নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" আমি নমরুদ হত্যাকারী বিপ্লবী মশা হতে চাই।\"

কোথাও কেউ কি আছে

অনেকের ভীড়ে একা হয়ে যাওয়া একজন

কোথাও কেউ কি আছে › বিস্তারিত পোস্টঃ

প্রিলিউড নেই কোনও।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৪



‘আমার শরীরে কোন ক্ষত বা জখম নেই’।
এইতো বুকে হাত রেখে বলছি,
‘জখম আমার হৃদয়ের গভীরে।'

বেকার শব্দের ব্যাপ্তি আকাশ ছুঁয়ে ফেলেছে তাই
এখানে ভালোবাসা নিরর্থক কবিতা এখন।

চোখের খাঁচায় পুষছি তোমার হিংস্র বিদ্যুত্ , তবে
তেতলার বিপ্লবে তুলে রাখো প্রেমহীণ কামার্ত ঠোঁটের শূন্যতা,
এ ঠোঁট আমার নয়, যাকে সন্ধ্যাবেলা এসে নিয়ে যাবার কথা।

আমি বোঝাতে পারিনি ,ব্যর্থতা আমার ।
আমি নির্বোধ; ভালোবাসায় বোঝাতে পারিনি
কামার্ত কুকুরের প্রেম ঝেড়ে ফেলেছি সেই ল্যাম্পপোষ্ট কৈশোরেই।
আমি ভালোবাসা চাই, আমি ঘুমুতে চাই বুকে।
আমি চাই স্পর্শটুকু আমাদের; হউক একটা ইতিহাস।
শুন্যতার শুন্য দেয়াল জুড়ে হাহাকার নিয়ে,
অতঃপর স্নায়ু নিস্তেজ কান্নার রাতে
চৌরাস্তায় আমি ঘুমালাম সেই ঘুম, যে ঘুমের কোনও প্রিলিউড ছিলনা।

আফটার অল,
আমরা তো চিরটা কাল সেই আলোর পেছনেই ছুটলাম,
যেটা কখনো এসে পৌঁছয়না; বুক বরাবর।


সোয়েব মাহমুদ।
মোহম্মদপুর,
ঢাকা-১২০৭

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪০

আহমেদ জী এস বলেছেন: কোথাও কেউ কি আছে ,



কোথাও কেউ নেই তবে এই কবিতাটি আছে । চমৎকার ভাবেই আছে।

এ ঠোঁট আমার নয়, যাকে সন্ধ্যাবেলা এসে নিয়ে যাবার কথা। অনবদ্য একটি রূপকল্প ।
আমার মনে হয় এই একটি লাইনেই কবিতার সব অভিমান ভর করে আছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.