নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজানদেশী

লতাদেশী

Activist

লতাদেশী › বিস্তারিত পোস্টঃ

এই পাগলের এবারের টার্গেট যেখানে টাকা দিলে সাভারের গণহত্যাকারিরা পার পেয়ে যেতে পারে

২৪ শে মে, ২০১৩ রাত ২:০৮

সাভারের রানা প্লাজায় গণহত্যার ফসল রিহানদের কথা কি বন্ধু একদম ভুইলাই গেলা? এতিম নিষ্পাপ রিহানদের জন্য যার একটু মায়া হয় না,হোন না আপনি যত বড় রথিমহারথি,বা আপজনই,দয়া করে দূরে যেয়ে মইরেন,প্লিজ।

এই পাগলের এবারের টার্গেট আমার ভাই (দুষ্ট রিহান কিন্তু হতে পারে আমার আদরের শালাও। কারন ইতিমধ্যেই আমার নিজের পরিবারের কেঊ কেঊ রিহানের এক এতিম খালাতো বোনকে আমার বৌ বানাতে চাইছেন,যেহেতু আমারও নাকি বৌ দরকার ইদানিং !) রিহানের জন্য একটা সুন্দর বাড়ি। কি খুব বেশি হয়ে গেল? এই জন্যই রিহানের জন্য একটি আলাদা আন্দোলন করছি।

ভয় নেই বন্ধু রিহান। আর কিছু না হলেও আমার বাব-দাদার কাছ থেকে জমি থেকে রিহানের জন্য এক খণ্ড জমিও কি দিতে পারবো না? শালা রিহান,পারবি বড় হলে তোদের বাবা-মা হত্যাকারীদের এবং তোর খালু শহিদ সাব্দাল আলিমের খুনিদের ক্রসফায়ার দিতে? যদি পারিস তাইলেই কেবল তুই হতে পারবি আমার সেই স্বপ্নের শালা। না পারলে কিন্তু আমি কমু শিগগির পালা।

বিঃদ্রঃ- লেখাটা নাজমা বাহিনীর জন্য প্রথম বুলেট।বাকিদের জন্য কি,দয়া করে বুঝে নিয়েন

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ সকাল ৯:০৪

মাহিরাহি বলেছেন: রিহান কিংবা অন্য বাচ্চাদের দত্তক নিতে চাইলে কি করনীয়?

২| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:০৯

চারশবিশ বলেছেন: রিহান কিংবা অন্য বাচ্চাদের দত্তক নিতে চাইলে কি করনীয়?

৩| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৯

লতাদেশী বলেছেন: দত্তক ছাড়া অন্য কোন সহয়তা করতে পারবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.