নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজানদেশী

লতাদেশী

Activist

লতাদেশী › বিস্তারিত পোস্টঃ

হুনলাম সাভারের কুলো খালেকের পুলা কুলো রানার অন্যতম আশ্রয়দাতা সাংসদ মুরাদ জংকে নাকি...............।

০২ রা মে, ২০১৩ রাত ১:৪৪

হুনলাম সাভারের কুলো খালেকের পুলা কুলো রানার অন্যতম আশ্রয়দাতা সাংসদ মুরাদ জংকে নাকি হাই কমান্ড থেকে বলে দেয়া হয়েছে যে তাঁর আওয়ামী লীগ করার আর দরকার নেই। কারন তাঁর কথায় বিশ্বাস করেই মাননীয় প্রধানমন্ত্রী নাকি সংসদে বলে ছিলেন যে,রানা প্লাজার মালিক সোহেল রানা যুব লীগের কিছুই না। কিন্তু মুরাদ জং এবং রানার চুমোচুমির ছবি পত্রিকায় প্রকাশ হয় এবং প্রধানমন্ত্রী জাতীর কাছে কিছুটা বিব্রত হন। আপার সাথে আমার কথা হলে বলতাম,আপা, দ্রুত মুরাদ জংকে ভিতরে পাঠান। নইলে সাভারের এই আসনে আওয়ামী লীগ বিপুল ভোটে হেরে যাবে,চ্যালেঞ্জ। তবে নতুন করে যাতে আর কলো রানা কিংবা কোন মুরাদ জং ওরফে পোস্টার জং পয়দা না হতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। সরকারের উপর মহলের অনেকেই নাকি গত ওয়ান ইলিভেনের সময়ে কুলো রানার আশ্রয়ে সাভার থেকেছে,তাঁরা কারা? তাঁরা প্রধানমন্ত্রীকে কি আসলেই ভালোবাসে,নাকি খন্দকার মুস্তাকের চেলা,বড় জানতে ইচ্ছে করে,বড় জানতে ইচ্ছে করে।

কমরেড,কেমন কাটালেন রক্তে ভেজা মহান মে দিবস

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ রাত ২:১৩

বাংলার হাসান বলেছেন: বড় জানতে ইচ্ছে করে।
কমরেড

২| ০২ রা মে, ২০১৩ সকাল ৯:১৬

রাজ হাসান বলেছেন: সময় এসেছে সামনে যাওয়ার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.