![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই,
তোমার সাথে কোথাও কখনোই আমার দ্যাখা না হউক।
আমি চাই, প্রানপনে চাই।
তাই এড়িয়ে যাই, তোমার হাটা পথ।
এড়িয়ে যাই পরীবাগ, মালিবাগ,বাসাবো এবং ছায়াবীথি।
এড়িয়ে যাই প্রানের শহরটাও।
এখন বুঝবেনা তুমি,
যে তুমি ভালোবাসা মাড়িয়ে হেটে গ্যাছো।
যে তুমি অস্বীকার করে পালিয়েছো ভালোবাসা থেকে।
যে তোমায় ইতিহাস মনে রাখবে হত্যাকারী,ভালোবাসার!
সেই তোমার সাথে আমার কোনো কথা নাই।
তুমি আজীবন দন্ডপ্রাপ্ত আসামী ভালোবাসার।
বন্দীত্ব তোমার সোনার খাচায় আর কৌশলী ভিড়ে।
আমি চাই তোমার সাথে এ জন্মে আমার আর দ্যাখা না হউক।
আমি চাই আমার সাথে একবার তোমার দ্যাখা হউক।
আমি চাই একবার,
এককাপ ধোয়া ওঠা চায়ের কাপে,
চোখে চোখ রাখা আমার তোমার দ্যাখা হউক।
আমি চাই একবার,
তুমি আমার চোখে চোখ রেখে দ্যাখে নাও আমি তোমাকে,
আমার চোখে তোমাকে কিভাবে দ্যাখি?
একবার দ্যাখা উচিত তোমার।
মিথ্যা ঠাস-বুনটের শহরে আমি চাই, একবার
আমার সাথে তোমার দ্যাখা হয়ে যাক।
আমি শুনতে চাই আমার তুমি কি বলো আমায়?
আমি দ্যাখাতে চাই তোমায়, আমার অস্তিত্ব।
আমার জন্ম-মৃত্যুর পরিসংখ্যান,
আমার প্রতিমুহুর্তে হারিয়ে ফেলা নি:শ্বাস,
আমার বেগুনি পদ্ম, তোমার রঙ মেশানো সত্য।
আমার সান্ধ্যকালীন ফটোগ্রাফ কি বলে তোমায় ?
আমি চাই,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি খুব করে চাই।
আমি চাই তোমার সাথে আমার দ্যাখা না হউক।
আমি চাই আমার সাথে একবার তোমার দ্যাখা হউক।
দ্যাখা-অদ্যাখা কাব্যের শেষ হউক,অন্তত।
সোয়েব মাহমুদ
দ: খিলগাঁও, ঢাকা-১২১৯
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:০৬
কোথাও কেউ কি আছে বলেছেন: ধন্যবাদ
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৯
রাবেয়া রাহীম বলেছেন: কবিতাটি পরেছি কিছুদিন আগে ফেসবুকে জেবাউল নকিব নামে আমার এক ফেবূ বন্ধুর পাতায়। কবিতাটি খুব ভালো লেগেছিলো। আমি কমেনট ও করেছিলাম। কিন্তু আজ অন্য নাম দেখে বিভ্রান্ত হয়েছি। দয়া করে আমার এই বিভ্রান্তি দুর করবেন কি।?
এক জনের লেখা অন্যের নামে চালানো অন্যায়। কঠিন অন্যায়
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:০৯
কোথাও কেউ কি আছে বলেছেন: আসলে অনেকদিন আগে খোলা এই আইডিটি, আজ বসে ছিলাম তাই দ্যাখা অদ্যাখা কাব্যের প্রথম টা দিলাম। নাম পরিবর্তন করেই আসবো আগামীকাল , ওহ আমি সোয়েব মাহমুদ। প্রোফাইল ছবিতে প্রথম বইটার প্রচ্ছদ । ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:১০
ভ্রমরের ডানা বলেছেন: সেকি?
এই কবিতা আপনার নয়? @রাবেয়া রাহিম এই কবিতাটি কি আপনার পরিচিত জনের?
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২৫
কোথাও কেউ কি আছে বলেছেন: জেবাউলের ফেসবুক প্রোফাইলে রাবেয়া রহীম স্কৃনশট দিয়ে এসেছেন , তার আগে উনি ওখানে পুরো কবিতাটা পড়ে নীচে কবিতার নাম এবং কবির নাম দেয়াছিলো তা যদি দেখতেন তবে আমি এই ভোর রাতে বিব্রত হইতাম না। এইজন্য জিম মরিসন বলছিলো " পড়লে পুরোটা পড়ো, নইলে না।"
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:১৮
ডঃ এম এ আলী বলেছেন: আড়াই বছর পরে প্রথম পোস্ট , ভালই হল এখন থেকে হবে দেখা লিখায় লিখায় ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২৬
কোথাও কেউ কি আছে বলেছেন: প্রথম পোষ্টেই বিব্রত হইলাম, হা হা হা হুম দেখা হবে।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৭
ভ্রমরের ডানা বলেছেন: ভাল লেখা!
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৯
ভ্রমরের ডানা বলেছেন: ওয়াও!!