![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কখনও “বিষাদ লিখিনি” ,
লিখতে চাইনি স্বজ্ঞানে ফুলস্কেপ কাগজটায় “ একাকীত্ব”, কখনো।
আমি কখনো বেভুল সময়েও লিখতে চাইনি “মৃত্যু”।
অথচ বাষ্পীভূত বেদনা,
বুকের খাঁচায় আটকে গিয়ে কুয়াশায় যে বিভ্রম তৈরী করে,
যে তমসাচ্ছন্ন অন্ধকার নির্মাণ করে-
কাকতাড়ুয়া হয়ে সে সকল ব্যধিবোধ সরাতে সরাতে
নিরাপরাধ এক দেয়াশলাই জ্বলে উঠতেই দ্যাখি,
আত্মঘাতি হৃদয় তোমার চোখ-চশমার কাঁচে
“ভালোবাসা” লিখতে গিয়ে লিখে ফেলেছে সন্ধ্যা,
লিখে ফেলেছে ভালোবাসাহীন আকাশে বিলুপ্তপ্রায় লাল গোলাপ,
লিখে ফেলেছে অণুমোদনহীন মর্গে পড়ে থাকা বিশ্বাস,
লিখে ফেলেছে নিষিদ্ধ ঘোষিত লাল টিপ- যা বাঁ’য়ে একটু বেশিই হেলে গ্যাছে!
আমি কখনওই বিষাদ লিখতে পারিনি
তবুও ,কিভাবে জানি তোমার মুখ ভেসে উঠলেই অসহযোগ শুরু হয়ে যেতো
নগরে?
জলাবদ্ধতা সৃষ্টি হতো চোখের বানিজ্যিক উঠোনে,
অথচ আমি কখনওই বিষাদ লিখতে পারিনি।
০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৪
কোথাও কেউ কি আছে বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২১
সামিউল ইসলাম বাবু বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানবেন