতে চাইনি স্বজ্ঞানে ফুলস্কেপ কাগজটায় “ একাকীত্ব”, কখনো।
আমি কখনো বেভুল সময়েও লিখতে চাইনি “মৃত্যু”।
অথচ বাষ্পীভূত বেদনা,
বুকের খাঁচায় আটকে গিয়ে কুয়াশায় যে বিভ্রম তৈরী করে,
যে তমসাচ্ছন্ন...
ষ্ট্রেইটকাট ছুরি চালিয়ে দিলে সোজা হৃদপিন্ডের মানচিত্রে,
শোক নিয়ে তাই নিহতের বুকের ভুমিতে করে যাই
নিষিদ্ধ গোলাপের চাষ!
কিংকর্তব্যবিমূঢ় শোকাবহ আকাশ,
শোকাহত চোখ তাকিয়ে শোকার্ত প্রজাপতির বসে থাকা দ্যাখে!
অথচ,
খুব বেশী আগের কথা নয়,
ব্যাকরণগত ভাবে...
‘আমার শরীরে কোন ক্ষত বা জখম নেই’।
এইতো বুকে হাত রেখে বলছি,
‘জখম আমার হৃদয়ের গভীরে।\'
বেকার শব্দের ব্যাপ্তি আকাশ ছুঁয়ে ফেলেছে তাই
এখানে ভালোবাসা নিরর্থক কবিতা এখন।
চোখের খাঁচায় পুষছি...
আমি চাই,
তোমার সাথে কোথাও কখনোই আমার দ্যাখা না হউক।
আমি চাই, প্রানপনে চাই।
তাই এড়িয়ে যাই, তোমার হাটা পথ।
এড়িয়ে যাই পরীবাগ, মালিবাগ,বাসাবো এবং ছায়াবীথি।
এড়িয়ে যাই প্রানের শহরটাও।
এখন বুঝবেনা তুমি,
যে তুমি ভালোবাসা মাড়িয়ে...
©somewhere in net ltd.