![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু আগেই আমার সাথে সাভারে ভবন ধসে শহীদ সাহিনার হতভাগা পিতা আব্দুল মোতালেবের সাথে কথা হয়েছে।
তিনিও আমাকে জানিয়েছেন যে,ছদ্ম পোশাকে র্যাবের তিনজন লোক এসেছিল। তাঁদের একজন বলেছেন যে,আমি রবিনের জন্য কিছু একটা করে যাবো সরকারের অনুমতি নিয়েই। র্যাবের গোয়েন্দা প্রধান লেঃ কর্নেল জিয়াউল আহসানকে মহান মে দিবসে মেহনতি শ্রমিকদের পক্ষ থেকে লাল সালাম। আশা করি দেশি-বিদেশি গার্মেন্টস মালিকদের এবং বিদেশী ক্রেতাদের বিরুদ্ধেও অ্যাকশনে থাকবে র্যাব। রক্তচোষা মালিকরা এবং ঘাতক বিদেশী ক্রেতারা যেন আমাদের র্যাবকে তাঁদের প্রাইভেট বাহিনী না বানিয়ে ফেলেন।
মহান মে দিবসের আরেকটা ভালো খবর,ফেসবুকে আমার একটি সংবাদের পরে বাংলাদেশ নৌ বাহিনীর একজন লেঃ কমোডোর রবিনের সব দায়দায়িত্ত নিতে আগ্রহ প্রকাশ করেছেন। সবচেয়ে অবাক বিষয় হচ্ছে,তিনি তাঁর নাম এবং পরিচয় গোপন রাখতে অনুরোধ করেছেন।
২| ০২ রা মে, ২০১৩ রাত ১:৫১
লতাদেশী বলেছেন: ঠিকই
৩| ০২ রা মে, ২০১৩ দুপুর ১২:২৭
সাদা রং- বলেছেন: দেশে এখনো কিছু ভালো মানুষ আছে।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৩ বিকাল ৩:২৬
ভ্রমন কারী বলেছেন: খুবই ভালো কথা, কিন্তু এক রবিন নয়, আমাদের কিন্তু আরো অনেক রবিন আছে। তাদের কথাও মনে রাখতে হবে।