নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজানদেশী

লতাদেশী

Activist

লতাদেশী › বিস্তারিত পোস্টঃ

নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী কি তাঁর ওয়াদা রাখবেন?

১৪ ই মে, ২০১৩ ভোর ৪:০৮

আজকে রাতে সংবাদ সম্মেলন শেষে নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর রুমে গিয়েছিলাম একান্তে কিছু কথা বলতে। সেখানে এক সুযোগে সেনা বাহিনীর এই ক্ষমতাধর জেনারেলকে রানা প্লাজায় গণহত্যায় মা রেহানা এবং বাবা মনসুরকে হারানো সাত মাসের এতিম রেহেনের ছবিটি দেখালাম। ছবিটি দেখে তিনি রেহানের জন্য কিছু করার জন্য আশ্বাস দিয়েছেন। আমরা আমজনতা আশা করছি তিনি রেহানকে ভুলে যাবেন না।

হাবিবুল্লাহ মিজান

গণমাধ্যম কর্মী

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৩ ভোর ৪:২৮

শিপন মোল্লা বলেছেন: আশা করছি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর তার কথা রাখবেন। রেহানার জন্য ভাল কিছুই করবেন।

২| ১৪ ই মে, ২০১৩ ভোর ৫:১৩

লতাদেশী বলেছেন: আশা করি

৩| ১৪ ই মে, ২০১৩ ভোর ৫:৪০

মাহিরাহি বলেছেন: রেহানকে দত্তক নিতে চাইলে কি করতে হবে?

১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৮

লতাদেশী বলেছেন: দত্তক দিবেন না তাঁর নানি

৪| ১৪ ই মে, ২০১৩ ভোর ৫:৪৮

শ।মসীর বলেছেন: :(

৫| ১৪ ই মে, ২০১৩ সকাল ৭:০১

জাহাঙ্গীর জান বলেছেন: শুধু জেনারেল কেনো সরকারের উচিত আমাদের সবার উচিত রেহানের পাশে দাঁড়ানো ।

১৬ ই মে, ২০১৩ রাত ২:৪৬

লতাদেশী বলেছেন: জি

৬| ১৪ ই মে, ২০১৩ সকাল ৯:৪৮

বনসাই বলেছেন: কোয়ান্টাম ফাউন্ডেশনে যোগাযোগ করুন। তারা রানা প্লাজায় বাবা বা মাহারা অনধিক ১০০ শিশুকে নিজেদের তত্ত্বাবধানে গড়ে তোলার প্রচেষ্টা নিয়েছে। সেখানে বিষয়টি জানাতে পারেন। অন্তত রেহান সেখানে এতিম শিশুর অবহেলায় নয়, একজন শিশু রূপে বেড়ে ওঠার সুযোগ পাবে।

১৬ ই মে, ২০১৩ রাত ২:৪৬

লতাদেশী বলেছেন: রেহানের নানি রেহানকে দত্তক দিবে না।

৭| ১৬ ই মে, ২০১৩ সকাল ৯:১৮

বনসাই বলেছেন: কোয়ান্টাম ফাউন্ডেশন কোনো শিশু দত্তক নেয় না। শিশুটি তার আপনজনের পরিচয়েই বেড়ে উঠবে সেখানে। যত দ্রুত আইনগত অভিভাবক শান্তিনগরস্থ অফিসে যোগাযোগ করবেন তত শিশুর মঙ্গল হবে বলে মনে হয়।

তবে আমি নিশ্চিত নই সাত মাসের শিশুকে তারা এই পর্যায়ে গ্রহণ করছে কিনা।

১৭ ই মে, ২০১৩ রাত ১:২২

লতাদেশী বলেছেন: তাঁদের নাম্বার দিবেন দয়া করে? ০১৭১৩১৭১৩৮৫,প্লীজ।

৮| ১৭ ই মে, ২০১৩ রাত ১:৩৩

ধুম্রজ্বাল বলেছেন: রেহানের নানি রেহানকে দত্তক দিবে না
কারন ব্যাবসা ছাড়া আর কিছু কি ?

৯| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

বনসাই বলেছেন: এখানে যোগাযোগ করা যেতে পারে। তাড়াতাড়ি করলে ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.